চতুর্থ শ্রেণীর মেধা পরীক্ষার প্রশ্ন পরিবেশ
মডেল প্রশ্ন
বিজ্ঞান মেধা-2020
C.T.A.V
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
নম্বর : ৬০
নির্দেশাবলী
(i) উত্তরপত্রে তােমার নাম, শ্রেণি রােল নম্বর দিতে হবে। (ii) উত্তরপত্রে।প্রত্যেক প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর (a) (b) (c) (d) তে দেওয়া আছে।
উত্তরগুলির মধ্যে সঠিক উত্তর নির্বাচন করবে এবং উত্তরপত্রে ঐউত্তর পেন দিয়ে এইরূপ🔕 চিহ্ন দেবে। যেমন 2 নম্বর প্রশ্নের উত্তর
c) সেক্ষেত্রে 2. a b c d হবে। তিনটি ভূল করিলে এক নম্বর কাটা যাবে।
০০০০।
ভুল হলে কালাে 🌑করে দেবে।
* 1. ভর যার সাহায্যে মাপা হয়।
(a) বাটখারা (b) স্প্রিং তুলা (c) দাঁড়িপাল্লা (d) কোনটি নয়
* 2. শরীর এর মধ্যে কঠিন অংশ হল—
(a) হাড় (b)দাঁত
(c) নখ (d) মাথারখুলি
উত্তর- দাঁত
* 3. ক্ষুদ্রন্তের অবস্থান
(a) হৃৎপিণ্ডের পাশে (b) ফুসফুসের পাশে
(c) লিভারের পাশে (d) পাকস্থলীর নীচে।
4. কোনটি সবজি জাতীয় খাবার
(a) পেয়ারা। (b) মাছ।(c) রুটি(d) মাখন
: 5. নিঃশ্বাসের পথ যেটি
(a) নাক → ফুসফুস → শ্বাসনালী
(b) শ্বাসনালী → নাক → ফুসফুস
(c) নাক → শ্বাসনালী → ফুসফুস
(d) ফুসফুস → শ্বাসনালী।→ নাক
* 6. গির অরণ্য কোন রাজ্যে ?
(a) মধ্যপ্রদেশ (b) গুজরাট (C) রাজস্থান (d) কেরল
* 7. তােষা নদী উৎপন্ন হয়েছে?
(a) নেপাল। (b) ভূটান(c) সিকিম
(d) দার্জিলিং
* 8. চাঁদ একটি
(a) গ্রহ(b) গ্রহাণু
(c) উপগ্রহ (d) নক্ষত্র
9 যে গ্রহটি বলয় আছে?
(a) বৃহস্পতি (b) শনি (c) বুধ(d) মঙ্গল
10. দূরবীন আবিষ্কার করেছিলেন
(a) আর্যভট
(b) কোপার নিকাস
(c) গ্যালিলিও
11কোনটি ঔষধি গাছ নয়
(d) কোনটি নয়
(a) কালমেঘ (b) তুলসী (c) আমরা (d) বাসক
* 12. কোনটি টুল নয়
(a) চামচ (b) হাতিয়ার (c) কড়াই(d) স্টোভ
* 13. কোনটি ধাতু নয়
(a) গ্রাফাইট (b) তামা
(c) নিকেল
(d) কোবাল্ট
* 14. বােঞ্জ তৈরি হয় যেদুটি মিশিয়ে
(a) তামা ও লােহা
(b) তামা ও জিঙ্ক
(c) তামা ও টিন
(d) তামা ও পিতল
15. কোনটি দাহ্য পদার্থ নয়
(a) আতসবাজি (b) বিচলী (c) জল। (d) কেরােসিন
* 16. সর্দিকাশি ভাল করে যে গাছের পাতা
(a) কালমেঘ (b) থানকুনি (c) বাসক
17. বাংলার এক জন সাধক বাউল হলেন—
(a) রবীন্দ্রনাথ
(b) রামপ্রসাদ
(c) কিশাের কুমার
(d) লালন ফকির
* 18. তাজমহল যার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল।
(a) জাহানারা
(b) শাহজাহান
(c) মমতাজ
* 19. লেপচা মিউজিয়াম আছে—
(a) দার্জিলিং জেলায় (b) বর্ধমান জেলায়
(c) কলকাতায়।(d) নদীয়া জেলায়
20. আরাবারি জঙ্গল আছে—
(a) পূর্বমেদিনীপুর (b) পশ্চিমমেদিনীপুর
(d) নিম(d) তাজমিন
(c) কার্পাস
(c) বীরভূম
(d) বাঁকুড়া
* 21. মিউজিয়াম আসলে একটি
(a) গুদাম ঘর (b) যাদুঘর (c) ডাকঘর
(d) পেক্ষাঘর
* 22. ব্রতচারী গ্রামে কে ব্রতচারী প্রতিষ্ঠা করেন ?
