দশম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর পর্ব 1
দশম শ্রেণীর ভূগোল প্রথম অনুশীলনী প্রশ্ন উত্তর প্রথম পর্ব
1. বহির্জত প্রক্রিয়ার মূল উৎস হল-
(a) সূর্য (b) নদী (c) হিমবাহ (d) বায়ু
উত্তর-(a) সূর্য
2. ভূমিরূপ পরিবর্তনে যেটির প্রভাব সর্বাধিক?
(a) নদী (b) বায়ু (c) হিমবাহ (d) সমুদ্রতরঙ্গ
উত্তর-(b) নদী( পৃথিবীর প্রায় 70 ভাগ ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে চলেছ)
3. কোন্ মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই–
(a) এশিয়া (b) আফ্রিকা (c) ইউরােপ (d) অ্যান্টার্কটিকা
উত্তর-অ্যান্টার্কটিকা।
4, পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে-
(a) হুগলি (b) পুরুলিয়া (C) পূর্ব মেদিনীপুর (d) নদিয়া
উত্তর -C) পূর্ব মেদিনীপুর
5. কোন্ গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়—
(a) উচ্চগতি (b) মধ্যগতি (c) নিম্নগতি (d) কোনােটিই নয়
উত্তর-a) উচ্চগতি
7. কিউমেক কিসের একক-
(a) নদীর জলপ্রবাহ মাপার (b) বায়ুর বেগ (c)হিমবাহের গতিবেগ (d) বরফের গভীরতা
উত্তর-(a) নদীর জলপ্রবাহ মাপার
৪. দুটি নদীগােষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা তা হল-
(a) নদী উপত্যকা (b) ধারণ অববাহিকা (C) (d) জলবিভাজিকা
উত্তর-(d) জলবিভাজিকা
9, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন্ নদীতে-
(a) আমাজন (b) কলােরাডাে (c) নীল (d) ব্রহ্মপুত্র
উত্তর-(b) কলােরাডাে
11. ভারতের বৃহত্তম হিমবাহ হল-
গঠিত ভূমিরূপ।
(a) বারাে (b) গঙ্গোত্রী (c) বিয়াফো (d) সিয়াচেন
উত্তর- সিয়াচেন
12. নিম্নলিখিত কোনটি নদীকার্যের ভূমিরূপ-
(a) ক্র্যাগ ও টেল (b) মন্থকূপ (c) ইয়ার্দাং (d) জুগান
উত্তর-b) মন্থকূপ
13. বায়ুকার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হল
(a) মরুভূমি (b) মরুপ্রায় (c) উপকূল (d) তুন্দ্রা।
উত্তর-(a) মরুভূমি
14. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলির নাম হল-
(a) সিফ (b) পুচ্ছ (c) বার্খান (d) মস্তক বালিয়াড়ি
উত্তর-বার্খান
15. কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত
(a) জুইগ্যান (b) গৌর (c) ওয়াদি (d) বাখান
উত্তর-ওয়াদি
16. কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতাে
(a) নীলনদ বদ্বীপ (b) মিসিসিপি বদ্বীপ (c) গঙ্গা বদ্বীপ (d) সিন্ধু বদ্বীপ
উত্তর-মিসিসিপি- বদ্বীপ
17. 'Basket of egg topography'-এর সাথে কোন ভূমিরুপটি সম্পর্কিত-
(a) ড্রামলিন (b) গেীর (c) এসকার (d) বাখান
উত্তর-(a) ড্রামলিন
18. কোনটি উপক্রান্তীয় মরুভূমি
(a) সাহারা (b) থর (c) আটাকামা (d) প্যাটাগােনিয়া
