চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 8 জীবিকা ও সম্পদ 100 থেকে 118 পাতা - Online story

Monday, 24 January 2022

চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 8 জীবিকা ও সম্পদ 100 থেকে 118 পাতা

 


চতুর্থ শ্রেণীর 

পরিবেশ অষ্টম পর্ব
আগের পর্ব- 7 প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা 77 পাতা থেকে 99পাতা দেখুন

পরের পর্ব 9 -মানুষের পরিবার ও সমাজ 118 পাতা থেকে 140 পাতা দেখুন


       চতুর্থ শ্রেণীর পরিবেশ
             জীবিকা ও সম্পদ
       ১০০ পাতা থেকে ১১৭ পাতা
প্রশ্ন ঃ ১. টয়ট্রেন বা জিপ কোথায় দেখা যায় ?
উত্তর : দার্জিলিং-এ।

প্রশ্ন ঃ ২. আমাদের ভূমি ভাগ কেমন ?
উত্তর : অসমান, কোথাও পাহাড় কোথাও মালভূমি আবার কোথাও চাষের
জমি।

প্রশ্ন ঃ ৩. উঁচু-নিচু ভূভাগকে কি বলে?
উত্তরঃ মালভূমি।

প্রশ্ন ঃ ৪. উঁচু ভূ-ভাগ কে কি বলে?
উত্তর : পাহাড়।



 প্রশ্ন ঃ ৫. পাহাড়ে কেমন করে চাষ হয় ?
উত্তর : ধাপ কেটে।


 প্রশ্ন ঃ ৬. পাহাড়ে কি চাষ হয় ?
উত্তর : ধান, স্কোয়াশ, ফুল আর কমলালেবু।

 প্রশ্নঃ ৭. দার্জিলিং কি জন্য বিখ্যাত? চা/তামাক/পাট।
উত্তর ঃ চা।


প্রশ্ন ঃ ৮. কৃষি কাজ বেশী করে—মালভূমি/সমভূমি/ পার্বত্যভূমির মানুষরা।
উত্তর ঃ সমভূমি।

প্রশ্ন ঃ ৯. কোথাকার অর্থাৎ কোন কোন জেলায় মানুষরা পাথরের খাদানে
কাজ করে?
উত্তর : বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর।


প্রশ্ন ঃ ১০. কোন জেলায় মানুষ কাঠচেরাই কলে বেশী কাজ করে?
উত্তর : জলপাইগুড়ি জেলায়।


প্রশ্ন ঃ ১১. আমাদের রাজ্যে কোথায় বেশি কয়লা তোেলা হয় ?
উত্তরঃ রানিগঞ্জে।


প্রশ্নঃ ১২. জঙ্গলে মানুষ কিভাবে জীবিকা করে?
উত্তর : কাঠ সংগ্রহ, মধু সংগ্রহ, ঔষধি গাছে সংগ্রহ, মাছধরা, চিংড়ির
মীন সংগ্রহ এবং নৌকা তৈরি।


 প্রশ্নঃ ১৩. পুতুল তৈরি করে—পটুয়ারা/কুম্ভকাররা/নাপিতরা।
উত্তর : পটুয়ারা।


প্রশ্ন ঃ ১৪. মাটির হাঁড়ি তৈরি করে কারা ?
উত্তর : কুম্ভকাররা।


 প্রশ্ন ঃ ১৫. মাটির পুতুল তৈরি হয়—লাল মাটি/সাদা মাটি/পােড়া মাটি।
উত্তর ঃ পােড়া মাটি।


প্রশ্ন ঃ ১৬. কোথাকার মানুষরা মাটির পুতুল বা প্রতিমা তৈরি করেন?
উত্তর : কৃষনগরের মানুষরা।


 প্রশ্ন ঃ ১৭. নীচের জিনিস গুলি কি দিয়ে তৈরি বাঁদিক/ডানদিকমিল করাে।


(i) নৌকা                    (i)নারকেল পাতা
(ii) ঝাড়ু                     (ii)   পাট
(iii) দড়ি।                    (iii)  তালপাতা          
(iv) কলশি।                 (iv)   মাটি
(v) কুলাে।                    (v) বেত
(vi) ছিপ                       (vi)    বাঁশ
(vii) হাতপাখা।              (vii)  কাঠ


