class 10 shikhan sertu geography/ দশম শ্রেণীর ভূগোলের শিখন সেতু নমুনা প্রশ্নের উত্তর প্রথম অধ্যায় - Online story

Friday, 25 February 2022

class 10 shikhan sertu geography/ দশম শ্রেণীর ভূগোলের শিখন সেতু নমুনা প্রশ্নের উত্তর প্রথম অধ্যায়

' 


শিখন  সেতু'র দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় নমুনা প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর
নমুনা প্রশ্ন
১ বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো।
১১ নীচের যে বিকল্পটি দক্ষিণ-পশ্চিন পশ্চিমা বায়ুর দিক (+) নির্দেশ করছে তা হলাে
উত্তর (খ)

১.২ মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হালা
(ক) উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু
(খ)দক্ষিন-পশ্চিন পশ্চিমা বায়ু
(গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু
(ঘ)উত্তর-পূর্ব মেরু বায়ু

উত্তর-(গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু

২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :


২.১১ ভূ-পৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলাে-----
-----

উত্তর নিয়ত বায়ু
২.১.২ বায়ুপ্রবাহের পথে মহ্যদেশগুলির পশ্চিমদিকে মরুভূমি সৃষ্টি হয়েছে।

উত্তর-আয়ন বায়ু

২.২ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য' হলে ‘ভুল’ লেখাে ।


প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় বেশি হয়।
উত্তর/ভুল

এখানে ঘূর্ণবাত এর গতিবেগ বেশি হবে।
২ সমুদ্রবায়ু ও স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ।
ভুল ঠিক উত্তর টি হবে সাময়িক বায়ুর উদাহরণ

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর লেখাে :

তােমার দেশের একটি উয় স্থানীয় বায়ুর উদাহরণ দাও।
উত্তর আমাদের দেশে একটি উষ্ণ স্থানীয় বায়ুর উদাহরণ হল লু এবং আঁধি।


প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ কী প্রকৃতির হয়?

উত্তর প্রতীপ  ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ উচ্চচাপ প্রকৃতির হয়।এবং কেন্দ্র বহির্মুখী হয়‌

৩, নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখাে :
১ বায়ুপ্রবাহের নামকরণ কীভাবে হয় উদাহরণসহ লেখাে।

উত্তর -বায়ুর নামকরণ করা হয় বায়ুর গতিপথ এবং কোন চাপ বলয় থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তার ওপর নির্ভর করে। যেমন উত্তর-পূর্ব আয়ন বায়ুর অর্থাৎ উত্তর-পূর্ব দিক থেকে বয় এবং নিয়মিতভাবে উচ্চচাপ থেকে নিরক্ষীয়  নিম্ন চাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।


৩.২ আকস্মিক ব্যয়ু কীভাবে সৃষ্টি হয় ?

উত্তর ভূপৃষ্ঠে কোন অল্প পরিসর স্থানে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হলে আকস্মিক বায়ু চলাচল সৃষ্টি হয়।
 যেমন -কালবৈশাখি।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো


ঘূর্ণবাত                            প্রতীপ ঘূর্ণবাত

১ নিম্নচাপ অঞ্চলে      ১ উচ্চচাপ অঞ্চলে
দেখা যায়।                  দেখা যায়

২. দুর্যোগপূর্ণ               ২ পরিষ্কার আকাশ
আবহাওয়ার                ও শান্ত আবহাওয়া
নির্দেশ করে                  নির্দেশ করে

৩. কেন্দ্রে নিম্নচাপ      ৩.কেন্দ্রে উচ্চচাপ
        সৃষ্টি হয়                   সৃষ্টি হয়

৪. গতিবেগ বেশি         ৪. গতিবেগ কম

৫. বেশি ক্ষয়ক্ষতি     ৫ কম ক্ষয়ক্ষতি করে
করে

৪.২ নিরক্ষীয় অঞ্চলে নিন্মচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করাে।


৫, নীচের প্রশ্নটির উত্তর দাও :
৫.১ চিত্রসহ পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক ব্যাখ্যা করো।