class 9 life sciences question answer 2 chapterনবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পর্ব 1 - Online story

Monday 14 February 2022

class 9 life sciences question answer 2 chapterনবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পর্ব 1

 



নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর অনুষ্ঠান প্রশ্ন উত্তর প্রথম পর্ব

(A)প্রতিটি প্রশ্নের সঠিক
ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

1) শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হল—
(A) 3 : 1
(B) 2 : 1
(C) 1 : 1
(D) 4 : 1

উত্তর-(B) 2 : 1

(2) এনার্জি কারেন্সি শক্তিমুদ্রা বলে–
(A) GTP-কে (B) CTP-কে (C) ATP-কে (D) NADP-কে
উত্তর-(C) ATP-কে
 
(3) কোশপর্দায় উপস্থিত লিপিডটি হল -
-- (A) ফসফোলিপিড(B) সালফোলিপিড (C) ফসফোপ্রােটিন (D) মিউকোলিপিড
উত্তর-(A) ফসফোলিপিড

(4) ভিটামিন A-র অভাবজনিত রােগটি হল --

(A) রাতকানা (B) জেরপথ্যালমিয়া (C) ফ্রিনােডার্মা(D) সবকটি
উত্তর-(A) রাতকানা

 (5) ভিটামিন C-র রাসায়নিক নাম হল-
(A) রেটিনল (B) টোকোফেরল (C) অ্যাসকরবিক অ্যাসিড(D) থিয়ামি
উত্তর-C) অ্যাসকরবিক অ্যাসিড(
 
(6) নিউক্লিয়াস মধ্যস্থ ঘন গােলাকার অংশটি
হল—

(A) নিউক্লিওলাস (B) নিউক্লিওয়েড (C) নিউক্লিন(C) নিউক্লিওপ্লাজম
উত্তর-(A) নিউক্লিওলাস
 
(7) কোশ-অঙ্গাণুর মধ্যে ক্রিস্টিনামক গঠনটি দেখা যায়—
(A) রাইবােজোমে (B) মেসােজোমে
(C) প্লাসটিডতে (D) মাইটোকনড্রিয়াতে


উত্তর(D) মাইটোকনড্রিয়াতে

(৪) বেমতন্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণুটি হল—(A) সেন্ট্রোজোম(B) ক্রোমােজোম (C) রাইবােজোম (D) লাইসােজোম

উত্তর-A) সেন্ট্রোজোম

(9) পার্শ্বস্থ ভাজক কলা হল --- (A) ক্যাম্বিয়াম(B) কর্ক-ক্যাম্বিয়াম (C) A ও B উভয়ই (D) কোনােটিই নয়
উত্তর-(C) A ও B উভয়ই

10 জাইলেমের সজীব উপাদানটি হল-
(A) ট্রাকিড (B) ট্রাকিয়া বা ভেসেল (C) জাইলেম প্যারেনকাইমা ।(D) জাইলেম তন্তু।
উত্তর-(C) জাইলেম প্যারেনকাইমা

11) কোন যােগকলায় রক্ত সরবরাহ থাকে না?
(A) অস্থি (B) তরুণাস্থি (C)এরিওকলা
{ (D) ঘন যােগকলা

উত্তর-(B) তরুণাস্থি

12 মানুষের ত্বকের বাইরের স্তরটি হল-

(A) ডারমিস (B) এপিডারমিস (C) হাইপােডারমিস  (D) এক্সোডারমিস
উত্তর-(B) এপিডারমিস


(13) পরিণত মানুষের স্বাভাবিক যকৃতের ওজন প্রায়(A) 1.5 Kg (B) 2.5 Kg (C) 05 kg(D) 3 Kg
উত্তর-(A) 1.5 Kg

(14) মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

| (A) মস্তিষ্ক(B) সুষুম্নাকাণ্ড (C) অগ্ন্যাশয় (D) প্লিহা ।
উত্তর-(B) সুষুম্নাকাণ্ড

(৪) মানবদেহের কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিক্ল দেখা যায়।
(A) শুক্রাশয় (B) ডিম্বাশয় (C) অগ্ন্যাশয় (D) মস্তিষ্ক।
উত্তর-(B) ডিম্বাশয়

(16) সেন্ট্রোজোম ক-টি সেন্ট্রিওলে বিভাজিত হয়ে থাকে?
(A) দুটি (B) তিনটি (C) চারটি (D) পাঁচটি 17 DNA
উত্তর-(A) দুটি

(17) অণুর গঠনগত উপাদান হিসেবে যে শর্করাটি বর্তমান,সেটি হল(A) রাইবােজ শর্করা (B) ডি-অক্সিরাইবোেঝ শর্করা (C) ফুকটোজ (D) গ্লুকোজ
উত্তর-(B) ডি-অক্সিরাইবোেঝ শর্করা

 (18) সাইটোপ্লাজমের ধাত্র অংশকে বলা হয়—
(A) টোনােপ্লাজম (B) এক্টোপ্লাজম (C) এন্ডােপ্লাজম (D) হায়ালােপ্লাজম
উত্তর-(D) হায়ালােপ্লাজম

(19) উদ্ভিদদেহ গঠনকারী কোশগুলির মৃত কোশপ্রাচীর এবং সন্নিহিত কোশগুলির অন্তর্বর্তী কোশান্তর কে একত্রে বলা হয়-

(A) প্লাজমােগ্লাস্ট (B) প্রােটোপ্লাস্ট (C) অ্যাপপাপ্লাস্ট (D) কোনােটিই নয়

উত্তর- প্নাজমোপ্লাস্ট

20) মানব খাদ্যে উপস্থিত কোন
উপাদানটির পরিপাক হয় না এবং শক্তি সরবরাহ করেনা?

