নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর প্রথম পর্ব - Online story

Thursday, 27 January 2022

নবম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর প্রথম পর্ব

 



 

 নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতি সমূহ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত

১ নিরক্ষরেখায় দীর্ঘতম দিন হল ।

(ক) ১৩ ঘন্টা (খ) ২৪ ঘন্টা (গ) ১২ ঘন্টা (ঘ) ১৮ ঘণ্টা

উত্তর -১২ ঘণ্টা


২। পৃথিবীর কক্ষপথের পরিধি হল- (ক) ১৫ কোটি কিমি (খ) ৯৬ কোটি কিমি (গ) ১৭ কোটি কিমি(ঘ) ৯৮ কোটি কিমি

উত্তর-৯৬ কোটি কিমি


৩ । পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরতে সময় লাগে

(ক) ৩৬৫ দিন (খ) ৩৯০ দিন (গ) ৩৫০ দিন
(ঘ)৩৫৫

উত্তর-৩৬৫ দিন


৪। ২১ মার্চ দিন টিকে বলা হয়—
(ক) জলবিষুব(খ) মহাবিষুব (গ) মকরসংক্রান্তি (ঘ) কর্কট সংক্রান্তি
উত্তর-মহাবিষুব

৫।অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষকালের সূচনা হয়-

ক) নভেম্বর, (খ) ডিসেম্বর, (গ) জানুয়ারি,
(ঘ) মার্চ মাসে
উত্তর-খ) ডিসেম্বর


৬। পৃথিবীর মেরুরেখা বা অক্ষ তার কক্ষের সঙ্গে-

            ১°            ১°
(ক) ২২– (খ) ৬৬– (গ) ৯০° (ঘ)
            ২            ২
১০০°

উত্তর-                ১°
                (খ) ৬৬–
                           ২


৭ | অরােরা বােরিয়ালিস দেখা যায়-
(ক) উত্তর মেরুতে (খ) দক্ষিণ মেরুতে (গ) কুমেরু বৃত্তে (ঘ) সুমেরু বৃত্তে

উত্তর-উত্তর মেরুতে


৮। অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব থাকে।

যত কিমি—(ক) ১৫ কোটি, (খ) ১৪.৭ কোটি (ঘ) ১৫.২ কোটি (ঘ) ১৬ কোটি

উত্তর- (ঘ) ১৫.২ কোটি


৯। সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়-

 (ক) ২২ জুলাই (খ) ২৩ সেপ্টেম্বর।
(গ) ২১ জুন (ঘ) ২২ মে

উত্তর-(গ) ২১ জুন


১০| সূর্যকিরণ মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবেপড়ে-

 (ক) ২১ ডিসেম্বর (খ) ২২ ডিসেম্বর (গ) ২৩ সেপ্টেম্বর (ঘ) ২১ মার্চ

উত্তর-(খ) ২২ ডিসেম্বর


১১। পৃথিবী আবর্তন করে— 

 (ক) পূর্ব থেকে পশ্চিমে (খ) পশ্চিম থেকে পূর্বে (গ) উত্তর থেকে দক্ষিণে(ঘ) দক্ষিণ থেকে উত্তরে

উত্তর-(খ) পশ্চিম থেকে পূর্বে


১২। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি
ঘণ্টায়—
 

(ক) ১,৬৩০ কিমি (খ) ১,৬০০ কিমি
(গ) ১,৬৫০ কিমি (ঘ) ১,৭৫০ কিমি

উত্তর-(গ) ১,৬৫০ কিমি


১৩। পৃথিবীর অনুসূর অবস্থান হয়-
(ক) ৩ জানুয়ারি দিন (খ) ১২ জুন (গ) ৪ জুলাই (ঘ) ৫ এপ্রিল।

উত্তর-(ক) ৩ জানুয়ারি দিন


১৪। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি-

(ক) নিরক্ষরেখায় (খ) সুমেরুবৃত্তে
(গ) সুমেরু বিন্দুতে (ঘ) দ্রাঘিমারেখায়

উত্তর-(ক) নিরক্ষরেখায়


১৫। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে –
(ক) কর্কটক্রান্তি রেখায় (খ) নিরক্ষরেখায় (গ) মকরক্রান্তি রেখায় (ঘ) কোথাও না

উত্তর -নিরক্ষরেখায়


১৬। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব যত কিমি—(ক) ১৩ কোটি(খ) ১৪ কোটি (গ) ১৫ কোটি (ঘ) ১৬ কোটি কিলোমিটার

উত্তর-(গ) ১৫ কোটি


১৭। ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব—
(ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি (খ) ১৫ কোটি কিমি(গ) ১৫ কোটি ২০ লক্ষ কিমি (ঘ) ১৬ কোটি কিমি হয়।

উত্তর-(ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি


১৮। পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি হল-
(ক) ১লা জুন(খ) ৪ জুলাই (গ) ৩ জানুয়ারি (ঘ) ২২ ডিসেম্বর

