নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ অনুশীলন প্রশ্নের উত্তর পর্ব 2 - Online story

Wednesday, 2 February 2022

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ অনুশীলন প্রশ্নের উত্তর পর্ব 2

 

পরের পর্ব 3 শেষপর্ব দেখুন এখানে ক্লিক করে

আগের  পর্ব দেখুন

                      নবম শ্রেণী 

            ভৌত বিজ্ঞান 

         পরিমাপ অধ্যায়

  অনুশীলনী প্রশ্নের উত্তর 

                পর্ব 2

স্তম্ভ মেলাও

1.কল থেকে জল              1. গ্রাফ পেপার
পড়ার হার নির্ণয়

2 অনিয়মিত আকারের     2 আয়তন মাপক
বস্তুর আয়তন নির্ণয়.        চোঙ ও স্টপ ওয়াচ

3 অসম আকৃতির পাতের 3 আয়তন মাপক
ক্ষেত্রফল নির্ণয়

4 বক্র রেখার দৈর্ঘ্য নির্ণয়.    4 স্কেল ও সুতো


উত্তর
1 কল থেকে জল   1 আয়তন মাপক
পড়ার হার নির্ণয়.    চোঙ ও স্টপ ওয়াচ

2 অনিয়মিত আকারের  2 আয়তন মাপক
বস্তুর আয়তন নির্ণয়        চোঙ

3 অসম আকৃতির পাতার 3 গ্রাফ পেপার
ক্ষেত্রফল নির্ণয়
 
4 বক্র রেখার দৈর্ঘ্য নির্ণয়    4 .স্কেল ও সুতো



শূন্যস্থান পূরণ করো

 1.CGS পদ্ধতিতে ঘনত্বের একক হল --------


ঊত্তর -সেমি³

 2 .-------------℃  উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ


উত্তর -4°
3. এক আলোকবর্ষ সমান ------- কিলোমিটার

উত্তর-9.46×10¹² কিমি

4.আয়তনের একক হল -------একক

উত্তর মৌলিক
 
 5 কোণ হল একটি --------ভৌত রাশি


উত্তর-মাত্রাহীন

6.এসআই তে মৌলিক এককের সংখ্যা -----

উত্তর- 7টি

 7.লিটার এর সংজ্ঞা --------K উষ্ণতায় উল্লেখ থাকে

উত্তর-277

8 .পারসেক হল ------- পরিমাপের একক

উত্তর-অ্যাস্ট্রোফিজিক্সে দূরত্ব


সত্য মিথ্যা নিরূপণ করো

1 মূল একক গুলি পরস্পরের ওপর নির্ভরশীল নয় ।


উত্তর ঠিক।

 2 পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশির একক আছে।

 উত্তর- ঠিক।

 3 ভরবেগের একক এর মধ্যে তিনটি মূল একক বর্তমান ।

উত্তর-ঠিক।

4 সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়।


উত্তর-ঠিক।

 5 মাত্রাহীন রাশি মাত্রই একটি একক বিহীন রাশি।


উত্তর -ভুল (

 6 অণু পরমাণুর ভর পরিমাপ করা হয় U এককে।

উত্তর-ঠিক

 7 মাইক্ন এককে নক্ষত্রদের
পারস্পরিক দূরত্ব পরিমাপ করা হয়

উত্তর - ঠিক

 8 আপেক্ষিক গুরুত্ব একক যুক্ত রাশি

ঊত্তর -ভুল

 বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান


1.এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো

ঊত্তর-1 একক ছাড়া পরিমাপ বোঝা যায় না‌। তাই সঠিক পরিমাপ বুঝতে এককের প্রয়োজন আছে।
 2 দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপের তুলনা করার  জন্য এককের প্রয়োজন আছে।
3 একক দ্বারা ভৌত রাশি গুলির মধ্যে পার্থক্য বুঝতে,এককের প্রয়োজন আছে।
 

