তৃতীয় শ্রেণীর পরিবেশ খাদ্য অধ্যায় 26 থেকে৩৯ পাতা পর্ব -2 - Online story

Monday 31 January 2022

তৃতীয় শ্রেণীর পরিবেশ খাদ্য অধ্যায় 26 থেকে৩৯ পাতা পর্ব -2

 


  তৃতীয় শ্রেণি
                      পরিবেশ এর
                     প্রশ্ন উত্তর
                খাদ‍্য অধ‍্যায়
                 পর্ব -২

আগের পর্ব -১ (১ থেকে২৫ পাতা)

পরের পর্ব - ৩ (৫০ থেকে ৬৪পাতা)

২৬ থেকে ৪৯ পাতা

 প্রশ্ন ঃ  চানাচুর দেখলে জিভে জল আসে—ঠিক/ভুল।

উত্তর : ঠিক।

প্রশ্নঃ - জিভের জলকে মুখের বলে।
উত্তর : লালা বলে।

প্রশ্ন : - কারাে কারাে তেতাে দেখলে মুখে জল আসে—ঠিক/ভুল
উত্তর : ঠিক


প্রশ্ন : ৪. খাবার স্বাদ কত রকমের হয় ?
উত্তর : টক, ঝাল, মিষ্টি, নােনতা, তেতাে।


প্রশ্ন ঃ মিল করাে :
রসগােল্লা       তেঁতুল
মিষ্টি।       নিমপাতা
ঝাল -নিমপাতা
তেঁতুল—টক,



উত্তর : রসগােল্লা-মিষ্টি, তেঁতুল—টক, লঙ্কা—ঝাল, নিমপাত -তেতাে

প্রশ্ন ঃ  কোনটি শাক নয়—
বেলে/হিঞ্চে/চিলে
উত্তর : চিলে।

প্রশ্নঃ - মানুষের খাদ্য কোনটি—ঘাস/কাঠালের বীজ/খড়
উত্তরঃ কাঁঠালের বীজ।

 প্রশ্ন ঃ . ঘাস মানুষের খাদ্য নয় কেন?

উত্তর : খাস খেলে হজম হয় না।

প্রশ্ন ঃ  কোন গুলি মানুষের খাদ্য-রুটি, সরসের তেল, খড়, বাদাম,
তুষ, ঘাস, হিশােক, বিচলি।
উত্তর : রুটি, সরসের তেল, বাদাম, হিঞে।


প্রশ্ন ঃ  কাঁঠালের কোনটি মানুষের খাদ্য-বীজ খােসা।

উত্তর : বীজ।

প্রশ্ন ঃ  কোন উদ্ভিদের কোন অংশটা আমরা খাই মিল করো :
পান   পাতা।
ফুলকপি        কাণ্ড ও পাতা
সজনে            কাণ্ড
জাম               বীজ
কড়াইশুটি      ফলের শাঁস
বীট                ডাটা
পুঁই                 ফুল
নিম               বােটা ও পাতা

উত্তর : পান—বোঁটা ও পাতা। ফুলকপি—ফুল, সজনে—ডাটা- জাম—ফলের শাঁস, কড়াই খুঁটি বীজ, বীট—কাণ্ড, পুই-কাণ্ড ও পাতা, নিম-পাতা।

প্রশ্নঃ . কোন্ গাছের অংশ কি ভাল করে মিল করাে :
(i) হজম করায়।(i)নিমপাতা
(ii) রক্ত অল্পতা।(ii) পেঁপে
(iii) খোস-পাঁচড়া (ii) কাঁচকলা

উত্তর : (i)-(iii), (ii)-(i), (iii)-(ii)

প্রশ্ন : -টিক চিহ্ন দাও : (i) সবজি ও আনাজ একই জিনিস।
(ii) ধান গাছের বীজ আমাদের খাদ্য।
(iii) টারশ ও ভেণ্ডি একই আনাজ।
(iv)হোপা এবং চিচিঙ্গা একই আনাজ।
(v) মাটির নীচে সব রকম আলু আনাজ জাতায়।

(vi) ওল ও কচু একই আনাজ।
(v) আনাজ আসলে সবজি নয় তরকারি।

উত্তর : (i) ঠিক (ii) ঠিক (iii) ঠিক (iv) ঠিক (v) ঠিক (vi) ঠিক

 প্রশ্ন : -কোনাট কাঁচা খাওয়া ভাল নয়—
ওল/শশা/কাকুড়
উত্তর : ওল।


প্রশ্ন : আনাজের রান্নার পর নাম হয় -----।

উত্তর : তরকারি।

 প্রশ্ন : - মােচা আমাদের কি উপকার করে।

উত্তর : রক্তাল্পতার সমস্যা কমায়।

প্রশ্ন : হজমের সাহায্য করে—ফল/জল/রক্ত।
উত্তর : ফল।

প্রশ্ন :  দিনে কতটা জল খাওয়া দরকার ?

উত্তর : দুই-তিন লিটার।

 প্রশ্ন : , ফল কম খেলে বেশী কি খাওয়া উচিত?

