class 9 physical science Anshilan questions answers/ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ অনুশীলনী প্রশ্ন উত্তর পর্ব 3 - Online story

Sunday, 20 February 2022

class 9 physical science Anshilan questions answers/ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিমাপ অনুশীলনী প্রশ্ন উত্তর পর্ব 3


   প্রথম পর্ব দেখুন এখানে ক্লিক

আগের  পর্ব 2 দেখুন এখানে ক্লিক করে

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরিমাপ অধ্যায় অনুশীলন প্রশ্নোত্তর পর্ব 3
 বিভাগ ঘ

 দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মান
1 এসআই তে মূল রাশি গুলির নাম ও একক লেখ-
উত্তর       মৌলিক রাশি.                 একক
1. দৈর্ঘ্য.                    মিটার (metre)
2. ভর                       কিলােগ্রাম (kilogram)
3. সময়.                    সেকেন্ড (second)
4. তাপমাত্রা.              কেলভিন (kelvin)
5. তড়িৎ.প্রবাহ.          অ্যাম্পিয়ার (ampere)
6. দীপন প্রাবল্য.        ক্যান্ডেলা (candela).
7. পদার্থের পরিমাণ    মােল (mole)



 2 গ্ৰাফ পেপারের অসম আকৃতির পাতের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে?


উত্তর-একটা সেন্টিমিটার গ্রাফ পেপার নিতে হবে যার প্রতিটা ক্ষুদ্রতম বর্গাকার ঘরের ক্ষেত্রফল1mm² । এবার ওই গ্রাফ পেপার এর উপর  অসম আকৃতির পাতটা রেখে, পেনসিল দিয়ে এর সীমানা চিহিত করতে হবে ।এবার গ্রাফ পেপারের বর্গাকার ঘরগুলাের সংখ্যা গুনতে হবে। প্রথমে সম্পূর্ণ ঘরগুলি সংখ্যা গুনতে হবে। তারপর অর্ধেক বা অর্ধেকের বেশি অংশঃ সীমানার মধ্যে আছে এমন ঘরগুলিকে √ চিহ্ন এবং যে ঘরগুলি অর্ধেকের কম সীমানার মধ্যে আছে সেগুলি কে × চিহ্ন দিতে হবে । এরপর সম্পূর্ণ
বর্গাকার ঘরের সংখ্যাএবং √ ও '×' চিহ্নযুক্ত অর্ধ বর্গাকার ঘরের সংখ্যা যােগ করলে অসম আকৃতির পাতের ক্ষেত্রফল পাওয়া যাবে।

ধরা যাক, সম্পূর্ণ ঘরের সংখ্যা 70 এবং অর্ধ ও অর্ধেকের বেশি বা কম ঘরের সংখ্যা 20 তাহলে  অসম আকৃতির পাতের ক্ষেত্রফল = 70 + 20= 90 mm² | এই পদ্ধতি কিছুটা ক্রুটিপূর্ণ। গ্রাফ পেপারের ক্ষুদ্রতম ঘরের ক্ষেত্রফল যত কম হবে, তুটির পরিমাণও তত কম হবে।

 3 সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেধ  নির্ণয় করা যায় ব্যাখ্যা করো ‌।

উত্তর-
একটা বই এটা বই নিয়ে , মলাট দুটো বাদ দিয়ে, বইটাকে ভালাে করে চেপে ধরে বইটার বেধ পরিমাপ করতে হবে। এভাবে কয়েকবার পরিমাপ করে গড় মান নিতে হবে। যে মান পাওয়া যাবে তা হলো বইটার যতগুলাে পৃষ্ঠা আছে তার মােট বেধ। এবার মােট বেধকে
পৃষ্ঠাসংখ্যা দিয়ে ভাগ করে দিলে পাতলা কাগজের বেধ পাওয়া যাবে।

উদাহরণ- মনে করি, একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা n=50
স্কেলের সাহায্যে পাঁচবার বইয়ের বেধ যথাক্রমে 3cm,3 cm. 4 cm. 5cm. 7cm পরিমাপ করা হলো।


                     3 +  3+ 4 + 5 + 5.    20
গড় বেধ, b =--------------------------. "=------
                                   5.                  5
         =4cm

অতএব প্রতিটি পাতার বেধ
    b.            4
=-------. =. --------- = 0.08 cm.
    n.          50



