ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর প্রথম পরীক্ষার জন্য অধ্যায় আকাশ ভরা সূর্য তারা - Online story

Wednesday, 19 January 2022

ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর প্রথম পরীক্ষার জন্য অধ্যায় আকাশ ভরা সূর্য তারা

 


      


         ষষ্ঠ শ্রেণির 

                              ভূগোল
           প্রথম অধ্যায়
             প্রশ্ন উত্তর
    আকাশ ভরা সূর্য তারা

 অধ্যায় এই অধ্যায়ের বই থেকে পরপর প্রশ্নগুলো তোমাদের খুঁজে দিলাম ।এবং সঙ্গে বইয়ের ভাষা তে উত্তর দিলাম ।

গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো চিহ্ন দেওয়া হলো

পরের পর্ব 2


 প্রশ্ন- জ্যোতির্বিজ্ঞান কি ?

উত্তর -বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হল জ্যোতির্বিজ্ঞান ।এই বিজ্ঞান চর্চায় আকাশ, ছায়াপথ , সূর্য ইত্যাদি নিয়ে জানানোর চেষ্টা করা হয়।

 প্রশ্ন -নীহারিকা কি?

 উত্তর -মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তাহলো নীহারিকা।

★★ প্রশ্ন- সূর্য কোন ছায়াপথে আছে?

 উত্তর -আকাশ গঙ্গা ছায়াপথ।


 প্রশ্ন- তোমরা রাতে খালি চোখে যে তারা গুলি দেখো, সেগুলি কোন ছায়াপথে আছে?

 উত্তর- আকাশ গঙ্গা ছায়াপথে।


★★প্রশ্ন- গ্রহ নক্ষত্রের পার্থক্য লেখ।

 গ্রহগুলির আলো স্থির -নক্ষত্রগুলো আলো মিটমিট করে ।
গ্ৰহের নিজস্ব আলো নেই -নক্ষত্রের নিজস্ব আলো আছে।
 নক্ষত্র গুলি বডো- গ্রহগুলি ছোট হয়।

 প্রশ্ন -কোন তারার উজ্জলতা এবং উষ্ণতা সবচেয়ে বেশি?
 উত্তর -প্রকাণ্ড সাদা তারা।

★ প্রশ্ন- সূর্য বাদে আমাদের কাছের নক্ষত্রের নাম কি?
 উত্তর- প্রক্সিমা সেনটাউরি ।

প্রশ্ন- প্রক্সিমা সেনটাউরি পৃথিবী থেকে কত দূরে আছে ?
উত্তর 41 লক্ষ কোটি কিমি দূরে।


★ প্রশ্ন -সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

 উত্তর -আট মিনিট কুড়ি সেকেন্ড



★★প্রশ্ন -আলোকবর্ষ কাকে বলে?
 
উত্তর -আলো এক বছরে যে দূরত্ব পার হয়, তাকে এক আলোকবর্ষ বলে ।


প্রশ্ন- শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত ?

উত্তর -সেকেন্ডে  300 00 0 কিমি ।


প্রশ্ন- নক্ষত্র ও ছায়াপথের দূরত্ব কোন এককে পরিমাপ করা হয়?

 উত্তর -আলোকবর্ষ এককে।



 প্রশ্ন- নক্ষত্র মন্ডল বলতে কী বোঝো?

 উত্তর -কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম একটা তারার ঝাঁককে নক্ষত্র মন্ডল বলে ।



প্রশ্ন -সপ্তর্ষিমণ্ডল কেমন দেখতে?

 উত্তর- প্রশ্নচিহ্নের(?) মতো।


 প্রশ্ন- ক্যাসিওপিয়া কেমন দেখতে?

উত্তর- ইংরেজি (M) মতো।


★ প্রশ্ন- কালপুরুষ কেমন দেখতে?
 উত্তর -পুরান কাহিনী  সাহসী শিকারির মতো


প্রশ্ন- বক মণ্ডল কেমন দেখতে?
 উত্তর -ক্রশ চিহ্নের মতো ।

প্রশ্ন- খালি চোখে কতগুলি তারা দেখা যায?
 উত্তর -প্রায় 6000 এর মতো।

প্রশ্ন- দিনের বেলা তারা দেখা যায় না কেন?
 উত্তর -দিনের বেলায় সূর্যের আলোয়, তারাদের আলো ঢাকা পড়ে যায় ।

প্রশ্ন- তারাগুলো মিটমিট করে কেন?
 উত্তর /আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল আছে। তারাগুলি পৃথিবী থেকে বহুদূরে অবস্থান করে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে আসে তখন আলোগুলি কেঁপে যায় ।তাই আমরা তারাগুলো মিটমিট করা দেখি ।