উত্তর-প্যাটাগােনিয়া
19. বালিয়াড়ির সাথে কোন নামটি জড়িত
(a) পাওয়েল (b) ব্যাগনল্ড (c) ডেভিস (d) চেম্বারলিন
উত্তর-b) ব্যাগনল্ড
20. কোন্ ভূমিরূপটি হিমবাহ সঞ্চয়কার্যে গঠিত
(a) জ্বগেন (b) ফিয়র্ড (c) ড্রামলিন (d) মন্থকূপ
উত্তর-c) ড্রামলিন
21. গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে-
(a) এশিয়া (b) আফ্রিকা (c) ওশিয়ানিয়া (d) ইউরােপ
উত্তর- (b) আফ্রিকা
22, Mushroom rock ভূমিরূপটি হল-
(a) গৌর (b) বাখান (c) ইয়ার্দাং (d) জুগ্যান
উত্তর-(a) গৌর
বাক্যটি 'সত্য' হলে 'ঠিক' এবা অসত্য' হলে ভুল লেখো।
1. উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল পর্যায়ন।
উত্তর-ঠিক
2. নদী অববাহিকার মধ্যেই ধারণ অববাহিকা অবস্থান করে।
উত্তর-ভুল (এর উল্টোটা ঠিক হবে অর্থাৎ ধারণ অববাহিকা মধ্যে নদী অববাহিকা অবস্থান করে)
3, উচ্চগতিতে নদীর সঞ্চয়কাজ সর্বাধিক।
উত্তর-ভুল(ক্ষয় কার্য সর্বাধিক)
4. পলল বাজনী নদীর নিম্নগতিতে গড়ে ওঠে।
উত্তর-ভুল(মধ্য গতিতে। উচ্চগতির পরে পর্বতের পাদদেশে গড়ে ওঠে)
5.পাখির পায়ের মতাে আকৃতিবিশিষ্ট বদ্বীপ হল মিসিসিপি বদ্বীপ।
উত্তর-ঠিক
6. আমরা এখন একটি অন্তর্বর্তী হিমযুগে অবস্থান করছি।
উত্তর-ভুল (ঠিক উত্তর টি হবে পরবর্তী হিমযূগ)
7. রসে মতানে ভূমিরূপের একদিক হয় মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ।
উত্তর-ঠিক
৪. এসকার বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ।
উত্তর-ভুল
9. শিলাময় মরুভূমি হল হামাদা।
উত্তর-ঠিক
10. সিফ বালিয়াড়িগুলির আকৃতি পিরামিডের মতাে।
উত্তর-ঠিক
11. প্লাবনভূমি নদীর সকল গতিতে দেখা যায়।
উত্তর-ভুল( মধ্য ও নিম্নগতিতে দেখা যায়)
12. উপকূলেও বালিয়াড়ি গঠিত হয়।
উত্তর-ঠিক
13. দুটি নদীর মধ্যবর্তী অঞল হল নদীসংগম।
উত্তর-ভুল( ঠিক উত্তরটা হবে দোয়াব)
14. ক্যানিয়ন শুষ্ক অঞলে গঠিত হয়।
উত্তর-ঠিক
15. নদীবাঁকের অবতল অংশ খাড়া ও উত্তল অশে মৃদুটল হয়।
উত্তর^-ঠিক
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : প্রশ্নমান-1
1. অবরােহণ প্রক্রিয়া প্রক্রিয়া ------নামেও পরিচিত।
উত্তর- নগ্নীভবন
2. দুটি নদীর মিলন অঞ্চলকে __ বলে।
উত্তর- নদী সংগম
3.--------গতিতে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয়—উভয়ই করে থাকে।
উত্তর-মধ্যগতিতে
4.ভারতে -------অঞ্চলের নদীতে গিরিখাত দেখা যায়।
উত্তর-পার্বত্য
5. মন্থকূপ নদীর ------গতিতে গড়ে ওঠে।
উত্তর- উৎস
6. ----------পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ।
উত্তর-ল্যাম্বার্ট
7. হিমবাহ ক্ষয়ে সৃষ্ট দুটি করির মধ্যবর্তী শৈলশিরাকে ------বলা হয়।
