চাণক্য নীতির বাস্তবিক দিক প্রথম পর্ব
চাণক্য নীতির বাস্তবিক দিক পর্ব 1
(১)
চাণক্য বলেছেন- যদি তোমার মুক্তির ইচ্ছা থাকে তাহলে, বিষয়- বস্তু -ভোগ গুলোকে বিষের মত ত্যাগ করে দেয়া উচিত। আর ধৈর্য, সততা ,সহনশীলতা, সত্যকে অমৃত ন্যায় মনে করে গ্রহণ করা উচিত এবং সেই মতো আচরণ করা উচিত ।এইসব জিনিস তার জীবন সফল হতে পারে ।এগুলো মোক্ষোরপ্রাপ্তি হতে পারে।
(২)
চাণক্য বলেছেন -যেগুলি ব্যক্তিকে মৃত্যুর সমান দুঃখ প্রদান করে ,সেগুলির মধ্যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
প্রথম- বৃদ্ধ অবস্থায় ব্যক্তির স্ত্রীর মৃত্যু হওয়া ।
দ্বিতীয় -ধনপতি অন্যের হাতে চলে যাওয়া।
তৃতীয় -খাওয়া দাওয়ার জন্য অন্যের উপর
অধীনস্থ হয়ে থাকা।
(৩) ধর্মের ব্যাপারে
চাণক্য বলেছেন -কাঠ ,পাথর আর ধাতুর মূর্তির প্রতি শুষ্ক ভাবনা আর শ্রদ্ধা মতে ওগুলো পুজো করা হলে, সকল কার্য পূর্ণ হয়। আর প্রভু প্রসন্ন হয়ে ওঠেন। এইসব মূর্তির মধ্যে ভগবানের নিভাস না হলেও মানুষের উচ্চ ভাবনা তার বিচার তার পক্ষে কল্যাণকারী হয়।
(৪) ভোজন এর ব্যাপারে
চাণক্য বলেছেন -ব্যক্তি যে প্রকারের ভোজন করে অথবা যেমনভাবে অন্য গ্রহণ করে ,তার সন্তানও সেই প্রকার অন্য গ্রহণ করে।
(৫)
চাণক্য বলেছেন ,যদি কুল বিদ্যাহীন হয় তাহলে সেই কুলের বিরাট হওয়ার কোন লাভ হয় না ।আর যদি নিচ কুলে জন্ম নেওয়া ব্যক্তি বিদ্বান হয় ।অর্থাৎতাহলে দেবতা রাও তাকে পূজা করে অর্থাৎ নীচ বংশে জন্ম নেয়া ব্যক্তির মধ্যে যদি বিদ্যা থাকে তাহলে সকলেই তাকে সম্মান করে।
ধনসম্পত্তি ব্যাপারে
চাণক্য বলেছেন- ধনের উপযোগের অর্থ হলো এই ধোনকে ভালোভাবে কাজে লাগানো। আর না হলে ধনের সোফা নষ্ট হয়্য। ধনেশ্বর বৃদ্ধি পায় যখন সেটাকে ভালো কোন কাজে লাগানো না হয়