উত্তর : (i) – (vii), (ii) – (i), (iii) – (ii), (iv) – (iv), (v) - (v),
(vi)=(vi), (vii)-(iii)

প্রশ্ন ঃ ১৮. যারা শশালার কাজ করেন তাদের বলা হয়—মালাকার/
মালাহার/সাঁকেরা
উত্তর ঃ মালাকার।


প্রশ্ন ঃ ১৯. চাঁদমালা, টোপর কি দিয়ে তৈরি?
উত্তর : শােলা দিয়ে।


 প্রশ্ন ঃ ২০. ছৌনাচের গল্প কি দিয়ে তৈরি হয়?
উত্তর : রামায়ন মহাভারত এর গল্প দিয়ে।


প্রশ্ন ঃ ২১. শিবের গাজন কখন হয়?
উত্তর ঃ চৈত্র সংক্রান্তিতে


প্রশ্ন ঃ ২২. শিল্পীরা ছৌনাচের মুখােশ বানায়—ঠিক/ভুল।
উত্তরঃ ঠিক।


প্রশ্ন ঃ ২৩. ছৌনাচের মুখােশ কি কি দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ বই দেখ (১০৪ পাতা)।

প্রশ্ন ঃ ২৪. যারা তত বােনে তাদের কি বলা হয় ?
উত্তর : তাঁতী।


প্রশ্নঃ ২৫. বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? কি জন্য বিখ্যাত?
উত্তর : বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত।


প্রশ্ন ঃ ২৬. বিষ্ণুপুরী সিল্ক শাড়িতে কিসের কাজ করা থাকে?
উত্তর : বালুচরি।


 প্রশ্ন ঃ ২৭. কতরকম জিনিস দিয়ে গহনা বানানাে হয়?
উত্তর : সুতাের গহনা, পােড়ামাটির গহনা, কাঠের গহনা।


 প্রশ্ন ঃ ২৮. পিতলের কোন জিনিসগুলিকে ডােকরা বলে?
উত্তরঃ পিতল গলিয়ে মৌ-মােম এবং ধুনাের ছাঁচে। ঢেলে বানানাে মূর্তি
কে ডােকরা বলে।


প্রশ্ন ঃ ২৯. যারা লােহার জিনিস তৈরি করেন তাদের বলে—কর্মকার/
মালাকার/ছুতাের।
উত্তর : কর্মকার।


 প্রশ্ন ঃ ৩০. পিতল ঢালাই শিল্পীদের কি কি নামে চেনা যায়?
উত্তর ঃ মালাকার, সাঁকরা, ঢেপ্পো।


 প্রশ্ন ঃ ৩১. কোথায় আলপনা দেওয়া হয় ?
উত্তর দেওয়াল বা ঘরের মেঝেতে।


 প্রশ্ন : ৩২. কোনটি প্রাণী থেকে পাওয়া যায়না—রেশম/পর্দা/কার্পাস।
উত্তর : কার্পাস।


প্রশ্ন : ৩৩. রেল ইঞ্জিনের কারখানা আছে—কৃয়ুনগর/ চিত্তরঞ্জন/
ধনেখালি।
উত্তরঃ চিত্তরঞ্জন।

প্রশ্ন ঃ ৩৪. যেখানে অনেক লােক কাজ করে সেটি—ক্ষুদ্রশিল্প/বড়াে শিল্প।
উত্তর : বডোশিল্প।


 প্রশ্ন ঃ ৩৫. কোন শিল্পের জন্য বিখ্যাত বাঁদিক ডানদিক মল করাে :
(i) ধনে খালি         (i) গালা শিল্প।
(ii) কালিয়াচক        (ii) মৃৎ শিল্প
(iii) কুমাের টুলি (iii) রেশম শিল্প।
(iv) ঝালদা। (iv) তাঁত শিল্প।
উত্তর : (i) – (iv), (ii) – (iii), (iii) – (ii), (iv) – (i)


 প্রশ্ন : ৩৬. কি ভাবে পােড়ামাটি তৈরি করতে হয় ?
উত্তর ঃ প্রথমে মাটি তৈরি করতে হবে। তারপর পােড়াতে হবে।


 প্রশ্ন ঃ ৩৭. কোন জেলায় পােড়া মাটির কাজ বেশী হয়?
উত্তর : বাঁকুড়া জেলায়।
প্রশ্ন : ৩৮. বিভিন্ন রকমের হাতের কাজই হল শিল্পকর্ম–ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।