4.লিটারের সংঞ্জায় 4℃ বা 277 উষ্ণতার উল্লেখ থাকে কেন ?কোন বস্তুর ঘনত্বের সঙ্গে ভর ও আয়তনের ঘনত্বের সম্পর্ক স্থাপন করো


লিটারের সংঞ্জায়4 °C বা 277K উয়তার উল্লেখ থাকার কারণ ,
সাধারণত তরলের উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে ৫°C থেকে °C উয়হা পর্যন্ত এই নিয়মের ব্যতিক্রম নক্ষ করা যায়। 0°C থেকে জ্বলের উন্নতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বাড়ে এবং বাড়তে বাড়তে 4°C উয়তায় ঘনত্ব সর্বাধিক হয়। তখন এর মান হয় 1g /cm³ এরপর ইহা আরও বাড়তে থাকলে জলের আয়তন বাড়তে থাকে এবং ঘনত্ব কমতে থাকে।
এখান থেকে বােঝা গেল বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ জলের আয়তন বিভিন্ন রকম হতে পারে। তাই নির্দিষ্ট আয়তন পেতে, জলে নির্দিষ্ট উষ্ণতা উল্লেখ করা প্রয়োজন। সেজন্য লিটারের সংজ্ঞায় 4℃ বা 277k উল্লেখ থাকে।

5 সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কিভাবে একটি বক্ররেখা দৈর্ঘ্য নির্ণয় করা যায় ?

উত্তর-একটা সুতাে নিয়ে, সুতাের একটা স্থান কোনাে রং দিয়ে A চিহ্নিত করে বক্ররেখার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে । বক্ররেখার একপ্রান্তে সুতাের চিহ্নিত স্থানটা রেখে বক্ররেখা বরাবর যেন সুতােটা টানটান করে ধরতে হবে  ।এবার বক্ররেখার শেষ প্রান্ত সুতাের যে স্থানে স্পর্শ করেছে সেটাও রং দিয়ে চিহ্নিত করতে হবে ।এবার সুতােকে সরিয়ে সাধারণ স্কেলের সাহায্যে চিহ্নিত স্থান
দুটোর ব্যবধান  নির্ণয় করলে বক্ররেখার  দৈর্ঘ্য পাওয়া যাবে, তাতে কিছু ত্রুটি থাকে। এই ত্রুটি কমানাের জন্য আরও কয়েকবার পরিমাপ করে গড় মান নিতে হবে।

6.রুপার ঘনত্ব C G S পদ্ধতিতে
 10.5g.cm-³ হলে si তে এর ঘনত্ব কত?

উত্তর-
 এখানে একটা জিনিস শেখার আছে তা হলো
 g.cm-³ = g/cm³ একই
 
উত্তর 1g/cm³=1000kg/m³                      
অতএব 10.5g/cm ³= 10500kg/m³
                          
7 সাধারণ সুবেদিতা বলতে কী বোঝো সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতর শর্ত গুলি লেখ

উত্তর-যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে
সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতার শর্তগুলাে হল-
১.তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হবে।
২.তুলাদণ্ডটি হালকা হবে।
৩. সূচকটি লম্বা হবে।
৪. তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে।

8. একটি মাপনি চোঙ এর সাহায্যে কিভাবে অসম আকৃতির একটি কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়


উত্তর- মাপনী চোঙ এর মধ্যে কিছুটা উচ্চতা পর্যন্ত কোন তরল নিতে হবে তরল টা এমন হতে হবে যাতে বস্তুটা দ্রবীভূত না হয় অথবা রাসায়নিক বিক্রিয়া করে বা ওই তরলের না ভাসে। এমন অবস্থায় তরলের আয়তন পরিমাপ করতে হবে ।এরপর একটা মোম লাগানো সরু শক্ত সুতোতে বস্তুটাকে বেঁধে খুব ধীরে ধীরে চোঙের তরল এর মধ্যে ডোবাতে হবে। এরপর আবারও তরলের আয়তনের পরিমাপ করতে হবে দ্বিতীয় আয়তনের পরিমাপ(b) –প্রথম আয়তনের পরিমাপ(b)
অর্থাৎ a–b হবে অসম আকৃতির বস্তুর আয়তন।

9 একটি আয়তনমাপক চোঙ এবং স্টপ ওয়াচ এর সাহায্যে কিভাবে থেকে জল পড়ার হার নির্ণয় করা যায?