উত্তর-(গ) ৩ জানুয়ারি

১৯৷ সৌরদিন নাক্ষত্রদিন অপেক্ষা— (ক) ৩ মি. ৫৬ সে (খ) ৩মি. ৫৬ সে. বেশি(গ) ৩মি. ৫২ সে. (ঘ) ৩মি. ৫২ সে. কম

উত্তর-খ) ৩মি. ৫৬ সে. বেশি


২০। ঋতুচক্রে প্রধানত ক-টি প্রধান ঋতু দেখা যায়-

(ক) আটটি (খ) সাতটি (গ) চারটি (ঘ) পাঁচটি


উত্তর-ক) চারটি



সত্য হলে ঠিক অসত‍্যহলে ‘ভুল’ লেখাে

১। ২২ ডিসেম্বর তারিখে উত্তর গােলার্ধে দিন বড়াে ।
উত্তর-ভুল

২। ২১ মার্চ পৃথিবীব্যাপী বসন্তকাল

উত্তর-ভুল

৩ ।পৃথিবীর উত্তর গােলার্ধে দিন বড়াে এবং রাত ছােটো হয় ২২ ডিসেম্বর তারিখে।।
উত্তর-ভুল

 ৪। অনুসূর অবস্থানের তারিখটি হল ৩ জানুয়ারি।
উত্তর-ভুল

৫। জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ।
উত্তর-ভুল

জাপান কে সূর্য উদয়ের দেশ বলা হয়
 ৬। ৪ জুলাই পৃথিবী ও সূর্যের দূরত্ব হয় ১৪ কোটি ২০ লক্ষ কিমি।
উত্তর-ভুল


৭। ১৯৯৯ সালে একটি অধিবর্ষ ছিল।
উত্তর-ভুল


৮। বিষুব’ শব্দের অর্থ হল সমান দিন ও রাত্রি।
উত্তর -ঠিক


৯। পৃথিবীর মেরুদ্বয়ে আবর্তন বেগ সর্বাধিক।
উত্তর-ভুল


১০। গােলাকার পৃথিবীর আলােকিত অর্ধাংশ ও অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে পৃথিবীর অক্ষ বলে।
উত্তর -ভুল


১১। পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে
    ১
২৩-- কোণে হেলে আছে।
     ২

উত্তর -ভুল


১২ ।২২ ডিসেম্বর তারিখটিকে কর্কটসংক্রান্তি বলে।
উত্তর-ভুল


১৩। পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রির উদ্ভব হয়।
উত্তর-ঠিক


১৪। আবর্তন গতিকরে হের গতিবিক্ষেপ ঘটে।

১৫। ১৮৭৪ সালটি অধিবর্য।
উত্তর-ভুল


১৬। পৃথিবীর মেরুরেখ্য তার কক্ষতলের সঙ্গে
     ১°
৬৬---কোণ করে অবস্থান করে।
    ২

উত্তর-ঠিক

 ১৭ পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে অক্ষ বলে।

উত্তর ভুল

১৮ । সূর্যকে পরিক্রমা করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
উত্তর-ঠিক

 ১৯। ২১ মার্চকে মহাবিবুৰ ৰলে ।

উত্তর-ঠিক

২০।২১জুন উত্তর গােলার্ধে দীর্ঘতন দিন
উত্তর -ঠিক






১। পৃথিবীতে ঋতুপর্যায়ের মূলে রয়েছে পৃথিবীর ------গতি।
উত্তর-বার্যিক গতি

২। অধিবর্ষে ফ্রেব্রুয়ারি মাস----দিনে হয়।

উত্তর-29 দিনে

৩। ২৩ সেপ্টেম্বর তারিখটিকে--------বলে

উত্তর-জলবিযুব বলে।

৪ | অপসূর অবস্থান হয়-----তাৱিাথে।

উত্তর-৪ঠা জুলাই

 ৫ পৃথিবীর আবর্তনের বেগ ঘণ্টায় প্রার------কিলোমিটার
,উত্তর-১৬৬৬কিমি।


৬। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের উপর ---কোণ করে অবস্থান করে।
উত্তর-66½°
৭। ডিসেম্বর মাসে দক্ষিণ গােলার্ধে কাল।
উত্তর-গ্ৰীস্মকাল

 ৮। কুমেরুতে একটানা ৬ মাস – এবং ওই সময় সুমেরুতে ৬মাস—
উত্তর-দিন,রাত
৯ বিষুৰ শব্দের অর্থ হল—

উত্তর-সমান দিন ও রাত্রি।  

১০। পরপর দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হল ।
উত্তর-24ঘণ্টা 52 মিনিট
১১। কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি–নামে পরিচিত।

উত্তর-কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস

  ১২। বায়ু ও সমুদ্রস্রোতের দিৰিক্ষেপের মূল কারণ হল 

উত্তর- কোরিওলিস বল

 

দ্বিতীয় পর্ব দেখুন