class 8 history question answer/অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান অনুশীলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর - Online story

Friday 18 February 2022

class 8 history question answer/অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান অনুশীলন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

 


 অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান অনুশীলনী প্রশ্ন উত্তর সহ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
আশুনিক শক্তি উদ্যান
ভেবে দেখো
খুঁজে দেখাে

১। ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখাে :

উত্তর
অযােধ্যা.                  সাদাৎ খান
১৭৬৪ খ্রিস্টাব্দ.        বক্সারের যুদ্ধ
স্বত্ববিলােপনীতি.      লর্ড ডালহৌসি
লাহােরের চুক্তি  প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ
 টিপুসুলতান.              মহীশূর

২। ঠিকশব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :

ক) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার—(দেওয়ান /ফৌজদার/নবাব)।
উত্তর- দেওয়ান

খ) আহমদ শাহ আবদালি ছিলেন—(মারাঠা/ আফগান/ পারসিক)।

উত্তর- আফগান


গ) আলিনগরের সন্ধি হয়েছিল—(মিরজাফরও ব্রিটিশ কোম্পানির মধ্যে/সিরাজ ও ব্রিটিশকোম্পানিরমধ্যে/মিরকাশিম
ব্রিটিশ কোম্পানিরমধ্যে)।


উত্তর-সিরাজ ও ব্রিটিশকোম্পানিরমধ্যে

ঘ) ব্রিটিশ কোম্পানিকে বাংলা-বিহার ও উড়িষ্যার দেওয়ানিরঅধিকার দেন—(সম্রাট দ্বিতীয়শাহআলম/সম্রাট ফাররুখশিয়ত
সম্রাট ঔরঙ্গজেব)।

উত্তর-সম্রাট দ্বিতীয়শাহআলম

গ)স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন (টিপুসুলতান/সাদাৎ খান/নিজাম)।
উত্তর -নিজাম


৩। অতি সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ) :
ক) ফাররুখশিয়রের ফরমানের গুরুত্ব কী ছিল?
উত্তর ফারুকশিয়ারের ফরমান এর গুরুত্ব বলতে একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক শক্তি বৃদ্ধি করে ছিল ।অন্যদিকে বাংলা অর্থনীতিকে ধ্বংস করেছিল । এই
ফরমানে বলা হয়েছিল ,মাত্র 3000 টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বাণিজ্য করতে পারবে এবং কলকাতার কাছাকাছি 38 টি গ্রামে জমি কিনতে পারবে ।এছাড়া নবাবের টাঁকশাল প্রয়োজন মত ব্যাবহার করতে পারবে।


খ) কে, কীভাবে ও কবে হায়দরাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর- আসফ ঝা মুরাবিজ খানকে 1723 খ্রিষ্টাব্দে, আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল

গ) পলাশির লুণ্ঠনকাকে বলে?

উত্তর মীরজাফর বাংলার নবাব হবার পর ব্রিটিশ কোম্পানি ,নানা অজুহাতে মীরজাফরের কাছ থেকে প্রায় তিন কোটি টাকার সম্পদ আদায় করে নিয়েছিল। কোম্পানির এই অর্থ আত্মসাৎ কে পলাশীর লুণ্ঠন বলা হয় ।এর ফলে নবাবের কোষাগার নিঃস্ব হয়ে গেছিল।

ঘ) দ্বৈতশাসন ব্যবস্থাবলতে কী বােঝাে?


উত্তর কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলার নতুন ধরনের শাসন ব্যবস্থা কায়েম  হয় ।বাস্তবে বাংলা দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজ  মতামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে ।যাবতীয় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে গিয়েছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে অর্থনৈতিক রাজস্ব আদায়ের সম্পূর্ণ অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি । অর্থাৎ বাংলা ফটো দেখাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা হীন রাজনৈতিক দায়িত্ব ।অন্যদিকে ব্রিটিশ কোম্পানি ছিলো  অর্থনৈতিক ক্ষমতা বাংলার শাসন ব্যবস্থা কে দ্বৈত শাসন ব্যবস্থা কে বলা হয়।

