shekhar setu class 4 poribesh/ চতুর্থ শ্রেণি শেখার সেতু পরিবেশ পর্ব 1
পর্ব 2 পরিবেশ
শেখার সেতু বাংলা দেখুন এখানে করে
চতুর্থ শ্রেণি
পরিবেশ
শেখার সেতু
নমুনা প্রশ্ন উত্তর.
পরিবেশের উপাদান ঃজীবজগৎ অধ্যায়
নমুনা প্রশ্ন
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
জড় পদার্থ হলাে— (ক) ব্যাঙ (খ) কাগজ (গ) পাখি (ঘ) গাছ।
উত্তর কাগজ
২. শূন্যস্থান পূরণ করাে :
চিংড়ি একটি জলজ----------
উত্তর চিংড়ি একটি জলজ প্রাণী
৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে। ×
৩.২ শুকনাে মাটিতে ফণীমনসা জন্মায়। √
৪. একটি বাক্যে উত্তর দাও :
বুকে হেঁটে চলে এমন একটি প্রাণীর নাম লেখাে।
উত্তর টিকটিকি, কুমির ,গিরগিটি ,সাপ ইত্যাদি
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ জলে জন্মায় এমন দুটি গাছের নাম লেখাে।
উত্তর পদ্ম ,শালুক, কচুরিপানা ইত্যাদি।
৫.২ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর রয়েল বেঙ্গল টাইগার, এক সিংহ গন্ডার, হিমালয়ের বামন তিতির ,ভারতে গোলাপি মাথা হাঁস ইত্যাদি।
৬. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৬.১ জীব ও জড় পদার্থের মধ্যে পার্থক্য লেখাে।
উত্তর-
জীব জড়
১. জীব জায়গা বদল ১. জড়জায়গা
করতে পারে। বদল করতে পারে না
২. জীবের জন্ম মৃত্যু ২. জড় জন্ম মৃত্যু
আছে নেই
৩.জীব বাচ্চার জন্ম। ৩. জড়ো বাচ্চা জন্ম
দিতে পারে। দিতে পারেনা
৪. জীব ছোট থেকে ৪.জড় ছোট থেকে বড়
বড় হয়। হতেপারে না
৬.২ সংরক্ষণের কয়েকটি উপায় উল্লেখ করাে।
১. জঙ্গল না কাটা।
২ বন্যপ্রাণী বাসস্থানের পরিচর্যা করা।
৩ .চোরাশিকারি জন্য প্রাণীদের না থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখা।
11 পাতা
নমুনা প্রশ্ন
ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ দাঁড়িপাল্লা দিয়ে যা মাপা হয় তা হলাে কোনাে বস্তু – (ক) কতটা ভারী (খ) কতটা ভারী কতটা লম্বা (গ)কতটা জায়গা জুড়ে থাকে (ঘ) কতটা গরম।
উত্তর -(ক) কতটা ভারী
১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে -ক) জল থেকে বাষ্প হওয়া খ)বাষ্প থেকে জল হওয়া (গ) বরফ থেকে জল হওয়া (ঘ) জল থেকে বরফ হওয়া।
উত্তর -(গ) বরফ থেকে জল হওয়া
২. শূন্যস্থান পূরণ করাে :
তরল ও গ্যাসের নিজস্ব--------নেই।
উত্তর -আকার
৩.ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
৩.১ প্রত্যেক বস্তুরই কিছুটা ভর আছে।√
৩.২ কঠিনের নিজস্ব কোনাে আয়তন নেই।×
৪. একটি বাক্যে উত্তর দাও :
তরল ও গ্যাসের মধ্যে কোনটা সহজে ছড়িয়ে পড়ে?
উত্তর-গ্যাস
পরিবেশ পর্ব 2 দেখুন এখানে ক্লিক করে