চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 7 প্রকৃতি সম্পর্কে মানুষের হাতিয়ার অধ্যায় 77 থেকে 99 পাতা - Online story

Sunday, 23 January 2022

চতুর্থ শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 7 প্রকৃতি সম্পর্কে মানুষের হাতিয়ার অধ্যায় 77 থেকে 99 পাতা

 



          চতুর্থ শ্রেণীর    পরিবেশ প্রশ্ন উত্তর

 অধ্যায় 'প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা'।

আগের পর্ব 6 দেখুন

পরের পর্ব 8 দেখুন

৭৭ পাতা থেকে ৯৯ পাতা
-প্রশ্ন : নদীর পাড়ে বা কাছাকাছি বাস করলে কি সুবিধা হত?

উত্তর : জল পাওয়া যেত। চাষবাস করা হত। নদী দিয়ে যাতায়াত করা হতাে নৌকার দ্বারা। ব্যাবসা বাণিজ্যের সুবিধা হত।


প্রশ্ন : কোন মাটিতে ভাল চাষ হয়-
এঁটেল। বেলে/ পলি।

উত্তর : পলিমাটি

প্রশ্ন; কোথায় লোহাকে আগুনে নরম করে পেটাতে দেখেছো ?
উত্তর -কামার শালা


প্রশ্ন : যে পাথর টিকে ঠোকাঠুকি করে আগুন জ্বালানাে হতাে সেই পাথরে নাম কি?

উত্তর : চকমকি পাথর।
-

প্রশ্ন : কোনটি ঠিক লেখাে :
(1) আগুন শীত থেকে বাঁচাল।
(1) আগেকার মানুষ আগুনে খাদ্য পুড়িয়ে নিত।
(ii) আগুনে পুড়িয়ে মাটি শক্ত করা হতাে।
(iv) আগুন কে পুরােনাে দিনের মানুষ ভয় করতাে।
(v) কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে।
উত্তর : (1) ঠিক, (i) ভুল, (iii) ঠিক, (iv) ভুল, (v) ঠিক।
-

প্রশ্ন :  কোথায় পােড়া মাটির মন্দির দেখা যায় ?
উত্তরঃ বিষ্ণুপুরে।


 প্রশ্নঃ . কখন সবাই এক সঙ্গে গাছ লাগায় ?

উত্তর : অরণ্য সপ্তাহে।
-

প্রশ্ন :নদীর ধার কি গাছ লাগান হয় ?

উত্তরঃ গেওয়া, সুন্দরী।

প্রশ্ন ঃ গাছ আমাদের কি উপকার করে?

উত্তর -গাছ জ্বালানি দেয়। অক্সিজেন দেয়। ছায়া দান করে। বাতাসে কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয়। ঔষধ দেয়।

প্রশ্ন -কখন থেকে গাছের গুরুত্ব বেড়ে গেল।

উত্তর ঃ কৃষি কাজ শেখার পর।

 প্রশ্ন  জ্বরের ঔষধ তৈরি হয় গাছের–
ছাল/মূল/কাণ্ড/পাতা থেকে।

উত্তর -গাছের ছাল থেকে

প্রস্থ- মানুষ প্রথম থেকেই পশুকে পােষ মানাতে শিখেছিল—ঠিক/ভুল
উত্তর -ভুল

প্রশ্ন -ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো !
উত্তর- সকল উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় সেগুলিকে ভেষজ উদ্ভিদ বলে।

 প্রশ্ন-  কোনটি ঔষধি গাছ—
আম/ খেজুর/তুলসী।


প্রশ্ন - মানুষ প্রথম থেকেই মাংস খেত—ঠিক/ভুল।
উত্তর ভুল। (ফলমূল খেত)।


প্রশ্ন-মানুষ কেন পশুকে পােষ মানালাে ?

উত্তর - খাবারের সুবিধার জন্য।


 প্রশ্ন  হাঁস মুরগি মতাে পাখিদের পােষ মানতে হয়েছিল কেন ?

উত্তর : সারা বছর ডিম ও মাংস পাবার জন্য।


প্রশ্ন - গায়রাকে সে পােষ মানাতে হল কেন ?

উত্তর : খবর দেওয়া নেওয়ার জন্য।


 প্রশ্ন :  নখন দলের হিসাবে পশু পাখির ছবি ব্যবহার করা হতাে?

উত্তর : যখন মানুষের জীবন পশু পাখিদের গুরুত্ব বেড়ে গিয়েছিল।


প্রশ্ন : . কি কি পশুদের দলের চিহ্ন হিসেবে ব্যাবহার করা হতাে।

উত্তর : সহ, বাঘ, ভাল্লুক, ষাঁড়, হরিণ।


প্রশ্ন -ঢিল ছুঁড়ে ফল পাৱা উচিত নয়?

উত্তর : চিল ফসকে গিয়ে কারাে মাথায় পড়তে পারে।


 প্রশ্ন -কোন প্রাণীর লম্বা গলা থাকে?

