ক্লাস ফোর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 9 - Online story

Monday 24 January 2022

ক্লাস ফোর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব 9

 



 

 চতুর্থ শ্রেণীর পরিবেশ পর্ব- 9





আগের পর্ব-8


পরের পর্ব -10 আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ 144 পাতা থেকে 152 পাতা।
             

  মানুষের পরিবার ও সমাজ
           118 পাতা থেকে 140 পাতা

       চতুর্থ শ্রেণীর পরিবেশ
            


মানুষের পরিবার ও সমাজ
১১৮ পাতা থেকে ১৩৯ পাতা।


প্রশ্ন ঃ ১. সামাজিক প্রাণী বলতে কি বুঝি?
উত্তর ঃ যারা দলবেঁধে মানুষের সঙ্গে বাস করে তাদেরকে সামাজিক
প্রাণী বলে।



 প্রশ্ন ঃ ২. কে বড়—সমাজ/পরিবার।
উত্তর : সমাজ।

 প্রশ্ন ঃ ৩. আত্মীয় মানে কি?
উত্তরঃ একই পরিবারের শাখা-প্রশাখা কে আত্মীয় বলে।


প্রশ্ন ঃ ৪. কোনটি ঠিক? (i) নাম বলতে গেলে পদবি বলতে হয়?
(ii) তােমার পদবি আর তােমার বাবার পদবি আলাদা হয়।
(iii) চোখ দিয়ে শােনা হয়।
(iv) পদবি গােটা পরিবারে একই হয়।
(v) জায়গার নামের অনেকের পদবি হয়।
উত্তরঃ (i) ঠিক, (ii) ভুল, (iii) ভুল, (iv) ঠিক, (v) ঠিক।

 প্রশ্ন ঃ ৫. কোথাকার পরিবারের প্রধান বলতে শুধু মাকে বােঝায়?
উত্তর : মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজের।


প্রশ্ন ঃ ৬. আমাদের আদিপুরুষ আর খাসিয়াদে আদি —।
উত্তরঃ মাতা।


 প্রশ্ন ঃ ৭. সংস্কৃতি কি কি নিয়ে হয় ?
উত্তর : ভাষা, খাবার, পােশাক, নাচ, গান উৎসব আর শিল্পকলা।

 প্রশ্ন ঃ ২২. এতে কি অসুবিধা হলাে।
উত্তর ঃ এতে মাটি নষ্ট হতে লাগল।


 প্রশ্ন : ২৩. নিজে ব্যবহার করার জন্য চাষের ফসল কোথায় রাখত?
উত্তর : গােলায়।


প্রশ্ন ঃ ২৪. চাষের কাজে যেঠি লাগেনা—কাস্তে/বেলুন/কোদাল/লাল।
উত্তর : বেলুন

প্রশ্ন : ২৫. কোনটি ঠিক : (i) বাঘ শান্ত, গরু হিংস্র
(ii) তাড়াতাড়ি বড় হয় এমন পশুকেই মানুষ পােষ মানাতে
চেয়েছিল।
(iii) মানুষে চাষের সুবিধার জন্য পােষ মানতে চেয়েছিল।
(iv) প্রথম পােষ মেনেছিল কুকুর।
(v) উটকে পােষ মানাতে পারেনি।
(vi) বাঘ খুব সহজেই পােষ মেনেছিল।
(vii) তৃণভােজী প্রাণীদের খাবার মাংসাশী প্রাণীরা।
(viii) হরিণ দৌড়ে বা লাফিয়ে পালাতে পারে।
উত্তর : (i) ভুল, (ii) ঠিক, (iii) ঠিক, (iv) ঠিক, (v) ভুল, (vi) ভুল,
(vii) ভুল, (viii) ঠিক।


প্রশ্ন ঃ ২৬. কোথায় গম বাজরার চাষ বেশি হয়?
উত্তর : পাঞ্জাব-এ।


প্রশ্ন : ২৭. নটেশাককি দিয়ে রান্না করা হত ?
উত্তর : ফুলবড়ি আর আদার রস


প্রশ্ন ঃ ২৮. আগে কোন শাকের চচ্চড়ি করা হত?
উত্তর : বেথুয়াশাক।

প্রশ্ন ঃ ২৯.  ভারত থেকে গােটা পৃথিবীতে বিক্রি হতে কোন জিনিস?
উত্তর ঃ মশলা, রসগােল্লা, সরভাজা, সরপুরিয়া

