shekher setu -class 4 bangla/ চতুর্থ শ্রেণি বাংলা শেখার সেতু নমুনা প্রশ্ন উত্তর - Online story

Saturday 26 February 2022

shekher setu -class 4 bangla/ চতুর্থ শ্রেণি বাংলা শেখার সেতু নমুনা প্রশ্ন উত্তর

 


পরের পর্ব 2 দেখুন.  
শেখার সেতু ইংরেজি 

শেখার সেতু পরিবেশ দেখুন

শেখার সেতু গণিত
                শেখার সেতু
              চতুর্থ শ্রেণী বাংলা
         নমুনা প্রশ্ন উত্তর সহ



পর্ব 3 দেখুন বাংলা
                মেঘের মুলুক
          উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

লখক পরিচিতি।
জন্ম : ১৮৬৩, মৃত্যু : ১৯১৫
শিশু সাহিত্যের একজন জনপ্রিয় ও খ্যাতনামা লেখক। 'টুনটুনির বই’, ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘ছেলেদের রামায়ণ' ও
‘ছেলেদের মহাভারত' তাঁর উল্লেখযােগ্য সৃষ্টি। তিনি ছােটোদের জন্য 'সন্দেশ' পত্রিকা প্রথম প্রকাশ করেন।

★কোলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে মেঘের মুলুক দার্জিলিং।

★দার্জিলিঙের পথে বনের শোভা বড়াে চমৎকার। ট্রেনগুলাে বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে
কেন্নোর মতাে একেবেকে চলে।

★দেড় হাজার ফুট উচুতে মেঘের সঙ্গে দেখা হয়। দূর থেকে দেখলে মেঘ, আর তার ভিতরে ঢুকলে কুয়াশার মতাে লাগে।

★দার্জিলিঙের পথে সব থেকে উচু স্টেশনের নাম ঘুম।

★দার্জিলিঙের আসল শােভা মেঘের আর হিমালয়ের আলাে ও ছায়ার শােভা।

★ভােরের বেলা মেঘেরা পাহাড়ের গায়ে ঘুমায়। হিমালয়কে ঢেকে দেয় কখনও। আবার খেলা হয়ে গেলেই ঝলমল
করে রােদ ওঠে।



★ভােরে আর সন্ধ্যায় রােদের রঙ ঘন ঘন বদলাতে থাকে। তার সঙ্গে পাল্টে যায় হিমালয়ের চেহারাও।

★রাতের বেলা আকাশে উজ্বল চাদ থাকে, তার শােভা হয় আরাে চমৎকার।

পড়তে পড়তে ভাবি -
তােমরা বেড়াতে যেতে ভালােবাসাে নিশ্চয়ই? উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর সঙ্গে মনে মনে দার্জিলিং ঘুরে এসে দেখো কেমন লাগে। এরপর নরহরি দাসের গল্প পড়তে গিয়ে নিশ্চয়ই তােমাদের এই লেখকের লেখার সঙ্গে আরও ভালােভাবে পরিচয় হবে। আরাে একটা কথা জানিয়ে রাখি। 'শব্দকল্পদ্রুম’ কবিতার এর লেখক সুকুমার রায়ের বাবা হলেন এই উপেন্দ্রকিশাের রায়চৌধুরী।


নীচের শব্দগুলির যুক্তব্যগুনের তলায় দাগ দাও ও যুক্তব্যঞ্জনগুলি ভেঙে দেখাও :

দর্জিলিং – র্জ → র + জ,
ড্রাইভার– ড্র =-- ড্ + র্
প্রাণপণে - প্র=-প্ + র্
বিশ্বাস - শ্ব=- শ্ + ব্
ভেস্কি - স্ক=- স্ +ক্
উত্তর - ত্ত=- ত্ + ত্
গ্রাস - গ্ৰ=- গ্ + র্
উজ্জ্বল -জ্জ্ব=- জ্ + জ্+ল
সূর্য – র্য=- র্ + র্য্
গল্প -ল্প=-ল্ + প
বহুমূল্য -ল্য=- ল্ + য


১ তথবাক্য তৈরি করাে :
চমৎকার - বাগানে আম ধরলে বাগানটা  চমৎকার লাগে।
বাঁশি : মেলায় ঘুরলে বাশির শব্দে কান ঝালাপালা করে‌।
 গন্ধ- গোলাপ ফুলের গন্ধ পাওয়া যায় না।
মুকুট - দেবদেবীর ছবিতে মুকুট দেখা যায়।
অথবা আগেকার রানির মাথায় মুকুট পড়তো।


 বিপরীত শব্দ লেখাে :
উঁচু-           নিচু
উঠতে -      বসতে
ঘুমিয়ে –      জেগে
আলাে।     অন্ধকার
দুষ্টু           - মিস্ত্রি
সামনে -      পিছনে


এলােমেলাে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করে :
                         