উত্তর-জিরাফ


প্রশ্ন : . কোনটি বেশী বুদ্ধিমান-
বাঁদর/জিরাফ/মানুষ।


প্রশ্ন-  কি করে মানুষ কঠিন কাজকে সহজ করে নিল?


 প্রশ্ন : কোনটা টুল নয়-
 চামচ/ মেশিন/হাতিয়ার।

উত্তর-হাতিয়ার।

 প্রশ্নঃ মানুষ প্রথমে পাথর দিয়ে টুল বানাতে—ঠিক/ভুল।।

 প্রশ্ন ঃ . কোনটা ঠিক—(i) আগে পশুর হাড় দিয়ে সুচ বানাতাে।
(ii) পশুর হাড় দিয়ে টুল বানাতাে।
(ii) হাতিয়ার টুল নয় অস্ত্রসস্ত্র।
(iv) হাতিয়ার পশুর হাত থেকে বাঁচাতাে।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক।
)
3 প্রশ্ন ঃ বাদিকের সঙ্গে ডানদিক মল করাে :
(i) চুল কাটতে      (i) চামচ                                               
(ii) লােহা।           (ii) কোদাল
(iii) ঢাকনা খুলতে       (iii)কাঁচি
(iv) পাকা ঘর তৈরিতে   (iv) রড়
(v) চাষ করতে।.        (v)   সােনা
(vi) গহনা বানাতে।.     (vi) র্কুনিক
1
উত্তর : (i) – (ii¡), (ii) - (iv), (iii) - (i), (iv)-(vi), (v) - (ii),(vi)-(v)

প্রশ্ন ঃ কি ভাবে মানুষ হাতিয়ার তৈরি করতে?
উত্তরঃ বইয়ে দেখ (৮৫ পাতা)।


 প্রশ্ন ঃ  ঠিক ভুল লেখাে : (i) আগে পাথর দিয়ে মূর্তি বানাতাে।
(ii) পাথর দিয়ে ঘর বাড়ী বানানাে হতাে।
(iii) পাথর দিয়ে শিলনােড়া তৈরি হত।
(iv) পাথর দিয়ে গাছ লাগানাে হতাে।
(v) পাথর দিয়ে বর্ষায় ফলা বানাতাে।

উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ভুল, (v) ঠিক।


প্রশ্ন ঃ  লােহার ব্যবহার শেখে তামার—আগে/পরে।
উত্তরঃ পরে।


প্রশ্নঃ  কোনটি বেশি শক্ত—তামা/ লােহা।
উত্তর ঃ লােহা।


 প্রশ্ন ঃ  চারটি ধাতুর নাম লেখাে।

উত্তর : তামা, লােহা, কাঁসা, পিতল।


প্রশ্ন :  কোনটি ধাতু নয়—রূপা/ স্টেনলেস স্টিল/গ্রাফাইট।

উত্তর : গ্রাফাইট।

প্রশ্ন -মানুষ প্রথম লোহাকে কোথা থেকে খুঁজে পেয়েছিল?

 উত্তর- উল্কা খন্ড থেকে।
 

প্রশ্ন ঃ  তামা পিটিয়ে মানুষ কোন দুটো দরকারি জিনিস করেছিল ?

উত্তর ঃ লাঙল, কাস্তে।

 প্রশ্ন :  ব্রোঞ্জ লােহার—
আগে তৈরি/পরে তৈরি।

উত্তর : আগে তৈরি।


 প্রশ্ন ঃ ব্রোঞ্জ কি কি ধাতু দিয়ে তৈরি।

উত্তর : তামা ও টিন।


 প্রশ্ন ঃ  লােহাকে মানুষ প্রথম কোথার খুঁজে পেয়েছে?

উত্তর : পৃথিবীতে এসে পড়া উষ্কা খণ্ড থেকে।


প্রশ্ন : ঢাল তরােয়াল এর মতাে—ভারী যন্ত্রপাতি তাম/ লােহা দিয়ে তৈরি হতাে।

উত্তর : লােহা দিয়ে।


প্রশ্ন : কোনটিতে মরচে পড়ে—
অ্যালুমিনিয়াম/স্টেনলেস্ টিল/লােহা।

উত্তর : লােহা।

 প্রশ্নঃ  লােহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি হয়—ঠিক/ভুল

উত্তর : ঠিক।

প্রশ্ন ঃ  ইস্পাত আসলে―লােহা দিয়ে ইস্পাত দিয়ে তৈরি।
উত্তর : ইস্পাত দিয়ে তৈরি।

প্রশ্ন ঃ  কোনটি ঠিক লেখাে : (i) ধাতু পিটলে ঠং ঠং শব্দ হয়।
(ii) ধাতু তড়িৎ পরিবহন করে ।
(iii) ধাতুকে গরম করা যায় না।
(iv) ধাতু মাত্রেই তরল।
উত্তর : (i) ঠিক, (ii) ঠিক, (ii) ভুল, (iv) ভুল।


প্রশ্ন ঃ মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানাতাে?
উত্তর : কাঠ দিয়ে।

প্রশ্ন - কাঠের চাকা শক্ত করার জন্য মানুষ কি করেছিলো ?

