shekhar setu -class 3 poribesh/ শেখার সেতু নমুনা প্রশ্নের - Online story

Saturday, 26 February 2022

shekhar setu -class 3 poribesh/ শেখার সেতু নমুনা প্রশ্নের

 English শেখার সেতু দেখুন এই লিংকে ক্লিক করে


সেখার সেতু তৃতীয় শ্রেণি বাংলা দেখতে এখানে ক্লিক করু
           শেখার সেতু
           তৃতীয় শ্রেণি   পরিবেশ নমুনা প্রশ্নের উত্তর

   ১. ঠিক উত্তরটি বেছে নাও :
আঙুলে কাটা ফুটলে ব্যথা বুঝতে পারা যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে সেটি হলো - (ক) চামড়া (খ) কান (গ) চোখ (ঘ) নাক।

উত্তর- চামড়া।

২. শূন্যস্থান পূরণ করাে :
কানের ভেতর একটা পাতলা------
আছে।


উত্তর -পর্দা।

৩. ঠিক বাক্যের পাশে ‘√আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :

সাঁতার কাটলে একসঙ্গে শরীরের অনেক জায়গার ব্যায়াম হয়।√

৪. একটি বাক্যে উত্তর দাও :
ব্লেড দিয়ে নখ কাটতে গেলে কী বিপদ হতে পারে?

উত্তর- ব্লেড দিয়ে নখ কাটতে গেলে নখের সঙ্গে লেগে থাকা চামড়া কেটে গিয়ে রক্তপাত হতে পড়ে ।এবং ব্যথা করতে পারে। ক্ষত বেশি হলে বিপদ হতে পারে।

৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
:
৫.১ সাঁতার কাটার উপকারিতা কী কী?

উত্তর সাঁতার কাটার ফলে অনেক উপকার হয় ।যেমন হাতের জোড় ,পায়ের জোড়, হাতের জোড় , শরীরের প্রায় সকল জোড়ের নাড়াচাড়া হয়ে ভালো থাকে।

৫.২ দাঁত ভালাে রাখতে কী কী অবশ্যই করা উচিত?

উত্তর- দিনে দুবার দাঁত মাজতে হবে। দাঁত মাজার সময় ভালো করে নিচের দাঁতের তলা থেকে উপরের দিকে আর ওপরের দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ টানতে হবে ।




                       নমুনা প্রশ্ন
ঠিক উত্তরটি বেছে নাও :
১.১ ধানের যে অংশটি মানুষের খাদ্য সেটি হলাে – (ক) বীজ (খ) খােসা (গ) কাণ্ড (ঘ) পাতা।
উত্তর-(ক) বীজ

১.২ একটি পুষ্টিকর খাদ্য হলাে (ক) নিমকি (খ) চানাচুর (গ) দুধ (ঘ) তেলেভাজা।
উত্তর-(গ) দুধ

শূন্যস্থান পূরণ করাে :
২.১ পেঁয়াজকলি হলাে ----------বোঁটা।
উত্তর-কুঁড়ির
২.২ কমলালেবুর------মানুষের খাদ্য নয়।

উত্তর-খোসা।

৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও :

৩.১ নদীর কাছে ঘরবাড়ি করলে খাবার জল পেতে সুবিধা হতাে। ×

৩.২ ধান হলাে গাছের বীজ।√

৪. একটি বাক্যে উত্তর দাও :

৪.১ আগুনের ব্যবহার শেখার পর মানুষ কীভাবে মাংস খেতাে ?

 উত্তর আগুন ব্যবহার শেখার পর মানুষ কাঁচা মাংস পুড়িয়ে নরম করে খেত ।

৪.২ কুমাের কীসের সাহায্যে মাটির হাঁড়ি তৈরি করেন?

উত্তর কুমোর মাটি দিয়ে, কাঠের চাকা ঘুরিয়ে মাটির হাঁড়ি তৈরি করে।

৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৫.১ জিভের জলের কাজ কী?
 উত্তর খাবার গিলতে এবং হজম করতে জিভে জল কাজ করে

৫.২ চানাচুর তৈরি করতে কী কী লাগে?
উত্তর ডাল আর চিনাবাদাম তেলে ভেজে চানাচুর তৈরি হয়
৫.৩ অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন দুটো খাবারের নাম লেখাে।
উত্তর অন্য দেশ থেকে এসেছে এমন দুটি খাবারের নাম আলু এবং লঙ্কা

13নমুনা প্রশ্নপত্র ১
ঠিক উত্তর নির্বাচন করাে :

খাবারের স্বাদ বুঝতে পারা যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে সেটি হলাে (ক) চোখ (খ) কান (গ) জিভ (ঘ)নাক

উত্তর জিভ

শূন্যস্থান পূরণ করাে :
২.১ চামড়া আমাদের একটি,------
 উত্তর-ইন্দ্রিয়

২.২ কাচকলা রক্তাল্পতা সমস্যায় উপকারী।
উত্তর-রক্তাল্পতা

ঠিক বাক্যের পাশে ‘/’আর ভুল বাক্যের পাশে ‘x’চিহ্ন দাও :
৩.১ ব্যায়াম করলে শরীরের হাড়ের জোড়ের নাড়াচাড়া হয়।
৩.২ লােহার বাসন তৈরি করতে কুমােরের চাকা লাগে।×

৪. একটি বাক্যে উত্তর দাও :
৪.১ গন্ধ কোন ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারাে?
উত্তর-নাক
৪.২ কিছু গাছের রসও আমাদের খাদ্য”– একটি উদাহরণ দাও।
উত্তর^-খেজুর, আখ,

৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
:

৫.১ কীভাবে দাঁত মাজা উচিত?
উত্তর- দাঁত মাজার সময় ভালো করে নিচের দাঁতের তলা থেকে উপরের দিকে আর উপরের দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ টানতে হবে ।
৫.২ ফল খেলে কী কী উপকার পাওয়া যায়?
উত্তর ফল খেলে শরীরে জলের চাহিদা মেটে নানা রকম রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়
৬. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৬.১ ব্যাডমিন্টন খেললে শরীরের কোন কোন হাড়ের জোড়ের নাড়াচাড়া হয়?
উত্তর হাতের ,কাঁধের ,পায়ের সকল হাড়ের জোড়ের নাড়াচাড়া হয়।
৬.২ আগেকার দিনে লােকেরা নদীর কাছে থাকত কেন?
উত্তর-নদী দিয়ে যাতায়াত করার সুবিধা হয় নদী থেকে জল নিয়ে চাষ আবাদ করা হয় নদী থেকে মাছ সংগ্রহ করা যেতে পারে তাই আগেকার দিনে লোকেরা নদীর কাছে থাকতো