ঙ) ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল?
উত্তর- ব্রিটিশ রেসিডেন্ট এর কাজ ছিল ভারতীয়রা শক্তিগুলির ওপর নজরদারি করা‌। তাদের খবরা-খবর কোম্পানি কাছে পৌঁছে দেওয়া ।অনেক সময় রেসিডেন্সি কোম্পানিকে সরাসরি এলাকার জন্য সাহায্য করা।

৪। নিজের ভাষায় লেখাে (১২০-১৬০টি শব্দ):

ক) অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযােগ্যতাই দায়ী ছিল? তােমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও।



খ) পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ
তােমার বক্তব্যের পক্ষে যুক্তি দা
ও।




গ) মিরকাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরােধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কী ভূমিকাছিল?
বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল?






ঘ)ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতারনীতি থেকেস্বত্ববিলােপনীতিতে বির্বতনকে।
কীভাবে ব্যাখ্যা করবে?



ঙ)মুর্শিদকুলি খান ও আলিবর্দি খান-এর সময়ে বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্র কেমন ছিল?


৫।কল্পনা করে লেখাে (২০০টি শব্দের মধ্যে) :
ধরাে তুমি নবাব আলিবর্দি খান-এর আমলে বাংলার একজন সাধারণ মানুষ তােমার এলাকায় বর্গি আক্রমণ হয়েছিলে
তােমার ও তােমার প্রতিবেশীর মধ্যে বর্গিহানার অভিজ্ঞতা বিষয়ে একটি কথােপকথন লেখাে।




খ)ধরাে তুমি ব্রিটিশ কোম্পানির একজন কর্তাব্যক্তি। '৭৬-এর মন্বন্তর-এর সময় তুমি বাংলায় ঘুরলে তােমার কী ধরনে
অভিজ্ঞতা হবে? মন্বন্তরের সময়ে মানুষকে সাহায্যের জন্য কোম্পানিকে কী কী করতে পরামর্শ দেবে তুমি?
অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. মূল সম্রাট ওরঙ্গজেব কত সালে মারা যান ?

উত্তর 1707 সালে

2 .পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তর 1757 খ্রিস্টাব্দে

 3. নাদির শাহ কোথাকার শাসক ছিলেন?


 উত্তর -পারস্যের শাসক ছিলেন

 4 কত সালে মুর্শিদকুলি খাঁ কে নাজিম পদ দেয়া হয়?

 উত্তর 17 17 খ্রিস্টাব্দে

5.কার আমলে বাংলার ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়েছিল ?

উত্তর মুর্শিদকুলি খাঁর আমলে

6.মুর্শিদকুলি খানের আমলে একজন হিন্দু ব্যবসায়ীর নাম লেখ
উত্তর -উর্মি চাঁদ

7.মুর্শিদকুলি খান এর আমলে আর্মিয় ও বণিকের নাম লেখ ।

উত্তর খোজা ওয়াজিদ

8.ফতেয়া চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে কি উপাধি পান?

 উত্তর -জগৎশেঠ

9.মুর্শিদকুলি খানের পর সুবা বাংলার ক্ষমতা কে দখল করেন ?

উত্তর -সেনাপতি আলীবর্দী খান

10.মুর্শিদকুলি খাঁ কত সালে মারা যান ?
উত্তর -1727 খ্রিস্টাব্দে

12 আলীবর্দী খান কত সালে মারা যান ?
উত্তর-17 56 খ্রিস্টাব্দে


13. আলীবর্দী খান মারা যাবার পর সুবা বাংলার সিংহাসনে কে বসেন
?
 উত্তর -সিরাজ দৌলা

14. সম্রাট আওরঙ্গজেব কাকে চিন কুলিচ খান উপাধি দেন ?

উত্তর -মির কামাল উদ্দিন খান সিদ্দিকী কে

15.হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর -নিজাম

16. হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর- 1724 খ্রিস্টাব্দে

17 স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়?
 উত্তর 1740 খ্রিস্টাব্দে

18.কার আমলে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে?
 উত্তর নিজাম

19.কার নেতৃত্বে কবে অযোধ্যা একটি স্ব-শাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?