উত্তর-এরিটি
৪, রসে মতানে ভূমিরূপের----- অংশ মসৃণ হয়।
উত্তর-প্রতিবাত
9, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি-------- মহাদেশে রয়েছে।
উত্তর-আফ্রিকা
10. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলি নামে----- পরিচিত।
উত্তর-বার্খান
11. -------দেশটি হল 'the land of fjord's।
উত্তর-নরওয়ে
12. সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি নামে ------পরিচিত।
উত্তর-গাসি
প্রশ্নমান-(1)
স্তম্ভ মেলাও :
(a) মন্থকূপ। (i) বায়ু ক্ষয়কার্যে সৃষ্ট ভূমি
(b) হন। (ii) হিমবাহ ও নদীর মিলিত
কার্যে ভূমি
(c) ইন্সেলবার্জ (iii) নদী ক্ষয়কার্যে সৃষ্ট ভূমি
(d) বহিঃবিধৌত সমভূমি। (iv)
হিমবাহ ক্ষয়কার্যে ভূমি
(e) ড্রামলিন (v) বায়ু
সঞয়কার্যে সৃষ্ট ভূমিরূপ
(f) লােয়েস। (v) বায়ু সঞয়কার্যে সৃষ্ট
ভূমিরূপ
উত্তর
(a) মন্থকূপ। (iii) নদী ক্ষয়কার্যে সৃষ্ট ভূমি
(b) হর্ন- iv) হিমবাহ
ক্ষয়কার্যে ভূমি
(c) ইন্সেলবার্জ(i) বায়ু ক্ষয়কার্যে সৃষ্ট ভূমি
(e) ড্রামলিন (vi) হিমবাহ সঞ্চয়কার্যে
সৃষ্ট ভূমিরূপ
(d) বহিঃবিধৌত সমভূমি (ii) হিমবাহ ও নদীর
মিলিত কার্যে ভূমি
(f) লােয়েস(v) বায়ু সঞয়কার্যে সৃষ্ট
ভূমিরূপ
দু-এক কথায় উত্তর দাও :
প্রশ্নমান-1
1. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
উত্তর-W. powell
2. নদী যেখানে সাগরে মেশে সেই অংশকে কী বলে?
উত্তর-নদীর মোহনা
3.নদী কোন গতিতে সর্বাধিন সঞ্চয় করে ?
উত্তর -নিন্মগতিতে
4. নদীর জলপ্রবাহ কোন এককে মাপা হয়?
উত্তর-কিউসেক ব কিউমেক
5. কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?
উত্তর- মহাদেশীয় হিমাবাহ।
6. হিমবাহ সঞয়কার্যে ওলটানাে নৌকার ন্যায় ভূমিরূপটি নাম কী?
উত্তর-ড্রামলিন
7. মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্ত ঘটায়?
উত্তর-বায়ু
8. বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কী?
উত্তর-ব্যাগনল্ড
9. চিনের কোন্ নদী অববাহিকায় লােয়েস দেখা যায়?
উত্তর -হোয়াং হো
10. ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি?
উত্তর-মাজুলি
11. মরুভূমির শুস্ক নদীখাত কী নামে পরিচিত?
উত্তর-ওয়াদি।
12. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তর-সান্টো অ্যাঞ্জেল(৯৭৯মিটার)
13. মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতে শিখরদেশ কী নামে পরিচিত?
উত্তর-নুনাট্যক্স
14. ইন্সেলবার্জ আরও ক্ষয় হয়ে বােল্ডাররূপে থাকলে তা কী নামে পরিচিত?
উত্তর-উত্তর-ক্যাসেলকপিজ
15. কেটল হ্রদের নীচে স্তরে স্তরে সঞ্চিত পলিরাশি কী নামে পরিচিত
উত্তর-ভার্ব নামে পরিচিত।