উত্তর -লোহার বেড়া দিয়েছিল ।

প্রশ্ন  মোটর গাড়িতে কিসের টায়ার লাগানো হয়?

 উত্তর- রাবারের ।

প্রশ্ন -টায়ার প্রশ্ন রাবারের তার সুবিধা কি ?

উত্তর -এটিতে হাওয়া ভরা হয়। তাতে অনেক হালকা হয়। ঝাঁকুনি কম হয় ।গাড়ি তাড়াতাড়ি চলে।

 

 

প্রশ্ন- মানুষ প্রথমে লাঠিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল।

 ঠিক-/ভুল

 উত্তর- ঠিক 

প্রশ্ন -সর্বপ্রথম লাঠির মাথায় ধাতুর ফলা পাথরের ফলা ব্যবহার করেছিল?

 উত্তর- পাথরের ফলা(ধাতু আবিষ্কারের পর ধাতুর ফলা করা হয়েছিল)

 

প্রশ্ন- দাহ্য বস্তু কি?

 উত্তর- যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং পুড়ে যায় সেগুলিকে দাহ্য বস্তু বলে।

 

 প্রশ্ন -দাহ্য কথার অর্থ কি ?

উত্তর- পোড়া

 

 প্রশ্ন -কোনটি   দাহ্য   পদার্থ নয়? বাজি /বিচুলি/ কেরোসিন/ জল 

উত্তর -জল

প্রশ্ন  বর্জ্য পদার্থ কাকে বলে?
উত্তরঃ ব্যবহার করে ফেলে দেওয়া পদার্থকে বর্জ্য পদার্থ বলে।
প্রশ্নঃ  কোনটি সহজে মাটিতে মিশে যায় না আনাজেরখােসা/কাঁচেরগুডো।
উত্তর কাচের গুঁড়ো
 প্রশ্ন-বর্জ্য পদার্থ ফেলা হয়— রান্নাঘরে / খেলার মাঠে /ডাস্টবিনে উত্তর ডাস্টবিনে

 প্রশ্নঃ  বিষথলি সাপের কোথায় থাকে দাঁতের

 উপরে/ নীচে
(i) সাপ মানুষকে মারার জন্য কামড়ায়।
(ii) এমনিতে সাপ বিষাক্ত প্রাণী নয়।
(iv) অনেক প্রাণীর হুলে বিষ থাকে।
উত্তর : (i) ঠিক, (i) ভুল, (iii) ভুল, (iv) ঠিক।


প্রশ্ন :  সাপে কামড়ালে রােগীর শ্বাসকষ্ট হলে কি করবে?
উত্তর : মুখে মুখ লাগিয়ে শ্বাস দেব।


প্রশ্ন ঃ কেটে গেলে কি গরম করে লাগাতে হয়?
উত্তর : চুন-হলুদ।


 প্রশ্ন ঃ  গলায় ব্যথা হলে কি ফুটিয়ে পান করতে হয় ?

উত্তর : বাসক পাতা, মিছরি, গােলমরিচ।

 প্রশ্ন ঃ পায়ে আঘাত লাগলে কি র্থেততা করে লাগাতে হয়?

উত্তর : রং চিতার।

 প্রশ্ন ঃ বাঁদিকের সঙ্গে ডানদিক মিল করাে :
(i) কৃমি      (i) বাসক পাতা
(ii) পেটের অসুখ     (ii) কাল মেঘ।
(iii) সর্দি-কাশি (iii) নিম পাতা
(iv) কেটে গেলে (iv) থানকুনি
(v) খোস-পাঁজরা (v) গাদা পাতা।

উত্তর : (i) কালমেঘ, (ii) থানকুনি, (ii) বাসক পাতা, (iv) গাঁদা পাতা,(v) নিমপাতা।


 প্রশ্নঃ যে সব উদ্ভিদ আমাদের রােগ সারাতে সাহায্য করে তাদের কি উদ্ভিদ বলে?

উত্তর : ভেষজ উদ্ভিদ বলে।


প্রশ্ন ঃ  প্রায় সব গাছে ভেষজ গুণ আছে—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।

প্রশ্ন ঃ  আমরুল পাতার রস—রক্ত আমাশা/দাঁত ভাল করে।
উত্তর : রক্ত আমাশা।


 প্রশ্ন ঃ জ্বর ভাল করে—সিঙ্কোনা/নিম গাছের ছাল।
উত্তর : সিঙ্কোনা।

প্রশ্ন -কোন গাছের ছাল হার্টের অসুখ ভালো করে ?

উত্তর অর্জুন গাছের ছাল
- পরের পর্ব 8 দেখুন