 উত্তর -সাদাত খান

20.সফদর জং কে ছিলেন ?
উত্তর- একদিকে তিনি অযোধ্যার প্রশাসক অন্যদিকে তিনি সাদাত খানের জামাই ছিলেন

21.সাদাত খান কবে মারা যান?
উত্তর- 1740 খ্রিস্টাব্দে

22. সফদর জংমারা যাওয়ার পর কে অযোধ্যা শাসন করেন?

 উত্তর সুজাউদ্দৌলা

23.নবাবের সেনাবাহিনী কবে কাশিমবাজার আক্রমণ করে?

 উত্তর 1776 খ্রিস্টাব্দে

24. বাংলা নবাব সিরাজ কবে কলকাতা আক্রমণ করে?

উত্তর- 1757 খ্রিস্টাব্দে

25.কলকাতা কলকাতার কি নাম দিয়েছিল?
 উত্তর আলিনগর

26.অন্ধকূপ হত্যা রটনা কে করেছিল ?
উত্তর হল ওয়েল

27. অন্ধকূপ হত্যা কত জন নারী কথা বলা হয়েছে ?
উত্তর-146 জন

28.অন্ধকূপ হত্যা কে কোন ঐতিহাসিক বাড়াবাড়ি বলে মনে করেছেন?

 উত্তর -অক্ষয় কুমার মৈত্র

29. আলিনগরের সন্ধি কত সালে হয়েছিল?
 উত্তর -1757 খ্রিস্টাব্দে 

পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল এবং কবে ?
উত্তর 1757 খ্রিস্টাব্দে 23 শে জুন

30 .পলাশী যুদ্ধে কারা জয়লাভ করেছিল?

 উত্তর সিরাজ বাহিনী

31.সিরাজের পর বাংলার নবাব কে ছিলেন? উত্তর মীরজাফর


32.মীরজাফর এর পর বাংলার নবাব কে হয়েছিলেন ?
উত্তর- মীর কাসিম

33.পলাশীর লুণ্ঠন কত টাকার ঘটনা?
 উত্তর প্রায় তিন কোটি

34.বাংলার মসনদে মীর  জাফর পর সিংহাসনে কে বসে ছিলেন?

উত্তর- মীর কাসিম

35.মীর কাসিম মীরজাফরকে হন কত সালে মীর কাসিম বাংলার নবাব হন?

উত্তর- 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে

36.বক্সারের যুদ্ধ কত সালে কাদের মধ্যে ঘটেছিল?

উত্তর- 1764 খ্রিস্টাব্দে ।
 যৌথবাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যৌথ বাহিনীর মধ্যে হয়েছিল।

37. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেন?

 উত্তর -1757 খ্রিস্টাব্দে

38.শেষ মুঘল সম্রাটের নাম কি?
 উত্তর -দ্বিতীয় বাহাদুর শাহ

39. মীর কাসিম মারা যাবার পর কে বাংলার নবাব হন?

 উত্তর -নজম উদ্দৌলা

40-দ্বিতীয় বাহাদুর শাহ আলমের কাছ থেকে বার্ষিক কত টাকা চুক্তি হয় ?

উত্তরঃ/ 26 লক্ষ টাকা

41 প্রশ্ন দ্বৈত শাসন বলতে কি বঝো?

 উত্তর কোমপানির দেওয়ানি লাভের পর বাংলার নতুন ধরনের শাসন ব্যবস্থা কায়েম  হয় ।বাস্তবে বাংলা দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজ  মতামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে ।যাবতীয় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে গিয়েছিল বাংলার নবাবের হাতে। অন্যদিকে অর্থনৈতিক রাজস্ব আদায়ের সম্পূর্ণ অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি । অর্থাৎ বাংলা ফটো দেখাতে ছিল অর্থনৈতিক ক্ষমতা হীন রাজনৈতিক দায়িত্ব ।অন্যদিকে ব্রিটিশ কোম্পানি ছিলো  অর্থনৈতিক ক্ষমতা বাংলার শাসন ব্যবস্থা কে দ্বৈত শাসন ব্যবস্থা কে বলা হয়।



শেষ