★প্রশ্ন- ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়

 উত্তর -উত্তর আকাশে।

★ প্রশ্ন -বহুকাল আগে নাবিকেরা কোন তারা দেখে দিক ঠিক করতো ?
উত্তর -  ধ্রুবতারা

প্রশ্ন- কৃত্তিকা একটি নক্ষত্রমন্ডলের নাম -
ঠিক / ভুল

 উত্তর -ঠিক

 প্রশ্ন -টেলিস্কোপ কি?
 উত্তর -কয়েক কোটি আলোকবর্ষ দূরে মহাজাগতিক বস্তু কে দেখার জন্য , বডো চোঙ  লাগানোরবিশাল আকৃতি একটা যন্ত্র।


 প্রশ্ন -সৌরজগৎ বা সৌরপরিবার বলতে কী বোঝো?
 উত্তর- সূর্য ও অন্যান্য গ্রহ উপগ্রহ নিয়ে, যে পরিবার তাকে বলা হয় সৌর পরিবার ।

প্রশ্ন- সৌরপরিবারেয কেন্দ্রে কে অবস্থান করে?
 উত্তর- সূর্য।

 প্রশ্ন- কতদিন আগে সূর্যের জন্ম হয়েছে বলে মনে হয়?
 উত্তর -প্রায় 460 কোটি বছর আগে।

 প্রশ্ন -সূর্যের মধ্যে কি কি গ্যাস বর্তমান?
 উত্তর -হাইড্রোজেন ও হিলিয়াম ।

তোমাদের বইয়ের 5 পাতার প্রশ্নের উত্তর

★প্রশ্ন - সূর্যের কাছের গ্রহ কোনটি ?
উত্তর -বুধ।

 প্রশ্ন  সবচেয়ে বড় কোন গ্রহ কে মনে হচ্ছে?

 উত্তর -বৃহস্পতি


প্রশ্ন- দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে?
উত্তর- তিন নম্বরে

 প্রশ্ন- সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ?

উত্তর -প্রায় 6000 ডিগ্রী সেন্টিগ্রেড।


 প্রশ্ন- সূর্যের ভিতরে দিকে উষ্ণতা কত?
 উত্তর -প্রায় 1.5 কোটি ডিগ্রী সেন্টিগ্রেড।


 প্রশ্ন- সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বডো? 

উত্তর- 13 লক্ষ গুণ বডো।

 প্রশ্ন -সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ ভারী?
 উত্তর- তিন লক্ষ গুণ ভারী।


 প্রশ্ন- সৌর কলঙ্ক বলতে কী বোঝো?
 উত্তর- সূর্যের যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল। তাই কালো দাগের মত দেখায় ।এগুলো হলো সৌর কলঙ্ক।

 প্রশ্ন -সূর্যরশ্মি কত ভাগের কত ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় ?
উত্তর -200 কোটি ভাগের এক ভাগ।

 প্রশ্ন -পৃথিবীর কাছে কে অবস্থান করে ?

চাঁদ/ সূর্য
 উত্তর -চাঁদ


প্রশ্ন- সৌর ঝড় বলতে কী বোঝো?
 উত্তর -সূর্যের বাইরে অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কনা গ্যাস রশি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌর ঝড় বলে ।


★প্রশ্ন -কত বছর অন্তর সৌর ঝড় হয় ?
উত্তর- প্রতি 11 বছর অন্তর।


 প্রশ্ন -সৌর ঝড় হলে আমাদের কোনগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
 উত্তর -কৃত্রিম উপগ্রহ গুলি।

★ প্রশ্ন -খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের কোন অংশে ক্ষতি হয়?

 উত্তর -রেটিনা

 প্রশ্ন -সন্ধ্যা তারা আসলে কি ?
উত্তর -সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ

প্রশ্ন-সৌর পরিবারের ভেতরের দিকে তিনটি গ্রহের নাম লেখ ।
উত্তর -বুধ ,শুক্র, পৃথিবী।

প্রশ্ন- দুটি বহিঃস্থ গ্রহের নাম লেখ ।
উত্তর –বৃহস্পতি ,শনি ,ইউরেনাস ।


প্রশ্ন -বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উত্তর -88 দিনে

প্রশ্ন- কোন গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণকাল প্রায় একই রকম সময় ?
উত্তর -শুক্র

প্রশ্ন- সৌর পরিবারের উষ্ণতম গ্রহ টির নাম কি ?

উত্তর- শুক্র

প্রশ্ন -কাছে থাকা সত্ত্বেও গ্রহ নয় কেন?
 উত্তর -কার্বন-ডাই-অক্সাইড গ্যাস খুব কম আছে ।

★★প্রশ্ন -পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত ?

প্রায় -15 কোটি কিমি


প্রশ্ন- পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রী সেন্টিগ্রেড?