প্রশ্ন ও ৩৯. ডােকরা পুতুল কিকি ধাতু দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ পিতল, ব্রোঞ্জ এবং অন্যান্য ধাতু।


 প্রশ্ন ঃ ৪০. কখন ডােকরা পুতুলগুলি বিক্রির উপযুক্ত হয়?
উত্তর : ভালকরে ঘষামাজা করে।


 প্রশ্ন ঃ ৪১. বেতের জিনিস কেমন ভাবে তৈরি করে ?
উত্তর : বেতকে বাঁকাতে হবে, বেত জুড়তে হবে। পালিশ করতে হবে।


প্রশ্ন ঃ ৪২. কোন দেশের মানুষ ভাল আলপনা দিতে পারে।
উত্তরঃ লালমাটির দেশের মানুষরা।


প্রশ্ন ঃ ৪৩. যারা হাতে কলমে কাজ করেন তাদের—শিল্পী/শিল্প বলে।
উত্তর ঃ শিল্পী বলে।


প্রশ্ন ঃ ৪৪. পটচিত্র কি?
উত্তরঃ নকশা আঁকা চিত্র।


প্রশ্ন ঃ ৪৫. লােক কথা কি?
উত্তর : লােক মুখে শােন গল্প উপদেশ।


১৬, শান্তিনিকেতনে কি মেলা হয়?
উত্তর : পৌষমেলা।


প্রশ্ন : ৪৭. বাউলগান কোনটি-রবীন্দ্রনাথের গান/পল্পির গান/আধুনিক গান।
উত্তর : পল্লির গান।


প্রশ্নঃ ৪৮. কোনটি সমাজের আদি গান-রবীন্দ্রনাথের গান/পল্লির গান।
উত্তর : পলির গান।


প্রশ্ন : ৪৯. বাংলার একজন সাধক বাউল রহিমরাম/লালন ফকির।
উত্তর : লালন ফকির?


 প্রশ্ন : ৫০. কোন গানের মধ্য দিয়ে আদিসমাজের মিলনের বাণী প্রচারকরা
হয়েছিল?
উত্তর : বাউল গান


প্রশ্ন : ৫১. সারিগান কি?
উত্তর : কাজেরসময় অনেক মানুষ এক হয়ে কষ্ট কমানাের জন্য যে গান গায়।


প্রশ্ন : ৫২. মুখােশ পড়ে কোন নাচ-নাচে?
উত্তর : ছোনাচ।


 প্রশ্ন : ৩, ছৌনাচ কোথায় দেখা যায় ?
উত্তর : উত্তরবঙ্গে


 প্রশ্নঃ ৫৪. কুমুর নাচ কারা নাচে? এই নাচ কোথায় দেখা যায় ?
উত্তর : আদিবাসী মেয়েরা অর্থাৎ সাঁওতাল মেয়েরা।

প্রশ্ন : ৫৫. কোথায় ‘গম্ভীরা পালা হয়?
উত্তর : মালদা-তে।


 প্রশ্ন : ৫৬. আদিম মানুষ কোথায় ছবি আঁকত?
উত্তর : পাহাড়ের গুহার দেওয়ালে ছাদে।


প্রশ্ন : ৫৭. আদিম মানুষরা কি কি ছবি আঁকত?
উত্তর : গাছপালা, প্রকৃতির মানুষের, জন্তুজানােয়ারের, শিকারের।
প্রশ্ন : ৫৮. আদিম মানুষরা কিকি দিয়ে ছবি আঁকত?
উত্তর : কাঠ কয়লা কালি এবং জন্তুজানােয়ারের চর্বি দিয়ে।

 প্রশ্ন ঃ ৫৯. আদিম মানুষ গুহার ভিতরে অন্ধকারে কি করে ছবি আঁকত?
উত্তর ঃ অন্ধকার দুরকরার জন্য জন্তুজানােয়ার তেল জ্বালিয়ে রাখত।


প্রশ্ন ঃ ৬০. আদিম মানুষের ছবি আঁকা কোথায় দেখা যায়।
উত্তরঃ অজন্তা গুহায়।


প্রশ্ন ঃ ৬১. আদিম মানুষ উটপাখির ডিমের খােলা ছবি আঁকত—ঠিকাভুল।
উত্তরঃ ঠিক