চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 11
চতুর্থ শ্রেণীর পরিবেশ পর্ব ১১
আগের পর্ব- ১০
১৫৩ পাতা থেকে ১৬০ পাতা।
প্রশ্ন ঃ ১. টেরাকোটার কাজ কি?
উত্তর : নরমাটি দিয়ে নানান মূর্তি বা নকশা করে আগুনে পুড়িয়ে মূর্তি
বা নকশা তৈরি করা।
প্রশ্নঃ ২. যখন সিমেন্ট তৈরি হতাে না তখন বাড়ি কিভাবে তৈরি হতাে ?
উত্তর : চুন-সুরকির গাঁথানি দিয়ে।
প্রশ্ন ঃ ৩. পুঁথি কি?
উত্তর ঃ তাল পাতার উপর লেখা।
প্রশ্ন ঃ ৪. পুঁথি কেমন করে রাখা হতাে?
উত্তর : লাল শালুতে মুড়িয়ে।
প্রশ্ন ঃ ৫. জাদুঘর কে ইংরাজীতে কি বলে?
উত্তর ঃ মিউজিয়াম।
প্রশ্ন ঃ ৬. বিষ্ণুপুরের আগে কি নাম ছিল?
উত্তর ঃ মল্লভূম।
প্রশ্নঃ ৭. টেরাকোটা কাজের জন্য বিখ্যাত-কলকাতা/বিষ্ণুপুর/বর্ধমান
উত্তরঃ বিষ্ণুপুর
প্রশ্ন ঃ ৮. সূর্যমন্দির কোথায় দেখা যায়? এটি কোন সাগরের ধারে।
উত্তর : কোনারক, এটি বঙ্গোপসাগরের ধারে।
প্রশ্ন ঃ ৯. সূর্য মন্দিরটা কেমন?
উত্তর ঃ মন্দিরটা বিরাট রথের চাকারমতাে, বারাে জোড়া চাকা। নানা রকম মূর্তি।
প্রশ্ন ঃ ১০. জামা মসজিদ কে বানিয়েছিল? এটি কোথায়?
উত্তরঃ শাহজাহান। এটি দিল্লিতে।
প্রশ্ন ঃ ১১. টিপু সুলতানের মসজিদ কোথায়? এটি কেমন?
উত্তর : কলকাতায়। এটি অনেক গম্বুজ আর মিনার দিয়ে তৈরি।
প্রশ্ন ঃ ১২. পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরানাে চার্চ কোটি ?
উত্তর : ব্যাণ্ডেল চার্চ।
প্রশ্ন ঃ ১৩. চার্চকে গির্জা বলে—ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ঃ ১৪. স্মৃতি সৌধ একটি স্থাপত্য—
ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্ন ঃ ১৫. স্থাপত্য কি?
উত্তর : পুরােনাে দিনের বাড়ি, মন্দির,মসজিদ-বা গির্জা।
প্রশ্ন ঃ ১৬. সৌধ কি?
উত্তর : কারাে স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা স্থাপত্য।
প্রশ্ন ঃ ১৭. স্থাপত্য কি?
উত্তর ঃ দেওয়ালে বা পাথরে খােদাই করা নকশাকে স্থাপত্য বলে।
প্রশ্ন ঃ ১৮. একটি সৌধের নাম লেখাে :
উত্তর ঃ তাজমহল।
প্রশ্ন ঃ ১৯. তাজমহলে কার স্মৃতি জড়ানাে আছে?
উত্তর ঃ মমতাজের।
প্রশ্ন ঃ ২০. তাজমহল সাদা মার্বেল পাথর দিয়ে গঠিত। ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ ২১. কি ভাবে স্থাপত্যের ভাস্কর্য নষ্ট হচ্ছে লেখাে।
উত্তরঃ ভূমিকম্প, বৃষ্টি, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া থেকে।
প্রশ্ন ঃ ২২. মমি কি? এটি কোন দেশে দেখা যায় ?
উত্তর ঃ ঔষধ মাখানাে মৃতদেহ। এটি মিশর দেশে দেখা যায়।
প্রশ্ন ঃ ২৩. বক্সা অরণ্য কোথায়?
উত্তর : জলপাইগুঁড়ি জেলায়।
প্রশ্ন ঃ ২৪. পশ্চিমমেদিনীপুর পিংলা গ্রাম কেন বিখ্যাত?
উত্তর ঃ কাপড়ে বা কাগজের উপর আঁকা রংবেরঙের পটচিত্র-র জন্য।
প্রশ্ন ঃ ২৫. কালিম্পং কোন জেলায়? এখানে কি মিউজিয়াম আছে?
উত্তর : দার্জিলিং জেলায়। এখানে লেপচা মিউজিয়াম আছে।
প্রশ্ন ঃ ২৬. ব্যারাকপুর কোন জেলায়? এখানে সংগ্রহশালাটির নাম লেখাে।
উত্তর : উত্তর ২৪ পরগণা। গান্ধি, স্মারক, সংগ্রহশালা।
প্রশ্ন ঃ ২৭. দিঘা বিজ্ঞান কেন্দ্রে কি কি আছে?
উত্তর : আকাশ দেখার ব্যবস্থা, সামুদ্রিক জীবজন্তু কাচের বাক্সে বাক্সে রাখা আছে। এবং বৃষ্টি জল সংরক্ষণের মডেল আছে।
প্রশ্ন ঃ ২৮. পূর্ব ভারতে একটা বড়াে মিউজিয়ামের নাম কি?
উত্তরঃ বিড়লা শিল্প কারিগড়ি সংগ্রহশালা।
প্রশ্ন ঃ ২৯. এটি কোথায় অবস্থিত?
উত্তর ঃ কলকাতায়।
প্রশ্ন ঃ ৩০. এটি কিসের আদলে গড়া ?
উত্তর : কয়লা খনির আদলে গড়া।
প্রশ্ন ঃ ৩১. ব্রতচারী গ্রামে কোথায় ?
উত্তর : কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে।
প্রশ্ন ঃ ৩২. এই গ্রামে কে ব্রতচারী প্রতিষ্ঠা করেন?
উত্তর ঃ গুরুসদয় দত্ত।
প্রশ্ন ঃ ৩৩. বাংলার লােকশিল্পের নানা জিনিস কোথায় রাখা আছে?
উত্তর : গুরুসদয় দত্ত মিউজিয়ামে