উত্তর- ভিটামিন।


প্রশ্ন :(প্রশ্নমান)1
(1) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :


1.দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখাে।
উত্তর- লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড।


2 নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত?
উত্তর- পেন্টোজ শর্করা ,নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং ফসফরিক অ্যাসিডর সমন্বয়ে নিউক্লিওটাইড গঠিত হয়।

 3 .প্রাণীদেহে কার্বোহাইড্রেট কীরূপে সঞ্চিত থাকে?

উত্তর গ্লুকোজ  


4. লিপিড কীসে দ্রবীভূত হয়?
উত্তর- ইথার বেঞ্জিন ক্লোরোফর্ম প্রভৃতি ফ্যাট দ্রাবকে দ্রবীভূত হয়।


5 মানবদেহে লােহার অভাবজনিত
রােগটি উল্লেখ করাে।

উত্তর- রক্ত অল্পতা


6 কোশপর্দার ফুইড মােজাইক
মডেল কারা প্রবর্তন করেন?

উত্তর- ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন


7. নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমােজোম সৃষ্টি হয়?
উত্তর- নিউক্লিয় জালিকা থেকে

 8. বায়ুগহ্বর যুক্ত প্যারেনকাইমাকে কী বলে?
উত্তর- এরেনকাইমা

9.নিউরােনের বডো প্রবর্ধকটির নাম কী?
উত্তর- অ্যাক্সন
 
10 কোন্ কলায় ইনটারক্যালেটেড
ডিস দেখা যায় ?

উত্তর-


10 একটি মিশ্রগ্রন্থির নাম লেখাে।

উত্তর- অগ্নাশয়


12 মানুষের প্লিহার ওজন কত?

উত্তর- প্রায় 150 গ্রাম


13 কোন্ কোশ অঙ্গাণুকে প্রােটিন ফ্যাক্টরি বলে?

উত্তর- রাইবোজোম


 14 . দুটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম লেখাে।

উত্তর- A, D,E,,K


15 ORS-র পুরাে নাম কী?
উত্তর- ওরাল রিহাইড্রেশন সলিউশন
Oral Rehydration Solution

(16) বিসদৃশ শব্দটি বেছে লেখাে : (a) সরল শর্করা,অ্যামাইনাে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পলিস্যাকারাইড
উত্তর-পলিস্যাকারাইড ।
কারণ এটি ক্ষুদ্র অনু নয় ।অপর তিনটি ক্ষুদ্র অনু ।


(b) কোশপ্রাচীর, ক্লোরােপ্লাসটিড, লাইসােজোম,লিউকোপ্লাসটিড
উত্তর-লাইসােজোম
কারণ অন্য তিনটি ছবি উদ্ভিদের অঙ্গাণু অংশ


 (c) প্যারেনকাইমা, জাইলেম,
কোলেনকাইমা, স্লেরেনকাইমা

উত্তর-জাইলেম
কারণ অন্য তিনটি সরল স্থায়ী কলা অংশ


(d) ভিটামিন-C,ভিটামিন-D, ভিটামিন-E, ভিটামিন-K

উত্তর- ভিটামিন C
কারণ অন্য তিনটি ফ্যাটে দ্রবণীয়

(e) ফসফোলিপিড, গ্লাইকোক্যালিক্স, প্লাজমােডেসমাটা, প্রােটিন।
উত্তর-প্লাজমােডেসমাটা
কারণ অন্য তিনটি কোষ পর্দা গঠন এর সঙ্গে জড়িত ।প্লাজমোডেসমাটা কোষ প্রাচীর গঠন এর সঙ্গে জড়িত


নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়
                      যৌগ
            _________|___________
অজৈব যৌগ                    জৈব যৌগ

                                     ____ _|___________    _______|________         |                      |          |         |        |      |          |                       |
জল    |     লবণ  ক্ষার  |                       |
      অ্যাসিড                  |                       |
                           ক্ষুদ্র অণু         বৃহৎ অণু
______________________|__                   [
 |           |               |           |                     [ 

সরল   অ্যামাইনো   ফ‍্যাটি নিউক্লিওটাইড।[
শর্করা    অ্যাসিড  অ্যাসিড।                      [
        ___________ ________
_________ __[_
         |              |               |                     |
জটিল     প্রোটিন         লিপিড       নিউক্লিয়
         শর্করা                                      অ্যাসিড


===============================
      |                 |               |              |
ভিটামিন  খনিজ মৌল.  কোশ       কলা
    A.          ফসফরাস       
    B            সালফার
    C           ক‍্যালসিয়াম
    D           ম‍্যাগনেশিয়াম
    E             সোডিয়াম
    K            পটাশিয়াম
                    ক্সোরিন
                   আয়োডিন
                   লৌহ

 
কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

1.ভিটামিন A এর বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর- রেটিনোল

2.ভিটামিন D এর বিজ্ঞানসম্মত নাম কি?

উত্তর- উত্তর ক্যালসিফেরোল

3. ভিটামিন E বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তর -টোকোফেরল

4. ভিটামিন কে বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তর- ফাইলো কুইনোন

5.ভিটামিন  এর বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর- এসকরবিক অ্যাসিড

 প্রশ্ন মানবদেহের গুরুত্বপূর্ণ খনিজ মৌল গুলো কি কি ?

উত্তর- ফসফরাস ,সালফার ,ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম , ক্লোরিন ,আয়োডিন ,ম্যাঙ্গানিজ, তামা, দস্তা ইত্যাদি।
 প্রশ্ন -কোষ কাকে বলে?
 উত্তর -আবরণ বেষ্টিত ,প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠন মূলক কাজের একক কে কোষ বলে ।

প্রশ্ন -এনার্জি কারেন্সি বলা হয় কাকে?

 উত্তর ATP এর হায়ার নিউক্লিওটাইড গুলিকে