উত্তর প্রায় 15℃


 প্রশ্ন -কোন গ্রহটি কে নীল গ্রহ বলা হয় ?
উত্তর -পৃথিবী কে

প্রশ্ন -কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
 উত্তর -মঙ্গল গ্রহকে


প্রশ্ন -কেন মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে?

 উত্তর -মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় দেখতে লাল ।তাই মঙ্গলকে লাল গ্রহ বলে।

★প্রশ্ন - সৌরজগতের বৃহত্তম গ্রহ টির নাম কি?

 উত্তর- বৃহস্পতি


প্রশ্ন -সৌরজগতের কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি?

উত্তর- বৃহস্পতি


★ প্রশ্ন -বলয় গ্রহ কোনটি কে বলা হয়?

উত্তর- শনি গ্রহকে


★প্রশ্ন -শনিগ্ৰহের কয়টি বলয় আছে?
 উত্তর - সাতটি


 প্রশ্ন -সৌরজগতের শীতলতম গ্রহ টির নাম লেখ।
 উত্তর- ইউরেনাসূ

প্রশ্ন - ইউরেনাস এর রং সবুজ কেন?

 উত্তর -প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের রং সবুজ।

 

প্রশ্ন- নেপচুন গ্রহের রং কেমন?

 উত্তর- নীল

 প্রশ্ন- নেপচুন গ্রহের রং নীল কেন?

 উত্তর- মিথেন এবং হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য ।

প্র্শ্ন-একসময় কোন গ্রহ কে নবগ্রহ হিসেবে ধরা হতো?
 উত্তর -প্লুটো।


প্রশ্ন-প্লুটো  কে কিগ্ৰহ  বলা হয় ?
উত্তর- বামন গ্রহ বলা হয়।


★প্রশ্ন -প্লুটো কে বামন গ্রহ বলা হয় কেন?

 উত্তর- কক্ষপথের কোন মহাজাগতিক বস্তু এসে গেলে তা সরিয়ে দিতে পারেনা সেজন্য প্লুটোকে বামন গ্রহ বলা হয় ।


★প্রশ্ন- উপগ্রহ কাকে বলে ?
উত্তর -যেগুলি গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে।

 যেমন- চাঁদ পৃথিবীর উপগ্রহ।

প্রশ্ন - পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

 উত্তর -তিন লক্ষ চুরাশি হাজার কিমি।

 প্রশ্ন -চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত ?

          1
উত্তর ------ গূণ।
           6
প্রশ্ন -পৃথিবীতে 2 ফুট লাফালে চাঁদে কত লাফাবে?
 উত্তর 2×6=12ফুট।

 প্রশ্ন -পৃথিবীতে 6 কেজি হলে চাঁদে কত হবে ?

উত্তরঃ  1 কেজি

★ প্রশ্ন -মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখ।
 উত্তর -ফোবস এবং ডাইমোস

প্রশ্ন- বৃহস্পতির দুটি উপগ্রহের নাম লেখ।

 উত্তর -ইউরোপা এবং গিনিমিড

★ প্রশ্ন -শনির একটি উপগ্রহের নাম লেখ  ।
উত্তর -টাইটান ।


প্রশ্ন- নেপচুনের একটি উপগ্রহের নাম লেখ।

 উত্তর -ট্রাইটন

প্রশ্ন -ইউরেনাসেরএকটি উপগ্রহের নাম লেখ
 উত্তর- মিরান্ডা

 প্রশ্ন -গ্রহাণুপুঞ্জ বলতে কী বোঝো?

 উত্তর -যে সকল বস্তু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায় সেগুলিকে গ্রহাণুপুঞ্জ বলে।
 যেমন- সেরেস

★★প্রশ্ন - সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম লেখ

 উত্তর -সেরেস


প্রশ্ন- ধুমকেতু কি?
উত্তর-ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক ।

★প্রশ্ন- হ্যালির ধুমকেতু কত বছর বাদে দেখা যায়?
 উত্তর- 76 বছর বাদে

 প্রশ্ন -তারাখসা কি?
 উত্তর -রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর এখানে আসতে দেখা যায় ।
একে বলে তারা খসা।

★ প্রশ্ন -তারা খসা আসলে উল্কাপাত।
 ঠিক / ভুল
উত্তর -ঠিক

প্রশ্ন - উল্কা বৃষ্টি কি ?

উত্তর -একসঙ্গে ঝাকে ঝাকে উল্কা বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসা কে বলে উল্কা বৃষ্টি ।

বইয়ের 10 পাতায় শব্দের খেলা ছক এর প্রশ্নের উত্তর পাশাপাশি এক ধুমকেত 4liker চন্দ্রমাস