উত্তর-প্রথমে একটা খালি ও শুকনাে মাপনী ও নিয়ে কলের মুখে ধরে সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ এর সুইচ চালু করে কিছুটা জলপূর্ণ করতে হবে। সরিয়ে নেবার সঙ্গে সঙ্গে টপ ওয়াচ সুইচটিকে বন্ধ করতে হবে । এরপর স্টপ ওয়াচ এর সাহায্যে সময় পরিমাপ এবং মাপনী চোঙ এর সাহায্যে তরলের আয়তনে পরিমাপ করে জল পড়ার হার নির্ণয় করতে হবে
ধরা যাক -
t সময়ে জল পড়া আয়তন =v
                                            v
সুতরাং জল পড়ার হার হবে -----
                                             t

এইভাবে বেশ কয়েকবার পরীক্ষা করে জল পড়ার হারের মান গুলির গড় করলে ,ত্রুটি মুক্ত মান পাওয়া যাবে।
জল পড়ার হারের CGS একক হবে  cm³/s
  এবং এস আই একক m³/s



বিভাগ ঙ গাণিতিক গল্প


1. একটি জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 m 3 m ও 2m | জলাধারে জলের ভর কত?

উত্তর, জলের আয়তন (4×3×2)m³=24m³

2. একটি বস্তুর ভর 7.8 kg, আয়তন 1000 cm³ | বস্তুর  ঘনত্ব কত?

                        m
উত্তর -ঘনত্ব,d=----
                         v
যেখানে v=আয়তন,m = ভর এবং d=ঘনত্ব
              v=1000cm³    m=7.8 kg.   d=?
        m.         7.8kg.     7.8×1000
  d=------  d=------------ =------------------g/cm³
        v.         1000cm³   1000
      
=7.8 g/cm³

3. একটি কঠিন বস্তুর বায়ুতে ভর 200 g । বস্তুটিকে মাপনী চোঙে নিমজ্জিত করার পূর্বে ও পরে তরলের আয়তনের পাঠ 50 cm³ ও 70 cm³ হলে বস্তুর ঘনত্ব কত?


উত্তর 200 g ভরের বস্তুটির আয়তন হল
=(70-50)cm³=20cm³

                  m
     ঘনত্ব,d=----
                   v
যেখানে v=আয়তন,m = ভর এবং d=ঘনত্ব
              v=20cm³       m=200g   d=?
        m.         200g.     
  d=------  d=------------ = 10g/cm³
        v.         20cm³   
      
=10 g/cm³

4. একটি সাধারণ তুলাযন্ত্রের বাহু দুটির দৈর্ঘ্য সমান কিন্তু তুলাপাত্র দুটির ভর আলাদা। একটি বস্তুকে একবার বাম তুলাপাত্রে ও পরে ডান তুলাপাত্রে রেখে ভর পাওয়া গেল
যথাক্রমে 12 g ও 13 g । বস্তুর প্রকৃত ভর কত?
     

তুলা পাত্রের ভর অসমান হলে
                                          m  + m
                                               ¹.      ²  
       বস্তুটির প্রকৃত ভর,m=-----------------
                                                 2          
            13g+12g.      25g
অতএব-------------. =--------- =12.5 g
                   2.                 2

অতএব বস্তুটি প্রকৃত ভর হবে 12.5g


5.কোনাে তরলের ঘনত্ব 0.8 g/cm³ হলে
200 cm³ তরলের ভর কত?


                        m
উত্তর -ঘনত্ব,d=---- অতএব m=d×v
                         v
যেখানে v=আয়তন,m = ভর এবং d=ঘনত্ব
              v=200cm³  m=? . d=0.8cm³
               
      m=d×v=0.8cm³×200cm³
                  
                     8
                  ------ × 200=160g
                   10

অতএব তরলের ভর =160 g

তৃতীয় পর্ব শেষ । বাই বাই
তিনটি পর্ব দেখার জন্য  অনেক অনেক ভালোবাসা জানাই ।যদি কোন অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে লিখবে ।এবং আগের পর্ব পরের পর্ব সমস্ত লিংক এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পর্বের মধ্যে সেগুলো ক্লিক করে সহজে দেখে নিতে পারবে। ভালো থাকবে ।পরের অনুশীলনী জন্য অপেক্ষা করো-