তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব -৫ - Online story

Tuesday, 1 February 2022

তৃতীয় শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর পর্ব -৫

 





                        তৃতীয় শ্রেণি
                      পরিবেশ এর
                     প্রশ্ন উত্তর
      

আগের পর্ব -৪ দেখুন
পরের পর্ব - ৬ দেখুন                 
                  পরিবার অধ‍্যায়
             ৯১ পাতা থেকে ১১১ পাতা

প্রশ্নঃ  পরিবার বলতে কি বােঝ?

উত্তরঃ বাড়ির সাবাই মিলে হয় পরিবার।

 প্রশ্ন ঃ কাকে দিয়ে পরিবার শুরু হয়?

উত্তর : ঠাকুরদা-ঠাকুমা দিয়ে।

প্রশ্নঃ  বাবার পরিবার-ঠাকুমা/দিদিমা।-কাকা কোন পরিবারের?

উত্তর : ঠাকুমা।

প্রশ্ন :  পরিবারে তুমি কি ভাবে সাহায্য করবে ?
উত্তর : বাবার কাজে, মায়ের কাজে সাহায্য করবে জল দেবাে খেতে।ঘর পরিষ্কার করবাে। পতাকত্রে বাবাকে মাকে খুশি রাখবাে।

প্রশ্ন :  আবােল তাবােল কার লেখা?

উত্তরঃ সুকুমার রায়।

প্রশ্ন : ফেলুদার লেখা একটা গল্পের নাম লেখাে।
উত্তর : গুপি গাইন বাঘা বাইন।

 প্রশ্ন :  তুমি কোন পরিবারে ঠাকুমা দিদিমা।
উত্তর : ঠাকুমা।

প্রশ্ন : . নিকট আত্মীয় কারা?

উত্তর : মামাতাে, মাসতুতাে, পিসতুতাে ভাই-বােন দের নিকট, আত্মীয় বলা হয়।

প্রশ্নঃ . টুনটুনির বই' কার লেখা?
উত্তর : উপেন্দ্রকিশাের রায় চৌধুরী।

 প্রশ্নঃ ১ পাখিদের একটা পরিবার আছে—ঠিক ভুল।
উত্তর : ঠিক।

প্রশ্ন :. কখন মাথায় জলপটি দেওয়া হয়?
উত্তর : অসুখ হলে। (জ্বর বেশী হলে)

প্রশ্ন: চিঠির ডান পাশে থাকে—যাকে পাঠানাে হচ্ছে তার নাম যে পাঠছে তার নাম।
উত্তর : যে চিঠি পাঠাছে।

 প্রশ্নঃ  কোথায় বাড়ির নম্বর থাকে—গ্রামে/ শহরে।
উত্তর : শহরে।
 
প্রশ্ন :  পিনকোড় আসলে কি?
উত্তর : পােষ্ট অফিসের নম্বর।

প্রশ্ন : ১৬. চিঠির ডান পাশে কার নাম থাকে?
উত্তর : যে চিঠি পাঠায়।


প্রশ্ন ঃ কলকাতায় সব পােষ্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হয় ?
উত্তর ঃ ৭০০ দিয়ে।

প্রশ্ন ঃ  পিনকোড নম্বর কোথায় থাকে?

উত্তর : ডাক ঘরে।

প্রশ্ন ঃ . পােস্ট অফিসকে বাংলায় কি বলে ?

উত্তর ঃ ডাকঘর।

প্রশ্ন : . জীবিকা বলতে কি বুঝি?
উত্তর : জীবন ধারনের জন্য মানুষযে কর্ম করে তাকে জীবিকা বলে।

প্রশ্ন ঃ কোনটি জীবিকা নয়?—তাঁতবােনা/ছবি আঁকা/প্রাতঃ ভ্রমণ

উত্তর : প্রাতঃভ্রমণ।

প্রশ্ন ঃ জীবিকা বদলে যেতে পারে—ঠিক/ভুল।

উত্তরঃ ঠিক।

প্রশ্ন ঃ  কোচোয়ান এর কাজ কি?
উত্তর ঃ ঘােড়ার গাড়ি চালান।

প্রশ্ন ঃ  বেহারা কি করে ?

-উত্তর ঃ পালকি বহন করে।

প্রশ্ন ঃ  লুপ্ত জীবিকা বলতে কি বােঝ?

উত্তরঃ যে সব জীবিকা এখন নেই সেই জীবিকা কে বলে লুপ্তজীবিকা।

প্রশ্ন ঃ  নতুন জীবিকা কি?

উত্তর : যে সব জীবিকা আগে ছিল না এখন হয়েছে তাকে নতুন জীবিকা বলে।

প্রশ্ন ঃ . প্রাচীন জীবিকা বলতে কি বােঝ?

উত্তর : প্রাচীনকাল থেকে যে জীবিকা এখনও আছে তাকে প্রাচীন জীবিকা বলে।

প্রশ্ন ঃ . কোনটি লুপ্তজীবিকা—তাঁতবোনা/শাখা ফেরি করা/কম্পিউটার শেখা

উত্তর : শাখা ফেরি করা।

প্রশ্নঃ . কোনটি প্রাচীন জীবিকা—কামার/ড্রাইভার/শিকার করা।
উত্তর ঃ শিকার করা।

প্রশ্নঃ  কোনটি নতুন জীবিকা—কম্পিউটারের দোকান/কুমােরর
কাজ/মিষ্টির দোকান।
উত্তর : কম্পিউটারের দোকান
--