নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব অনুশীলনী প্রশ্ন উত্তর - Online story

Friday, 7 January 2022

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব অনুশীলনী প্রশ্ন উত্তর

           


       নবম শ্রেণী
                  ইতিহাস
              প্রথম অধ্যায়
        (ফরাসি বিপ্লব) অনুশীলন প্রশ্ন উত্তর

দ্বিতীয় অধ্যায় প্রশ্নের উত্তর

বিভাগ (ক)
 বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী
সঠিক উত্তরটি নির্বাচন করো

(১) আমিই রাষ্ট্র উক্তিটি করেন ফরাসি রাজা-

 ত্রয়োদশ লুই/ চতুর্দশ লুই /পঞ্চদশ লুই/ ষোড়শ লুই
,
 উত্তর- চতুর্দশ লুই

(২) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে সমালোচনা করেন -
অ্যাডাম স্মিথ /মন্তেস্কিইও /রুশো/ দিদেরো

উত্তর -অ্যাডাম স্মিথ

(৩)দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন-

 মন্টেস্কু/ ভলতেয়ার/ দ‍্যা এলেমবাট/ রুশো

উত্তর- রুশো

(৪) ফ্রান্সের কর ব্যবস্থার লবণের উপর ধার্য করেন নাম ছিল-

কপিতায়সিঁ / গ্যাবেল / ভ‍্যান্তিয়াম  /আদে


উত্তর -গ্যাবেল

(৫) দ্য স্পিরিট অফ দা লজ গ্রন্থটি লেখেন-

মন্তেস্কু /রোবসপিয়ের/ মিরাবো

 উত্তর- মন্টেস্কু

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
 একটি বাক্যে উত্তর দাও ।

(১) কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে ?

উত্তর -ষোড়শ লুই


(২) দ্রায়ে এ দ‍্যা কলবিয়ে সাস কি?

 উত্তর- মৎস্য শিকার এবং পশু শিকার এর দেওয়া কর।

 (৩) কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটি উৎপন্ন হয়েছে ?

উত্তর -বার্গর শব্দ থেকে।


(৪) ভলতেয়ারের প্রকৃত নাম কি?

 উত্তর -ফ্রাঁসোয়া ম‍্যারি আরোয়েৎ

(৫)বিশ্বকোষ কি ?

উত্তর -বিশ্বকোষ হলো ফরাসি সম্রাটের স্বৈরাচারের বিরোধিতা করেন যে সদস্য যুক্ত গোষ্ঠী ।

(৬) কবে বাস্তিল দুর্গের পতন ঘটে ?

উত্তর -1789 খ্রিস্টাব্দে 14 জুলাই

(৭) কবে রাজা ষোড়শ লুই কে প্রাণদণ্ড দেওয়া হয়?

 উত্তর 1793 খ্রিস্টাব্দে 21 জনুয়ারি


(৮) কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষিত হয়?

 উত্তর 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট

(৯) নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়?

 উত্তর 1789 খ্রিস্টাব্দের 7 জুলাই


(১০) কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন?

 উত্তর- ডক্টর গিলোটিন ।(তিনি ছিলেন একজন ফরাসি চিকিৎসক)

(১১) ভামির যুদ্ধ কবে ঘটে?

 উত্তর 1792 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর

(১২)রোবসপিয়ার কে কবে গিলোটিনে হত্যা করা হয় ?

উত্তর 1794 খ্রিস্টাব্দে 27 জুলাই



 ঠিক বা ভুল নির্ণয় করো

(১)"লেতর দ‍্য ক‍্যাশে" নামে গ্রেফতারি পরোয়ানা সাহায্যে বিনা বিচারে যেকোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত ।

উত্তর ঠিক
(২) "লেতর দ‍্য গ্ৰেস" জারির মাধ্যমে অভিযুক্ত ফরাসি নাগরিকদের মুক্তি দেয়া যেত।

 উত্তর -ঠিক


(৩) আভিজাতকন্টাক্ট অফ পেইসি  নামেএক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছা কর দিত।

উত্তর -ভুল( ঠিক উত্তর কি হবে যাজকরা এই কর দিতেন)

(৪)  ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাব ফেলেছিল।

 উত্তর- ঠিক


স্তম্ভ মেলাও
             ক স্তম্ভ              খ স্তম্ভ

      রুশো             দ্য পার্শিয়ান লেটার্স

  মন্তেস্কিইও                      বিশ্বকোষ

 ভলতেয়ার           দ্য সোশ্যাল কন্ট্রাক্ট

 ক‍্যানে                            কাঁডিড


 
 উত্তর
রুশোর     সোশ্যাল কন্ট্রাক্ট

মন্টেস্কু  দ্য পার্শিয়ান লেটার্স

ভলতেয়ার     কাঁডিড

ক‍্যানে           বিশ্বকোষ


২.    ক স্তম্ভ                খ স্তম্ভ

স্পেনের উত্তরাধিকার
 যুদ্ধ                            ফরাসি রাজা
                                 পঞ্চদশ লুই
অস্ট্রিয়া উত্তরাধিকার
যুদ্ধ                               টাইদ

চার্চকে প্রদত্ত কর          বানালিতে


সামন্তপ্রভুদের
প্রদত্ত কর                  ফরাসি রাজা
                                চতুর্দশ লুই



উত্তর

স্পেনের উত্তরাধিকার যুদ্ধ- চতুর্দশ লুই

অস্ট্রিয়া উত্তরাধিকার যুদ্ধ -ফরাসি রাজা   
                                          পঞ্চদশ লুই
চার্চ কে প্রদত্ত কর             -টাইদ

সামন্ত প্রভু কে দেওয়া কর -বানালিতে



পরে প্রশ্ন উত্তরের জন্য অপেক্ষায় থাকো