উত্তর : ফল।

 প্রশ্ন : ২০ কোটি কাঁচাতে আনাজ পাকাতে ফল—
আলু/পেঁপে/তাল
উত্তর : পেঁপে।

 প্রশ্ন : -বীজ এর মধ্যে শাঁশ থাকে—খেজুর/আম/নারকেল।
উত্তর : নারকেল।

প্রশ্ন : - ডাব পাকলে তাকে—পাকা ডাব বলে/নারকেল বলে।

উত্তর : নারকেল বলে।
 

প্রশ্ন : -. ঠিক চিহ্ন দাও : (i) শরীরে জলের কাজ করে ফল।
(i) ভাব ফল নয়।
(ii) নারকেল একটি ফল।
(iv) ভাবে জলের ভাগ বেশী থাকে।
(v) ডাবের জল পেটের অসুখ ভালকরে।

উত্তর : (i) ঠিক, (i) ভুল, (iii) ঠিক (iv) ঠিক (v) ঠিক।

প্রশ্ন -: বিষ ফল নয় কোনটি
ধুতরা/কলকে ফল/খেজুর ফল।
উত্তর ঃ খেজুর ফল।


প্রশ্ন ঃ . কোন ঋতুতে পুকুরে পােনা ফেলা হয় ?

উত্তরঃ বর্ষা ঋতুতে।

প্রশ্নঃ . প্রানীজ খাদ্য বলতে কি বােঝ? উদাহরণ দাও।
উত্তর : প্রাণী থেকে যে খাদ্য আমরা পাই তাকে প্রাণীজ খাদ্য বলে।

মাছ,ডিম

প্রশ্ন ঃ কোনটি প্রাণীজ খাদ্য বলে—দুধ/জল/আলু।
উত্তর -দুধ।

প্রশ্ন ঃ খেজুরের রস কোন ঋতুতে পাওয়া যায় ?
উত্তর : শীত কালে।


প্রশ্নঃ . ঠিক চিহ্ন দাও :

(i) ছানা তৈরি করতে হলে দূধ গরম করতে হয়।
(ii) আইসক্রিম করতে হলে ঠাণ্ডা করতে হয়।
(iii) ঠাণ্ডা মানে গরম বেশী।

উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ভুল।


প্রশ্ন : . পাকেটে কোন খাবার জিনিস কেনার সময় কি দেখে কিনবাে?
উত্তর : প্যাকেট লেখা তারিখ দেখে।

প্রশ্ন ঃ . তৈরি খাবার কাকে বলে ?

উত্তর : আগে থেকে খাবার যােগ করে অনেক কিছু প্যাকেটে করে বিক্রি করা হয় তাকে তৈরি খাবার বলে।

প্রশ্ন ঃ  বারুদ ঘষলেই আগুন জ্বলে ওঠে—ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।


প্রশ্ন :  মাটির হাঁড়িতে জল দিয়ে গলে যায় না কেন?

উত্তর : কারণ মাটির হাঁড়ি পুড়িয়ে তৈরি করা হয়।


প্রশ্ন : -. মানুষ কোনটি আগে শিখেছে?
(i) আগুন জ্বালাতে।
(ii) মাটির হাঁড়ি আগুনে পােড়াতে।
(iii) লােহার বাসন তৈরি করতে।
উত্তর ঃ আগুন জ্বালাতে।
-
প্রশ্ন -. আলু বিদেশ থেকে এসেছিল—ঠিক/ভূল।
উত্তরঃ ঠিক।

প্রশ্ন -. বিদেশ এবং অন্যদেশ কথাটা একই।

উত্তরঃ একই।

 প্রশ্ন ঃ  কোনটি অন্যদেশ থেকে এসেছে ?—গোলমরিচ/লঙ্কা/আম।
উত্তর ঃ লঙ্কা।


প্রশ্ন ঃ , আম কোন দেশের ফল—
অনাদেশ/এদেশ।
উত্তর : এদেশের ফল।


প্রশ্ন  কোনটি ঠিক এ দেশ থেকে অনাদেশে গেছে? লঙ্কা/গােলমরিচ/আলু।
উত্তরঃ গােলমরিচ।


প্রশ্ন :  আগে মানুষ নদীর কাছে বাস করত কেন?
উত্তর : জল পাবার সুবিধার জন্য।


প্রশ্নঃ , সর্ব আগের কার মানুষ শিকার করতাে
তির-ধনুক/বল্লম/পাথর।
উত্তর : পাথর।

প্রশ্ন : . মানুষ কাঁচা মাংস খেত আগুন ব্যবহার করার আগে/পরে

উত্তর : আগুন ব্যবহার করারআগে।

প্রশ্ন ঃ  মানুষ প্রথম আগুন কোথা থেকে পেত ?

উত্তর : আগুন থেকে।

প্রশ্ন : মানুষ প্রথম থেকেই জন্তু পােষ মানাত
ঠিক/ভূল।
উত্তর : ভুল।

প্রশ্ন : মানুষ কখন পােষ মানাতে শিখেছিল ?

উত্তরঃ কোন জন্তু পােষ মানবে বুঝে যাবার পর। মানুষ পশুপালন শিখেছিল।

পরের পর্ব  -৩