তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 4 পরিবার অধ্যায় 65 থেকে 90 পাতা - Online story

Monday, 31 January 2022

তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 4 পরিবার অধ্যায় 65 থেকে 90 পাতা

 


 তৃতীয় শ্রেণি
                      পরিবেশ এর
                     প্রশ্ন উত্তর
      পর্ব -৪

আগের পর্ব -৩ 

পরের পর্ব -৫

                   ঘরবাড়ি অধ‍্যায়
          ৬৫ থেকে ৯০ পাতা

প্রশ্ন ঃ  মানচিত্রে ছবিতে কোথায় কি আছে জানার জন্য কি দিতে হয় ?
উত্তরঃ চিহ্ন দিতে হয়।

প্রশ্ন ঃ . কোন ম‍্যাপে জেলায় আলাদা আলাদা রং থাকে?

উত্তর : রাজ্যের ম্যাপে।

প্রশ্ন ঃ . ম্যাপ কথার অর্থ কি?

উত্তর : মানচিত্র।

প্রশ্নঃ  ম্যাপের উপর দিকটা—পূর্ব/পশ্চিম/উত্তর দিক।

উত্তর : উত্তর দিক।

প্রশ্নঃ  ম্যাপের ডান দিকটা—উত্তর/দক্ষিণ/পূর্ব।
উত্তরঃ পূর্ব।

প্রশ্ন ঃ  ম্যাপ কথাটি ইংরাজি/বাংলা/হিন্দি।

উত্তর : ইংরাজি।

প্রশ্ন : . ঠিক চিহ্ন দাও :
(i) ম্যাপের উপর দিকটা উত্তর দিক।
(ii) ম্যাপের নীচে দিকটা দক্ষিণ দিক।
(iii) ম্যাপের বাঁদিক মানেই পূর্বদিক।
(iv) ম্যাপে সূর্য ডানদিকে ওঠে।
(v) ম্যাপে কোন দিক থাকে না।

উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ভুল, (iv) ঠিক, (v) ভুল।

প্রশ্ন : . সিমেন্টে কি দিলে জমে যায় ?
উত্তর : জল।

প্রশ্ন : . ছিটে বেড়ার দেওয়াল কেমন?

উত্তর : কঞ্চির বেড়া করে তার উপর মাটির প্রলেপ দেওয়া দেওয়ালকে ছিটে বেড়ার দেওয়াল বলে।

প্রশ্ন :  চাল তৈরি হয়—পাতা সাজিয়ে/টিন দিয়ে/টালি দিয়ে।

উত্তর : পাতা সাজিয়ে।

প্রশ্ন : কোনটি কি জানা দরকার মিল করাে :
(i) ছাদ   (i) বৃষ্টি হলে ঘর ভিজে যাবে।
(ii) দেওয়াল।(ii) কুকুর বিড়ালে খাবার খেয়ে
                             নেবে।
(iii) জানালা(iii) ঢােকা বেরুনাে বন্ধ
                                হয়ে যাবে।
(iv) দরজা      (iv) দম বন্ধ হয়ে যাবে।


উত্তর : (i) → (i), (ii) → (ii), (iii) → (iii), (iv) – (iv)

প্রশ্ন : . আগে কেমন করে দেওয়াল হতাে?

উত্তর : পাথরের উপর পাথর বসিয়ে।

প্রশ্নঃ  মানুষ যা  কিছু করছে তার উপাদান কোথা থেকে পেয়েছে?

উত্তর : প্রকৃতি থেকে।

প্রশ্নঃ  কি দিয়ে বােঝা যাবে গাঁথনি ঠিক হয়েছে?

উত্তর : ওলন দড়ি।

প্রশ্ন :  পাকা ঘড় তৈরি সময ইট জলে ভেজাতে হয়—ঠিক ভুল

উত্তর : ঠিক।

প্রশ্ন :  আগে কেমন ছাদ ছিল?

উত্তর : আগে ছিল কড়ি বরগর পেটানাে ছাদ‌

প্রশ্ন : . এখন ছাদ কিসের হয়?

উত্তর : এখন ঢালাইয়ের।

প্রশ্ন : . যারা ইটের বাড়ি ঘর বার তাদের কি বলে?

উত্তর : রাজমিস্ত্রি

প্রশ্ন :  কি যন্ত্র দিয়ে ইট গাঁথা হয়?

উত্তর : কর্নিক দিয়ে।

প্রশ্ন :  দরজার পাল্লা তৈরিতে কি যন্ত্র লাগে?
উত্তর : করাত, বাটালি, আরও অন্য বস্তু।

প্রশ্ন :  টিন দিয়ে ঘরের চাল তৈরি হয়—ঠিকভুল।

উত্তর : ঠিক।

প্রশ্ন : কিসে জল রাখলে গরমকালে জল ঠাণ্ডা থাকে?

উত্তর : মাটির কলসিতে।

প্রশ্ন : . বাড়িতে কিসে বই রাখা হয়?
উত্তর : আলমারিতে।


 প্রশ্ন : . বাড়ির সামনে যদি পাকা রাস্তা থাকে তবে কি অসুবিধা হবে?
উত্তর : বাস, লরির চাকার ধুলােয় ঘড় ভর্তি হবে। গাড়ি চলাচল এবং হর্নের শব্দে শরীর খারাপ করবে।

>প্রশ্ন :  বাড়ীর সামনে যদি বাজার থাকে তাহলে কি অসুবিধা হবে।

উত্তর : খুব হইচই হবে । বাজারে ব্যবহৃত ফেলে দেয়া জিনিস থেকে বাজে গন্ধ বের হবে।

 প্রশ্ন : . বাড়ির সামনে যদি খাদান থাকে তাহলে কি অসুবিধা?

উত্তর : সারা দিন পাথরে গুতা উতে আসবে।

 প্রশ্ন : . যেখানে ভূমিকম্পহয় সেখানে কিসের বাড়ি করে-ইট/কাঠ/পাথর /মাটি।

উত্তরঃ কাঠ

প্র্শ্ন -কয়লার খাদ কি দিয়ে বুজিয়ে দেওয়া হয়?
উত্তরঃ বালি, দিয়ে।

প্রশ্ন ঃ কয়লার খাদের কাছে কি দিয়ে বাড়ি করলে ভাল হয় ?

উত্তর : হালকা কাঠ ও টিন দিয়ে।

 প্রশ্ন :  ঝড়ে ক্ষতি হয়—উঁচু বাড়ির/নীচু বাড়ীর।

উত্তরঃ উঁচ বাড়ী।

প্রশ্ন : . যাযাবর কাদের বলে ?

উত্তরঃ খাবারে সন্ধানে ঘুরে বেড়ানাে মানুষদের কে যাযাবর বলে।

 প্রশ্ন ঃ . যাযাবর রা রাত্রে কোথায় কোথায় আশ্রয় নেয় ?

উত্তর : খােলা আকাশের তলায়। গাছের তলায়। ছােট গুহায়। কখনও তাবুতে থাকে।

 প্রশ্ন ঃ . যাযাবরদের তাঁবুতে থাকে—শিশুরা/ মেয়েরা/পুরুষরা।
উত্তর : শিশুরা।

প্রশ্ন ঃ . প্রথমে যাযাবররা তাবু কি দিয়ে করত?

উত্তরঃ পশুর চামড়া দিয়ে।

প্রশ্ন ঃ  যাযাবর রা বন থেকে দুরে তাবু করত—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।

 প্রশ্নঃ  বাঘ, সিংহদের থাকার জায়গা কোথায় ?

উত্তর : গুহা বা বনজঙ্গলে

পরের পর্ব -৫ দেখুন