তৃতীয় শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর 50 থেকে 64 পাতা পোশাক অধ্যায় পর্ব 2
তৃতীয় শ্রেণি
পরিবেশ এর
প্রশ্ন উত্তর
৫০ থেকে ৬৪ পাতা
আগের পর্ব -২
পরের পর্ব -৪
প্রশ্ন ঃ খেলােয়াররা কি পড়ে মাঠে নামে ?
উত্তর : জার্সি পড়ে (জার্সি)
প্রশ্ন ঃ ফুটবল খেলায় কার জার্সি আলাদা?
উত্তর : গােলকিপার।
প্রশ্ন : . ফুটবল খেলায় কে হাত দিয়ে বল ধরতে পারে ?
উত্তর : গােলকিপার।
প্রশ্ন ঃ . ডাক্তার বাবুরা কেমন পােশাক পড়ে?
উত্তর : গলা থেকে পা পর্যন্ত ঢােলা জিনিস পড়েন।
প্রশ্ন : . অ্যাপন’ কি?
উত্তর : গলা থেকে পা পর্যন্ত ঢােলা পােশাক।
প্রশ্ন ঃ পুলিশের পােশাকের রং কি?
উত্তর : খাকি রং-এর।
প্রশ্ন : . কোথাকার পুলিশ সাদা পােশাক পড়ে?
উত্তর : কলকাতায়।
প্রশ্ন : . ছাত্র-ছাত্রীদের পােশাক কি বলা হয় ?
উত্তর : ইউনিফর্ম।
প্রশ্ন : চাদর কখন গায়ে দেয়—শীতকালে/গ্রীষ্মকালে/বর্ষাকালে
উত্তর : শীতকালে।
প্রশ্ন : সিন্থেটিক উল কোথা থেকে এসেছে—রেশম/পশম/
তেল।
উত্তর : খনিজ তেল।
প্রশ্ন : বর্ষাতি কি দিয়ে তৈরি হয়?—সিন্থেটিক/ রেশম/পশম
উত্তর : সিন্থেটিক।
প্রশ্ন ঃ . ঠিক চিহ্ন দাও :
(i) সিন্থেটিক শাড়ি কাচলে তাড়াতাড়ী শুকায়।
(ii) সিন্থেটিক শাড়ি কাচলে কুচকে যায়।
(iii) গরমে সিন্থেটিক পােশাক পড়লে আরাম হয়।
(iv) কার্পাস তুলাের সুতাে কে সুতি বলে।
উত্তর : (i) ঠিক, (i) ভুল, (ii) ঠিক, (v) ঠিক।
প্রশ্ন : . পশম কি?
উত্তর : ভেড়ার লােম এবং কিছু কিছু ছাগলের লােম থেকে তৈরি উল
কে পশম বলে।
প্রশ্ন : উল কথাটি—বাংলা/ইংরেজী/হিন্দি।
উত্তর : ইংরাজী।
প্রশ্ন : . শীতকালে পড়া হয়—পশম এর কাপড়—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন : গরম কালে সুতির কাপড় পরা হয়—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন : . ক্যাশমিলন আসলে কি?
উত্তর : সিন্থেটিক উল।
প্রশ্ন : ক্যাশমিলন কি থেকে তৈরি হয়—রেশম/পশম/খনিজ তেল।
উত্তর : খনিজ তেল।
প্রশ্ন ঃ . শাড়ির আগে কি ছিল?
উত্তর : ইজের।
প্রশ্ন : সেলাই করার জন্য মানুষ আগে জুতো সুতো কি দিয়ে তৈরি হত ?
উত্তরঃ পশুর চামড়া ধুয়ে শুকিয়ে।
প্রশ্ন : . এক সময় মানুষ গাছের ছাল পড়ত—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন : . পাটি কি থেকে হতাে। (পাটি)
উত্তর : খেজুর পাতা থেকে।
প্রশ্ন : এক রকম ঘাস থেকে মাদুর তৈরি হয়—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন : সেলাই করার জন্য সূচ কি দিয়ে তৈরি হত ?
উত্তর : পশুর হাড় দিয়ে।
প্রশ্ন : . কোন গাছের খুব শক্ত আঁশ থাকে?
উত্তর : পাট, শন।
প্রশ্নঃ . আমরা শীতকালে পশুকে জামা পড়াই কেন?
উত্তর শীত ও মশার হাত থেকে পশুকে বাঁচাতে।
প্রশ্নঃ . পাখি পালক ফুলিয়ে রাখে কেন? উদাহরণ দাও।
উত্তর : শীত থেকেবাঁচার জন্য—যেমন শালিক পাখি।