চতুর্থ শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর 66 পাতা থেকে 76 পাতা অধ্যায় আমাদের আকাশ ষষ্ঠ পর্ব - Online story

Monday 17 January 2022

চতুর্থ শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর 66 পাতা থেকে 76 পাতা অধ্যায় আমাদের আকাশ ষষ্ঠ পর্ব


 আমাদের পরিবেশ
আমাদের আকাশ অধ্যায়    পর্ব 6
৬৬ পাতা থেকে ৭৬ পাতা
পরের পর্ব ৭ প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়

আগের
পর্ব 5 আবহাওয়া ও বাসস্থান
প্রশ্ন ঃ সকাল বেলায় ছায়া পড়ে—পূর্বে/পশ্চিমে/দক্ষিণে।

উত্তরঃ পূর্বে।



প্রশ্ন ঃ . যখন ছায়ার দৈর্ঘ্য ছােট হয় তখন সূর্য মাথার উপর/মাথার পাশে থাকে।

উত্তর : মাথার উপর।


প্রশ্ন ঃ রাতের সূর্যকে দেখতে পাইনা কারণ—

সূর্যের আলাে ফুরিয়ে যায়।/পৃথিবী ঘােরার জন্য/পৃথিবী স্থিতিশীল


উত্তর : পৃথিবী ঘােরার জন্য।



 প্রশ্নঃ কোনটি ঠিক : (i) সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে।

(ii) পৃথিবী সূর্যের চারিদিক ঘুরছে।
(iii) পৃথিবী যে অংশে আলাে পায় সেটা দিন হয়।
(iv) পৃথিবীর অর্ধেক যখন দিন হয় তখন অর্ধেক রাত্রি হয়।
(v) ভাের বেলায় আলাে ঝলমল থাকে।
(vi) দিনের শেষ রাতের শুরু কে ভোর বলে।
(vii) চাঁদের নিজস্ব আলাে আছে।
উত্তর : (i) ভুল, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক, (v) ভুল, (vi) ভুল (vi) ভুল।
:

প্রশ্ন -. চাঁদ কার আলােয় আলোকিত-
 সূর্য/ গ্রহ/উপগ্রহ।
উত্তর : সূর্য।

প্রশ্ন - চাঁদের গায়ে কালাে দাগগুলিকে কি বলা হয়।

উত্তর -কলঙ্ক

প্রশ্নঃ- চাঁদ একটি
গ্রহ/উপগ্রহ।

উত্তর- উপগ্ৰহ



প্রশ্ন : ঠিক ভুল লেখাে : (i) চাঁদের দুই পিঠই আমরা দেখতে পাই।
(ii) চাঁদ পৃথিবীর চারিদিকে পাক খায়।
(iii) পৃথিবী চাঁদের চারিদিকে পাক খায়।
(iv) অমাবস্যার রাতে চাঁদকে গােল খােয়।
(v) চাঁদের একটা পিঠ সব সময় আলােকিত থাকে।
উত্তরঃ i) ভুল, () ঠিক, (ii) ভুল, (v) ভুল, (v) ঠিক।

প্রশ্ন - কোন রাতে চাঁদকে গোল দেখায়?

উত্তর : পূর্ণিমাররাতে।



প্রশ্নঃ অমাবস্যাররাত্রে চাঁদকে দেখতে পাই না কেন?

উত্তরঃ চাঁদ অমাবস্যার রাত্রে পৃথিবীর উল্টো দিকে থাকে।



-প্রশ্ন :সপ্তর্ষিমণ্ডল কোন চিহ্নের মত?

উত্তরঃ (?) অর্থাৎ প্রশ্ন চিহ্নের মতাে

-

প্রশ্নঃ সপ্তর্ষিমণ্ডল কয়টি তারা নিয়ে গঠিত?

উত্তর : সাতটি।



প্রশ্ন : ১৩, ক্রতু, পুলহ, অত্রি, মরীচি, আঙ্গিরা, বশিষ্ট পুলস্তা কে পর পর ঠিককারে লেখাে।

উত্তরঃ ক্রতু, পুলহ, পুলস্তা, অত্রি,, আঙ্গিরা, বশিষ্ঠ মরীচি।


প্রশ্ন: কোনটি ঠিক /কৌনটি ভুল লেখাে :

(i)অরুন্ধতী বশিষ্ট্রে স্ত্রী।
(ii) তারাগুলি মিটমিট করে।
(iii) সূর্য একটি নক্ষত্র
(iv) বৃহস্পতির বারােটি উপগ্রহ আছে।
(v) ধ্রুবতারা জায়গা পাল্টায় না
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ভূল, (v)ঠিক


প্রশ্ন  আরটিশিষ্টের কাছাকাছি থাকেতার অতী।
উত্তরঃ অরুন্ধতী

প্রশ্ন- মহাকাশে যান পাঠাতে কি ব্যবহার করতে হয় ?

উত্তর /রকেট



 প্রশ্ন -কে বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে পাক খায় এবং দিনরাত হয়?

 উত্তর- আযভট্ট


প্রশ্ন -দূরবীন কে আবিষ্কার করেছিল?

উত্তর গ্যালিলিও



প্রশ্ন-যে তারাটি বৈশিষ্ট্যের কাছাকাছি থাকে তার নাম-
 অরুন্ধতী / ধ্রুবতারা

উত্তর অরুন্ধতী

প্রশ্ন : দূরত্ত্ব অনুসারে গ্রহগুলির নাম লেখাে।

উত্তর বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন

প্রশ্ন কত দিন আগে দূরবীন আবিষ্কার হয়েছে?

উত্তর প্রায় 400 বছর আগে



প্রশ্ন- গ্যালিলিও চাঁদ সম্পর্কে কি বলেছিলেন?

উত্তর-ঢাঁদ পৃথিবীর মতো গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু।


প্রশ্ন : পৃথিবী ও সূর্যের মাঝের গ্রহটি কী কী?

উত্তর বুধ ও শুক্র গ্রহ



প্রশ্ন - বলয় গ্রহ নামে পরিচিত কোনটি?
উত্তর -শনি

- প্রশ্ন : ২৫. চাঁদে প্রথম যাত্রী-

মানুষ/ বিজ্ঞানী /কুকুর।

:
উত্তর- কুকুর

প্রশ্ন -চাঁদে প্রথম মানুষ কে গিয়েছিলেন—

উত্তর-নীল আর্মস্ট্রং



প্রশ্ন-চাঁদের প্রথম যাত্রী কুকুরটির নাম কি ছিল?

উত্তর -লাইকা



প্রশ্ন -ভারতে প্রথম মহাকাশচারীর নাম কি?

উত্তর : রাকেশ শর্মা



প্রশ্ন -মঙ্গল গ্রহের সন্ধানী যানটির নাম কি?

উত্তর কিউরিসিটি রোভার,



প্রশ্ন- শনিগ্রহের সন্ধানে কোন যান গেছে?

উত্তর : ক্যাসিনি


পশ্ন -ইনস‍্যাট কি?

উত্তর : আমার দেশের পাঠান কতকগুলি কৃত্রিম উপগ্রহের নাম।


প্রশ্ন : কৃত্রিম উপগ্রহ গুলি পৃথিবীর চারদিকে ঘােরে—ঠিক/ভুল।
-
উত্তর : ঠিক।



পরের পর্ব 7