class 9 life sciences 1 chapter question answerl/নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর পর্ব 2
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর পর্ব 2
আগের পর্ব 1 দেখুন এখানে ক্লিক করে
(B) অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন
(একটি শব্দ একটি বাক্যে উত্তর দাও)
(1) জীব বিদ্যার প্রধান শাখা দুটি কি কি?
উত্তর জীব বিদ্যার দুটি শাখা হলো উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা
(2) উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম লেখ
উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখার নাম এগ্রোনোমি
(3) প্রাণী বিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে?
উত্তর-প্রাণী বিদ্যার যে শাখায় প্রাণী আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে- আচরণ বিদ্যা (Ethology)
(4) ধানের দুটি উন্নত জাতের নাম লেখ
উত্তর -জয়া , রত্না দুটি
(5) দুটি ট্রান্সজেনিক প্রাণী নাম লেখ
উত্তর ভেড়া এবং রোসি নামক গরু
(6)কি কি পদের সাহায্যে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয়?
উত্তম- গণ এবং প্রজাতি
(7) লিনিয়াসের হায়ারকি তে কয়টি স্তর আছে?
উত্তর ৭টি
(8) পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এর কোন রাজ্যটি অন্তর্গত সকল জীবরা এককোষী ইউক্যারিওটিক?
উত্তর প্রোটিস্টা রাজ্য
(9) কোন রাজ্যের অন্তর্গত জীবদেহে অনুসূত্র দেখা যায়?
উত্তর- ছত্রাক
(10) বালানোগ্নসাসের এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর- এদের অনেকগুলি গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে ।
2 দেহটি তিনটি অংশে বিভক্ত
( 11) কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত?
উত্তর-সাইক্লোস্টোমাটা
( 12 )ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর -অঙ্কোলজি।
(13) উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলে ?
উত্তর থিওফ্রেস্টাস
14. ICBN-র পুরােনাম কী?
উত্তর ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল নোমেনক্লেচার
15 কোন্ প্রাণীগােষ্ঠীতে (পর্বে) কম্বপ্লেট বা
চিরুনি প্লেট থাকে?
উত্তর- টিনোফোরা
16-আরশােলার বহিঃকঙ্কাল কী দ্বারা নির্মিত?
উত্তর কাইটিন
17কোন্ পর্বে নােটোকর্ড ও নার্ভকর্ড
থাকে?
উত্তর- কর্ডাটা পর্বে
18, চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখাে।
উত্তর -অ্যগনাথা।
19.কোন উদ্ভিদ গােষ্ঠীতে প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ?
উত্তর -ফার্ন বা টেরিডোফাইটা
20 বিসদৃশ শব্দটি বেছে।
লেখাে :
(a) জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, মিথােজীবীতা
উত্তর-মিথােজীবীতা
(b) কোয়াসারভেট, প্রােটিনয়েড, মাইক্রোস্ফিয়ার, লিথােস্ফিয়ার
উত্তর-লিথােস্ফিয়ার
(c) গণ, প্রজাতি, বর্গ, মানুষ
উত্তর-মানুষ।
(d) প্ল্যান্টি, মােনেরা, অ্যানিমােলিয়া, ফাংগি
উত্তর-অ্যানিমােলিয়া
(e) অ্যানিলিডা, পরিফেরা, আর্থোপােড়া,
ম্যামেলিয়া
উত্তর-অ্যানিমােলিয়া
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলনী প্রশ্ন পর্ব 2 উত্তর সহ
। 21 নীচে সম্পর্ক যুক্ত শব্দজোড়
দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে
দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
(a) কোয়াসারভেট : ওপারিন :: ফক্স :
উত্তর মাইক্রোস্ফিয়ার
(b) DNA : ডি-অক্সিরাইবােজ : RNA :
উত্তর রাইবোনিউক্লিক অ্যাসিড
(c) বায়ােলজি : ল্যামার্ক ::
বায়ােডাইভারসিটি : ওয়াল্টার রোজেন
(d) অরনিথােলজি : পক্ষীসম্পর্কিত বিজ্ঞান
: এন্টোমােলজি : ........ উত্তর পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান
(e) প্ল্যান্টি : রাজ্য :
: ম্যাঞ্জিফেরা : ...গণ.......।
22 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে-বিষয়টি খুঁজে
বের করে নাম লেখাে
: (a), গণ, হােমাে, ম্যাঞ্জিফেরা
এশ্চেরেশিয়া
উত্তর-এশ্চেরেশিয়া ভুক্ত
(b) মােনেরা, প্রােটিস্টা, জগৎ, ফাংণি
উত্তর- জগৎ শ্রেণীবিন্যাস ভুক্ত
(c) জার্মস্তর, এক্টোডার্ম, মেসােডার্ম, এন্ডােডার্ম
উত্তর-তিনটি জার্মস্তর
(d) টিকটিকি, সাপ, সরীসৃপ, কুমির।
উত্তর- সরীসৃপ প্রাণী।
23 গােল্ডেন রাইস কি?
উত্তর ট্রান্সজেনিক জীব (উদ্ভিদ)।
24. কোন বিজ্ঞানী প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন ?
উত্তর-উইলমুট
25. সিলোম যুক্ত একটি পর্বের নাম লেখ উত্তর অ্যানিলিডা
(/) রেপ্টিলিয়া (a) স্পঞ্জি অস্থি উপস্থিত
(/) অভিস(b) মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত
(I) ম্যামেলিয়া (c) অন্তঃকঙ্কাল তরুণাস্থি
সমন্বিত
(iv) কনড্রিকথিস (d) অবসারণী আড়াআড়ি
ভাবে অবস্থিত
(v) অস্টিকথিস(e) হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠযুক্ত
(f) ভেনাস হৎপিণ্ড
উত্তর-
(/) রেপ্টিলিয়া(e) হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠযুক্ত
d) অবসারণী আড়াআড়িভাবে অবস্থিত
(/) অভিস (a) স্পঞ্জি অস্থি উপস্থিত
ম্যামেলিয়া b) মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত
(iv) কনড্রিকথিস c) অন্তঃকঙ্কাল তরুণাস্থি
সমন্বিত
(v) অস্টিকথিস (f) ভেনাস হৎপিণ্ড
(1) রিকসিয়া(d) ব্রায়ােফাইটা জাতীয় উদ্ভিদ
(i) মাসিলিয়া-(a) টেরিডােফাইটা জাতীয়
উদ্ভিদ
(iii) ধান (b) একবীজপত্রী উদ্ভিদ
(iv) পাইন। (c) ব্যক্তবীজী উদ্ভিদ
(v) নস্টক (f) সায়ানােব্যাকটেরিয়া
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস,
ReplyDeleteপব 3 টা
ReplyDelete