প্রশ্ন ঃ ৩০. খাদ্যের মধ্যে গুরুত্ব পূর্ণ উপাদান কি?
উত্তর : নানা ধরনের পানীয়।


 প্রশ্ন ঃ ৩১. উৎসব উপলক্ষে খাবারের অপচয় করা উচিত/উচিত নয়।
উত্তর : উচিত নয়।


 প্রশ্ন ও ৩২. মাছ কারা ধরে?
উত্তর ঃ জেলেরা


প্রশ্ন ঃ ৩৩. এখন বাড়তি খাবার কোথায় রেখে দেওয়া হয় ?
উত্তর : ফ্রিজ বা হিমঘর


 প্রশ্ন ঃ ৩৪. মানুষ কোনটি আগে শিখেছিল?
(i) খাদ্যের বিনিময় খাদ্য দেওয়া-নেওয়া।
(ii) কেনা বেচা।
উত্তর : দেওয়া-নেওয়া।


 প্রশ্ন ঃ ৩৫. জল যেখানে দেখা যায় না—গ্রাম/গঞ্জ/মরুভূমি।
উত্তর ঃ মরুভূমি।


 প্রশ্ন : ৩৬. প্রাকৃতিক দুর্যোগ হলে অনেকসময় বিনা পয়সায় খাবার পাওয়া যায়।
 —ঠিক/ভুল।
উত্তর : ঠিক।


প্রশ্ন ঃ ৩৭. পিঁপড়ে বা খাবার জমায়—শীতকালে/বর্ষাকালে/গরমকালে।
উত্তর : গরমকালে


প্রশ্ন : ৩৮. ইঁদুর খাবার জমিয়ে রাখতে পারে—ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।


 প্রশ্ন ঃ ৩৯. মৌমাছি কোথায় খাবার জমা রাখে ?
উত্তরঃ মৌচাকে।


প্রশ্ন ঃ ৪০. গাছেরা খাদ্য জমা রাখতে পারে—ঠিক/ভুল।
উত্তর : ঠিক


প্রশ্ন ঃ ৪১. আলু ভরে রাখা হয়—হিমঘর/গুদাম ঘরে/ গােলায়।
উত্তর : হিমঘরে

 প্রশ্ন ঃ ৪২. কোন জিনিস অনেক দিন ভাল থাকে তাতে জল—বেশি/কম থাকলে।
উত্তর ঃ কম থাকলে


 প্রশ্ন ঃ ৪৩. শুটকি মাছ—নুন কম/বেশী থাকে।
উত্তরঃ বেশী থাকে।

প্রশ্ন ঃ ৪৪. খাবারকে জীবাণু থেকে বাঁচাননা হয় কি মিশিয়ে ?
উত্তর ঃ নুন।

প্রশ্ন ঃ ৪৫, ফলমূল কি করে ভাল রাখা হয় ?
উত্তর ঃ মধুতে ডুবিয়ে রেখে।


প্রশ্ন ঃ ৪৬, জারক রসে কি মেশানাে থাকে?
উত্তর ঃ গুল্ম।


 প্রশ্ন ঃ ৪৭. জারক রস কেন তৈরি করা হয়েছিল?
উত্তর ঃ খাবার শুকিয়ে রাখার জন্য।


প্রশ্ন ও ৪৮, আচার রােদ্রে শুকাতে দেওয়া হয় কেন?
উত্তর : অনেক দিন ভাল থাকে।

প্রশ্ন ঃ ৪৯. মাছের কোন অংশটা প্যাকেট বন্দি হয় ?
উত্তরঃ দেহটা।


প্রশ্ন ঃ ৫০. খাবার ভর্তি প্যাকেটে বাতাস না ঢুকলে খাবার—নষ্ট হয়/ভাল থাকে।
উত্তর : ভাল থাকে।


 প্রশ্ন ঃ ৫১. তরল খাবার এক বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয়, বায়ু শূন্য অবস্থায়—ঠিক/ভুল।
উত্তরঃ ঠিক।


প্রশ্ন : ৫২. প্যাকেট বােতল বা ঠিকবন্দি খাবারে নানান পদার্থ মেশানে
হয় কেন?
উত্তর -খাবারের খাদ্যগুণ বজায় রাখতে।
পরের পর্ব দেখুন