তৃতীয় শ্রেণি পরিবেশ প্রশ্ন উত্তর 121 পাতা থেকে 154 পাতা পর্ব -7 শেষ
তৃতীয় শ্রেণি
পরিবেশ এর
প্রশ্ন উত্তর
পর্ব -7
আগের পর্ব -৫
পরের পর্ব নেই ।এই পর্ব শেয।
সম্পদ
১৩১ পাতা থেকে ১৪৬ পাতা
প্রশ্ন ঃ . সুস্থ শরীর আমাদের-------
উত্তর : সম্পদ।
প্রশ্ন ঃ . শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে?
উত্তর : ঠিকঠাক জল খাওয়া, খাবার খাওয়া ব্যায়াম করতে হবে।
প্রশ্ন ঃ . কোনটি প্রাকৃতিক সম্পদ নয় ?
(i) পরিষ্কার জল, (ii) পরিষ্কার বায়ু, (iii) উর্বর মাটি, (ivসু-স্বাথ্য।
উত্তর : সু-স্বাস্থ্য।
প্রশ্ন ঃ সকালে জল খাওয়া ভাল------
ঠিক/ভুল।
উত্তর ঃ ঠিক।
প্রশ্নঃ . উর্বর মাটি আমাদের সম্পদ কেন?
উত্তর : ভাল ফসল হয় বলে উর্বর মাটি আমাদের সম্পদ ।তা ছাড়া গাছপালা তাড়াতাড়ী বেড়ে ওঠে।
প্রশ্ন ঃ . সূর্যের আলাে প্রাকৃতিক সম্পদ—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন ঃ . কোন্টি সহজ নয় মাটি থেকে জল তােলা/মাটির ভিতর জল পাঠানাে।
উত্তর : মাটির তলায় জল পাঠানাে।
প্রশ্ন- কিভাবে বৃষ্টি জল কে কাজে লাগানাে যায় লেখাে ?
উত্তর : পুকুরগুলি গভীর করতে হবে। নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখতে হবে
প্রশ্ন: কোথায় জলের ট্যাপ কল খােলা আছে দেখলে তুমি করবে ?
উত্তর : কলের ট্যাগটি বন্ধ করে দেবো। (যদি জল নষ্ট হয়)
প্রশ্ন- ডিপ টিউব ওয়েল দিয়ে কি হয় ?
উত্তর : জল তােলা হয় এবং সেই ফল পাইপ দিয়ে পাঠান হয়।
প্রশ্ন: , সজল ধারায় কি পাওয়া যায় ?
উত্তর-জল
প্রশ্ন: , গাছ আমাদের কি উপকার করে?
উত্তর : জ্বালানি দেয়, আসজেন দেয়, ফল দেয়, ফুল দেয়।
প্রশ্ন : কাগজ তৈরি হয় বাঁশ দিয়ে—ঠিক/ভুল।
উত্তর : ঠিক।
প্রশ্ন , ঠিক চিহ্ন দাও :
(i) কাগজ দিয়ে কাগজ তৈরি হয়।
(i) বাঁশ দিয়ে কাগজতৈরি হয়।
(u) কাগজ তৈরি করতে উদ্ভিদ লাগে৷
(iv) বাগানের ফল প্রাকৃতিক সম্পদ।
(v) মাদুর তৈরি হয় রকম ঘাস দিয়ে।
(vi)) নির্মাণ শিল্প হল—বাড়ি তৈরি।
(vii) হাতের কাজ আসলে—ঘরােয়া শিল্প।
(viii) ঘরােয়া শিল্প আসলে—কুটিরশিল্প।
(ix) চালকল বড়ো মাপের শিল্প।
(x) বিদ্যুৎ শিল্প ঘরােয়া শিল্পের উদাহরণ।
উত্তর : (i) ঠিক, (d) ঠিক, (ii) ঠিক, (iv) ভুল, (v) ঠিক, (vi) ঠিক,
(vii) ঠিক, (ii) ঠিক, (ix) ঠিক, (x) ভুল।
প্রশ্ন:. যারা ছবি আঁকেন তারা হলেন—শিল্পী/শিল্প।
উত্তর : শিল্পী।
প্রশ্ন : ঝুড়ি তৈরির কাঁচামাল কি?
উত্তর : বাঁশ।
, কয়েকটি বড়াে শিল্পের নাম লেখাে।
উত্তর : মশলা মাখার মিলার, রাস্তা তৈরির রােলার, ট্রাকটর, পাওয়ার
টিলার।
প্রশ্নঃ নাটকে অভিনয় করতে হলে কিভাবে নিজেকে তৈরি করবে?
উত্তর : স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে। শরীরের ভঙ্গিতে মনের ভাব প্রকাশ করতে হবে।
প্রশ্ন ঃ . কোনটি শিল্প নয়—পাথর খােদাই করে ধূতি আঁকা/ছবি আঁকা।মাছ ধরা/গান করা।
উত্তর : মাছ ধরা।
সাবধানতা
১৪৭ পাতা থেকে ১৫৪ পাতা
প্রশ্ন ঃ . রাস্তার কোন পাশ দিয়ে হেঁটে যেতে হয় ?
উত্তর ঃ বাঁ পাশ দিয়ে।
প্রশ্ন ঃ . রাস্তা পারাপার সময় কোন সিগন্যাল্ দেখে রাস্তা পেরুতে হয়?
উত্তর ঃ সবুজ সিগন্যাল।
প্রশ্ন ঃ জেব্রা ক্রসিং কী?
উত্তর : রাস্তার গায়ে জেব্রার গায়ের মতাে দাগ থাকে তাকে জেব্রা ক্রসিংবলে।
প্রশ্ন ঃ টিক চিহ্ন দাও :
(i) রাস্তাপার হবার সময় একদিক লক্ষ্য রাখতে হয়।
(ii) লাল সিগন্যাল রাস্তা পার হতে বলে দেয়।
(iii) রাস্তার ফুটপাত থাকলে তার পাশ দিয়ে হাঁটতে হবে।
(iv) শহরে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার পার হয়।
উত্তর : (i) ভুল, (ii) ভুল, (iii) ভুল, (iv) ঠিক।
প্রশ্ন ঃ নখ কেমন করে কাটবে?
উত্তরঃ প্রথম ভিজিয়ে নেব জলে। তারপর নেলকাটার দিয়ে কাটবে।
প্রশ্ন ঃ . কোনটি ঠিক লেখাে।
(i) ইস্ত্রি করতে হলে কোন সাবধানতা দরকার নেই।
(ii) ভিজেহাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে শক মারে না।
(iii) টেষ্টার দিয়ে না দেখে বৈদ্যুতিক তারে হাত দিতে নেই।
(iv) জল গরমহলে ডেচকি টা হাতে ধরে নামাতে হয়।
(v) খালি পায়ে হাঁটলে কাঁটা ফোটার ভয় থাকে না।
(vi) রাস্তা থেকে বাড়ী এলে হাতপা ধুতে হয় ভালকরে।
মেধা প্রশ্ন বাদ র ইল
-