চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ 46 পাতা থেকে 65 পাতা আবহাওয়া ও বাসস্থান কোথায় প্রশ্ন উত্তর পঞ্চম পর্ব - Online story

Sunday, 16 January 2022

চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ 46 পাতা থেকে 65 পাতা আবহাওয়া ও বাসস্থান কোথায় প্রশ্ন উত্তর পঞ্চম পর্ব

             



    আবহাওয়া ও বাসস্থান
            অধ্যায়

46 পাতা থেকে 65পাতা
 সকল প্রশ্নোত্তর এবং বইয়ের ভাষা
তে উত্তর দেওয়া হয়েছে।


আগের পর্ব 4 শরীর অধ্যায় দেখুন


 পরের পর্ব 6 আমাদের আকাশ অধ্যায় দেখুন




প্রশ্নঃ সোনার কেল্লা সিনেমায় কোন জীবকে দৌড়াতে দেখা যায়?

উত্তর-উট

প্রশ্নঃ  বাতাসে আছে এমন পাঁচটি গ্যাসের নাম লেখাে।

উত্তর : নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প,
নিষ্ক্রিয়গ্যাস, কার্বন-ডাই-অক্সাইড,


 প্রশ্নঃ  কোন গ্যাস বাতাসে সবচাইতে বেশী আছে?

উত্তর : নাইট্রোজেন।


প্রশ্নঃ . ঋতু মিল করাে :
(i) বৈশাখ-জৈষ্ঠ             (i) বর্ষাকাল
(ii) আষাঢ়-শ্রাবণ।         (ii) গ্রীষ্মকাল।
(iii) ভাদ্র-আশ্বিন।         (iii) শরৎ কাল।
(iv) কার্তিক-অগ্রহায়ণ   (iv) শীত কাল।
(v) পৌষ-মাঘ                (v) হেমন্ত কাল।
(vi) ফাল্গুন-চৈত্র            (vi) বসন্ত কাল।
উত্তর : (i) → (ii), (ii) → (i), (iii) ⇒ (iii),
(iv) ⇒ (v), (v) (iv), (v) — (vi)


প্রশ্ন : কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে?

উত্তর : শীতকালে।


প্রশ্ন ঃ . কোন ঋতুতে খুব গরম হয়?

উত্তর : গ্রীষ্মকালে।



প্রশ্ন ঃ . কোন সময় শীত পড়ে ? সেটি কি কি মাস?

উত্তর : শীতকালে অর্থাৎ পৌষ, মাঘ মাসে।



প্রশ্ন ঃ . কোন ঋতুতে জুই ফুল ফোটে?

উত্তরঃ গ্রীষ্ম ঋতুতে।



 প্রশ্নঃ . কাশফুল কোন ঋতুতে ফোটে।

উত্তর : শরৎ ঋতুতে।


প্রশ্নঃ  শিবের গাজন কোন ঋতুতে হয় ?

উত্তরঃ বসন্ত ঋতুতে।



প্রশ্নঃ . চিড়িয়াখানায় দেখা যায় এমন পাঁচটি প্রাণীর নাম করাে।

উত্তরঃ বাঘ, সিংহ, হরিণ, ময়ুর, হাতি।



প্রশ্নঃ পাহাড়ে চুড়ায় উঠলে শ্বাসকষ্ট হয় কেন?

উত্তর : ঘনে বাতাস কম থাকে আর তাতে অক্সিজেন কম থাকে।


প্রশ্নঃ বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকতে -

কম সময় লাগে/ বেশি সময় লাগে।
উত্তরঃ বেশী সময় লাগে।


 প্রশ্নঃ  বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশী/কম থাকে।

উত্তর -বেশি থাকে


প্রশ্নঃ . চিড়িয়াখানায় সাপ কোথায় থাকে?

উত্তর : খোপের ভিতর।


প্রশ্নঃ  চিড়িয়া থানায় ৰাষ কোথায় থাকে?

উত্তর : খাঁচার ভিতর।


প্রশ্নঃ রেড় পাণ্ডা কোথায় দেখা যায় ?

উত্তর : দার্জিলিঙে।


প্রশ্নঃ১ তালগাছে কোন পাখি বাঁসা বাঁধে?

উত্তরঃ বাবুই পাখি।


প্রশ্নঃ  কলমি শাক পুকুর ধাৱে হয়—ঠিক/ভুল।

উত্তরঃ ঠিক।


প্রশ্নঃ  কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকত?