2.মৌলিক একক ও লব্ধ একক এর সংজ্ঞা দাও

উত্তর- যে সকল ভৌত রাশির একক অন্য এককের উপর নির্ভরশীল নয়, সেইসব ভৌত রাশির একক গুলিকে মৌলিক বা মূল একক বলা হয়।
 যেমন -দৈর্ঘ্য, ভর, সময় ।

যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, সেই সব ভৌত রাশির একক গুলিকে লব্ধ একক বলে।
 যেমন- বেগ, ত্বরণ, বল

3 প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময় এর সংজ্ঞা দাও

উত্তর; আলো শূন্যস্থানে 1/299 792 458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার পরিমাপ কে এক মিটার বলা হয়।
 এই 1 মিটার দৈর্ঘ্য কে প্রমাণ দৈর্ঘ্য ধরা হয়

 সিজিয়াম পরমাণুর (সিজিয়াম -133) একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময়ে 919 263 1770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে এক সেকেন্ড বলা হয়।


4 লিটার এর সংজ্ঞা 4℃ উষ্ণতা উল্লেখ থাকে কেন ?

উত্তর -সাধারণত তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে। ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রী সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায় ।অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিকহয়। বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ জলের আয়তন বিভিন্ন হতে পারে ।তাই 4° সেন্টিগ্রেড কথাটি লিটারের সংজ্ঞা উল্লেখ থাকে।

5 বলের মাত্রা ও মাত্রীয় সংকেত লেখ


উত্তর -  ভরে 1 , দৈর্ঘ্যে 1,সময়ে–2

মাত্রীয় সংকেত M L T`²


 6 খুব সুবেদী তুলা যন্ত্র সুস্থিত হয় না কেন?


উত্তর- তুলা যন্ত্র টি খুব সুবেদী হলে সামান্য ভরে দুলতে থাকবে এবং সামান্য বাতাসে দিলে তা দুলতে শুরু করবে ।তাই সুস্থিত হয় না

 7 সাধারন তুলা যন্ত্রের বার্তাগুলি ভরের অনুপাত 5:2:2;1 নেওয়া হয় কেন ।


উত্তর -তুলা যন্ত্রের বাটখারার গুলির ভরের অনুপাত 5'2'2:1: হলে ,সকল ভরের বস্তুর পরিমাপ করার জন্য অন্য কোন বাটখারার দরকার হবে না।

8.তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক এর উদাহরণ দাও
যেমন বলের একক ।বলের একক এ তিনটি মূল একক থাকে। দৈর্ঘ্য ,ভর, সময়।

9.সাধারণ স্কেলের সাহায্যে 0.7 মাপ নেওয়া যায়?

উত্তর ধাতুর স্কেলে পাঠেল রিডিং লেখা হয় । উষ্ণতার পরিবর্তন-এর জন্য ধাতুর ।আয়তন বেড়ে যায় ।ফলে মাপের পরিবর্তন হয়।কিন্তু কাঠের স্কেলে তা  হয় না। ফলে কাঠের স্কেল ব্যবহার করা হয়।
10. সাধারণ স্কেল ধাতুর তৈরি নাহয়ে কাঠের হয় কেন ?

11.একটি ড্রপার এর এক ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে?
উত্তর- একটি আয়তন মাপক চোঙ এর অল্প পরিমাণ জল নিয়ে মাপের পাঠের রিডিং নেওয়া হলো ।পরে ড্রপারের সাহায্যে এক ফোঁটা জল সেখানে ফেলা হলো। আবাব ও মাপের পাঠের রিডিং নেওয়া হলো ।এখন ওই ড্রপারের জলের আয়তন হবে
বর্তমান মাপের পাঠ ―আগের মাপরের পাঠ

12 তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো?

উত্তর -আমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে, বয়স প্রকাশের সংখ্যামান এত বেশি হতো যে, বয়স সম্পর্কে আন্দাজ করা কঠিন হতো ।এবং মনে রাখাও কঠিন হতো‌ লিখে সময় সাপেক্ষে ব্যাপার হতো।

  আগের পর্ব দেখুন 

পরের পর্ব 3 শেষ দেখুন এখানে ক্লিক করে