ক্লাস ফোর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 10 - Online story

Monday 24 January 2022

ক্লাস ফোর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 10

 



 চতুর্থ শ্রেণীর পরিবেশ পর্ব ১০

আগের পর্ব -৯ মানুষের পরিবার ও সমাজ
১১৮ পাতাত থেকে ১৩৯ পাতা।

পরের পর্ব- ১১দেখুন


আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ
১৪০ পাতা থেকে ১৫২ পাতা।

 প্রশ্ন ঃ ১. নদী, পুকুরে জল কি ভাবে খারাপ হয় ?
উত্তর : নদীর জল কমে গেলে। মাছ ও জলজজীব মরে যায়। কলকারখানার
নােংরা জলনদীতে মিশলে।


প্রশ্ন ঃ ২. মাটি খারাপ হলে কি কি হতে পারে ?
উত্তরঃ মাটির ফসল তৈরি ক্ষমতা নষ্ট হয়।


প্রশ্ন ঃ ৩. মাটি কিভাবে নষ্ট হয় ?
উত্তর : জমিতে বেশী সার দেবার জন্য, রাসায়নিক বিষ ছাড়ানাের জন।


প্রশ্ন ঃ ৪. ডাষ্টবিন কি?
উত্তর ঃ নােংরা ফেলার জায়গা।
.
প্রশ্ন ঃ ৫. কিভাবে বাতাস খারাপ হয়?
উত্তর ঃ কলকারখানার চিমনির ধোয়া গাড়ির ধোঁয়া, সিমেন্টের ধুলাে,রং এর গন্ধ, গাছ কাটা, এবং বিষ বা নােংরা গন্ধথেকে।


প্রশ্ন ঃ ৬. জল দূষণের ফলে কি ঘটে?
উত্তর : পেটের অসুখ ও হাতে পায়ে কালাে কালাে ছােপ হয়।

প্রশ্ন ঃ ৭. পরিবেশ কিভাবে রক্ষা করা হয় ?
উত্তর ঃ জঞ্জাল মুক্ত করতে হবে আর গাছ লাগাতে হবে।

প্রশ্ন ঃ ৮. আমাদের দেশে উত্তর ভাগে কি আছে?
উত্তরঃ হিমালয় পর্বত আছে।


প্রশ্ন ঃ ৯. হিমালয়ের নীচে যে বন আছে তাকে বাঁচাতে কে এগিয়েএসেছিল ?
উত্তর : সুন্দর লাল বহুগুণ।


 প্রশ্ন ঃ ১০. আরাবারি জঙ্গল কোথায় ?
উত্তর ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

 প্রশ্ন ঃ ১১. আরাবারি জঙ্গলে গাছ বাঁচাতে কে এগিয়ে এসেছিল ?
উত্তর ঃ অজিত কুমার ব্যনার্জি।


প্রশ্ন ঃ ১২. মফলং পবিত্র বনভূমি কোথায়?
উত্তর ঃ মেঘালয়ের শিলং থেকে ২৫ কিমি দূরে।


প্রশ্ন ঃ ১৩. এখানে কি গাছ দেখা যায় ?
উত্তরঃ কুর্জি এবং নানা ধরনের ঔষধের গাছ।


 প্রশ্ন ঃ ১৪. খাসি—জন্তিয়া পাহাড়ে মাঝে কোন জঙ্গল আছে?
উত্তরঃ মফলং পবিত্র বনভূমি।
স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা
-