(a) নন্দকুমার
(b) গুরুনানক
(c) গুরুসদয় দত্ত
(d) নন্দিতা
* 23. আমাদের উত্তর ভাগে আছে যে পর্বত।
(a) হিমালয় (b) নীলগিরি (c) আরাবল্লি (d) কোনটি নয়
* 24. জারক রসে যেটি মেশানাে থাকে—
(a) চিনির দানা (b) তামাক(c) ঔষধ
(d) গুল্ম।
* 25. যেটি প্রাণী থেকে পাওয়া যায় না
(a) পশম (b) রেশম(c) কার্পাস
(d) কোনটি নয়
26. পুতুল তৈরি করে যারা
(a) কর্মকাররা (b) পটুয়ারা (c) মালাকাররা (d) ছুতােররা
* 27. আমাদের রাজ্যে যেখানে কয়লা বেশী পাওয়া যায়
(a) কলকাতায় (b) দার্জিলিং (c) রানীগঞ্জে (d) নদীয়ায়
* 28. সাপের বিষ থলি থাকে—
(a) ঠোটের নীচে
(b) জিভের তলায়
(c) দাঁতের উপরে
(d) দাঁতের নীচে।
* 29. কৃষিকাজ ভাল হয় যে মাটিতে
(a) মালভূমি
(b) পার্বত্য ভূমি
(c) মরুভূমি
(d) সমভূমি
* 30. ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে
(a) হাড়ে (b) ফুসফুসে (c) রক্তে (d) চামড়ায়।
* 31. ৫০ গ্রাম আলুর দাম ২ টাকা হলে ৫ কেজি আলুর দাম হল—
(a) ২০ টাকা (b) ৬০ টাকা (c) ৪০ টাকা (d) কোনটি নয়
* 32. ঘণ্টায় ১২ কিমি বেগে একটি গতিশীল গাড়ি ১৫ মিনিটে কত পথ
যাবে?
(a) ১৮ কিমি (b) ৯২ কিমি (c) ১৫ কিমি (d) ৫১ কিমি
* 33.চিত্রটিতে কয়টি বর্গক্ষেত্র আছে?
(a) 4টি
(b) 6টি
(c) 5টি
(d) একটিও নয়
* 34. দুটি ব্যাসের ছেদ বিন্দু নাম-
(a) লম্ব(b) জ্যা(c) ব্যাসার্ধ(d) কেন্দ্র
36. শঙ্কুর তলসংখ্যা
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
* 37. একটি ত্রিভুজের মধ্যে কত ডিগ্রি কোন লুকিয়ে থাকে?
(a) ১৮০°
(b) ৯০০
(c) ৩৬০°
(d)120°
* 38. যে ত্রিভুজের একটি কোণ ৯০° তাকে বলে?
(a) সূক্ষ্মকোণী ত্রিভুজ (b) সমকোণী ত্রিভুজ
(c) স্থূলকোণী ত্রিভুজ (d) সমবাহু ত্রিভুজ
* 39. ঘনক এর পার্শ্বতল গুলি
(a) আয়তাকার (b) বর্গাকার (c) ত্রিভুজাকার (d) কোনটি নয়
* 40. ১০৫-এর মধ্যে ৫ কত বার আছে?
(a) ১২ বার (b) ১৫ বার (c) ২০ বার
(d) ২১ বার
41. ১২৫১০ সংখ্যাটির ৫এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য
(a) ৫০৫ (b) ৪৯৫ (c) ৫০০ (d) ৪০৫
* 42. ৩০০০ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে?
(a) 28 দিনে (b) 29 দিনে (c) 30 দিনে (d) 31 দিনে
43. ৪, ২, ৮, ৪, ৩, ১২, ৪, ৪ ...শ্রেটির পর সংখ্যা কত?
(a) ১৪ (b) ৮ (c) ১৬ (d) ২০
* 44. ২ কে ১০দিনে ভাগ করতে বলা হয়েছে এখান ২কি?
(a) ভাজক (b) ভাজ্য। (c) ভাগফল। (d) ভাগশেষ
45. ক্ষুদ্রতম মৌলিক সংখাটি হল-
(a) ১ (b) ২ (c) ৩
* 46. এক লক্ষ এগার হাজার এক সংখ্যা যেটি
(a) ১১১০০১ (b) ১০০১১১ (c) ১০১০১১ (d) ১০১১১১
* 47. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮১ বর্গমিটার হলে বাহু কত?
(a) ৭ মিটার (b) ৮ মিটার (c) ১ মিটার (d) ১০ মিটার
* 49. তিন অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি।
(a) ১০৯৯ (b) ১৯০৯ (c) ১০৯১ (d) ৯০৯৯
* 50. ৫, ২, ০, ১, ৭ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে—
(a) ০৭৫২১ (b) ০১২৭৫ (c) ১০২৫৭ (d) ০১২৫৭
* 51. ২ মিনার ১০ ভাগ = কত মিনিট
(a) ১৮ মিনিট
(b) ৪০ মিনিট
(c) ২০ মিনিট
(d) ১২ মিনিট
ঃ 52. সমকোণী সমদ্বিবাহু ত্রিভূজের তিনটি কোণের মান
(a) ৪০, ৪০, ১০০
(b) ৭০, ৪৫, ৪৫
(c) ৯০, ৩০, ৫০
(d) ১২০, ২০, ৪০
* 55. বর্গক্ষেত্রের চারটি কোণের সমষ্টি?
(a) ১৮০০ (b) ১২০৭ (c) ১৬০° (d) ৩৬০°
* 57. কত টাকার অংশ = ১২ টাকা।
(a) ৩০ টাকা (b) ৬০ টাকা (c) ৫০ টাকা (d) ৪০ টাকা
* 58. এক ডজন খাতার দাম ৪৪ টাকা হলে, তিনটি খাতার দাম
(b) ৫ টাকা (c) ১২ টাকা (d) ১৫ টাকা
(a) ৪ টাকা
* 60. চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত বিয়ােগ করলে সংখ্যাটি
হবে ৬৭৮৯
(a) ৩৫১০ (b) ৩৭৪০ (c) ১৩৫০ (d) ৩২১০
শেষ
সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2017
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2016