উত্তরঃ মধ্যপ্রদেশের জালে।


প্রশ্ন :  বাসস্থান দিয়ে বাঁ দিকের সঙ্গে ডানদিক মল করাে :
(i) উকুন                      (i) গাধার পিঠে
(i) কৃমি।                   (ii) পোকা
 (iii) খাবারে নালীতে।        (iii) মাথার চুলে

উত্তর : (i)+ (ii), (ii)+ (iii), (iii)+ (i)


প্রশ্নঃ  ম্যালেরিয়া হল—জায়গার নাম/জ্বরের নাম/জীবের নাম।
উত্তর -জ্বরের নাম

প্রশ্নঃ বাতাসে কোন গ্যাস টা বেশি আছে ?
উত্তর -নাইট্রোজেন

প্রশ্নঃ  ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে?
উত্তরঃ রক্তে।



 প্রশ্ন :  মরুভূমিতে শুধু কাঁটা গাছ দেখা যায়—ঠিক/ভুল।

উত্তর ঠিক

প্রশ্নঃ  প্রবাল প্রাচীর দেখা যায় পাহাড়ের নীচে সমুদ্রের নীচে/মাটির |

উত্তরঃ সমুদ্রের নীচে।


 প্রশ্নঃ  ভারতীয় সিহে কোথায় পাওয়া যায় ?

উত্তরঃ গুজরাটে গির অরণ্যে।


 প্রশ্ন ঃ মুগা রেশম মথ কোথায় দেখা যায়?

উত্তর : আসামে।


প্রশ্ন ঃ  বামদিক ডানদিক মিল করাে :
(i) বাঘ        (i) ঘরের চালের নীচে
(ii) কাক       (ii) কাদা জলে।
(iii) কচ্ছপ       (iii) আস্তা কুঁড়ে।
(iv) চড়াই পাখি   (iv) নােংরা ঘরে।
(v) আরশােলা        (v) ঘরের দেওয়ালে।
(vi) টিকটিকি       (vi) নদীর ধারে।
(vii) গােসাপ (vii) জলের নীচে।
উত্তর : (i) – (ii), (ii) – (iii), (iii)- (vii), (iv) – (i), (v) – (iv) ,(vi) – (v), (vii) (vi)


প্রশ্ন :  জলাভূমি বুজিয়ে কি হচ্ছে?

উত্তর : ঘরবাড়ি।

প্রশ্ন ঃ আকাশ থেকে সুন্দরবন কে কেমন দেখায়?

উত্তর : মাথার টাকের মতাে।

প্রশ্ন ঃ মানুষ কু-সংস্কারের বশে কোন গাছ কেটে ফেলে?

উত্তর ঃ শিমুল।

 প্রশ্ন :  রবীন্দ্র সেতু কোন নদীর উপর আছে?

উত্তর : হুগলি নদী।


প্রশ্ন ঃ . রবীন্দ্র সেতু কোন দুটি শহরকে যােগ করেছে?
উত্তর ঃ হাওড়া এবং কলকাতা।


প্রশ্ন : সাঁতরাগাছি কোন জেলায়?
উত্তর ঃ হাওড়া জেলায়।

 প্রশ্ন ঃ  সাঁতরাগাছিতে কি কি জাতের হাঁস দেখা যায় ?

উত্তরঃ পিনটেল, হুইসলিং টীল।


প্রশ্ন ঃ গােলপার্কের লেকে কি দেখা যায় ?

উত্তর : মাছ।


প্রশ্ন -কোন গাছ কুসংস্কারে বসে কেটে ফেলা হচ্ছে?

 উত্তর -শিমুল গাছ

প্রশ্ন- মৃগা রেশম উত্তর কোথায় দেখতে পাওয়া যায় ?

উত্তর আসাম

 প্রশ্ন :. জলদা পাড়া জঙ্গলে নামী জন্তুটার নাম কি ?

উত্তরঃ এক শৃঙ্গ গন্ডার।


প্রশ্নঃ এই অঞলের মধ্যে কি নদী ৰইছে?
উত্তরঃ হলংন দী।


 প্রশ্ন ঃ  জলদা পাড়া অরণ্যের পাশে-কি নদী আছে?

উত্তর : তাের্সা নদী।

প্রশ্নঃ তােসা নদী উৎপন্ন হয়েছে-

 দার্জিলিং/ভুটান/চীন।

উত্তর :/ ভুটান।

আমাদের আকাশ প্রশ্ন উত্তর পর্ব 6