  র জা য়া নাে -   জানোয়ার                  
   চ কা ৎ র ম – চমৎকার
হি মা য় ল - হিমালয়
মূব ল্য হু- বহুমূল্য
ণ ক দি ক্ষ দি - দক্ষিণ দিক
লা ছ গা পা - গাছপালা
.
একটি বাক্যে উত্তর দাও, :

ক) দার্জিলিং কোলকাতার চেয়ে কতটা উচুতে?
উত্তর- সাড়ে সাত হাজার ফুট উঁচুতে

খ) ট্রেনের সামনে থেকে মস্ত বুনাে হাতিটি কেন সরে গেল?
উত্তর- যখন ড্রাইভার পুকুরে বাঁশি বাজিয়ে খুব জোরে ট্রেনটা কে চালিয়ে দিয়েছিল তখন ট্রেনের সামনে থেকে সরে গিয়েছিল।

গ) ট্রেনখানি পাহাড়ের গা বেয়ে কীভাবে চলে?
উ: উত্তর ট্রেনগুলো বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নোর মতো এঁকেবেঁকে চলে।

ঘ) দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত?

উত্তর- পাঁচ মাইল
ও) দার্জিলিঙের আসল শােভা কী?
উত্তরঃ দার্জিলিং এর আসল শোভা মেঘের আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা

একই অর্থের অন্য শব্দ লেখাে :

পাহাড় –গিরি

জানােয়ার-পশু

বাড়ি-আলয়,গৃহ

গাছ – তরু

হাওয়া-বাতাস

মূল্য -দাম



                 জুইফুলের রুমাল
কার্তিক ঘােষ
লেখক পরিচিতি : জন্ম : ১৯৫০; উল্লেখযােগ্য লেখা : ‘হাত কুমকুম পা ঝুমঝুম', 'শ্রেষ্ঠ কিশাের কল্পবিজ্ঞান’, ‘সেরা
রূপকথার গল্প।

★গাছেরা, পাখিরা লিপিকে খুব ভালােবাসে।

★এগরায় লিপিদের বাড়ির কাছে মল্লিকবাবুদের বাগান। সেই বাগানে শাল, সেগুন, আম, জাম, চাপা, কৃয়চূড়া ইত্যাদি
কত সব গাছ। আর আছে পাখির দল। ইস্কুল ছুটি হলেই লিপি ও তার বন্ধুরা বাগানে আসে।

★বাদামগাছের টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি বউ শানুদের বাড়ি থেকে শুনে এল যে বাগান আর থাকবে না,সেখানে নাকি একটা আকাশছোঁয়া বাড়ি উঠবে।

★সবার খুব মন খারাপ।

★লিপি বাবা মাকেও কিছু বলল না। শুধু সুধাদিদি, টুসি, লুসি আর টুপাইকে কানে কানে কী যেন বলে এল। বিটুও অনেককে বলে রাখল খবরটা।

★ কাঠুরেরা বাগানে এসে দেখল লিপি ও তার বন্ধুরা একটি করে গাছ জড়িয়ে ধরে আছে। কিছুতেই ওরা গাছ কাটতেদেবে না।

★বড়াে দারােগা এসে ওদের দেখে হেসে ফেললেন আর বললেন, ওদের সবার জন্য চকোলেট নিয়ে আসতে। তিনি
আর জানালেন গাছ কাটা হবে না।

★সবাই আনন্দে নেচে উঠল।

★পাখিদের আনা জুইফুল দিয়ে বাবুইগিন্নি সবার জন্য ছােটো ছােটো রুমাল বুনতে বসল।
         পড়তে পড়তে ভাবি –
সেই কতদিন আগে তােমরা গাছপালা, ফুল, পাখিদের নাম পড়েছিলে। আমাদের চারপাশের না-মানুষদের কথা ভুলে গেলে
তাে চলবে না। চলাে তাদের নামগুলাে আরও একবার ঝালিয়ে নেওয়া যাক। মানুষের সঙ্গে তাদের ভালােবাসার গল্প পড়ে
নিজেদের ভালােবাসা আরাে একটু উশকে নিলে মন্দ কি?
- পাঠ থেকে বেছে নিয়ে লেখাে :

(ক) পাঁচটি গাছের নাম
উত্তর-শাল, সেগুন ,আমজাম ,কৃষ্ণচূড়া

(খ) পাঁচটি পাখির নাম -শালিক ,ছাতারে, টিয়া, চন্দনা ,বাবুই ,টুনটুনি।

(গ) লিপির চারজন বন্ধুর নাম –
লুসি, টুসি, টুপাই ,দোলন,পল্টন, ডাবলু ,টাবলু ,ছোটন।


বেমানান শব্দটিকে গােল করাে :
(ক) ধান, আম, কাঁঠাল, জাম
উত্তর -ধান হবে ।
কারণ- আম ,জাম, কাঁঠাল এগুলি বৃক্ষ গাছ ।

(খ) চাঁপা, বকুল, আম, কৃষ্ণচূড়া

উত্তর - আম ।কারণ চাঁপা, বকুল, কৃষ্ণচূড়া এগুলি ফুল গাছ।

(গ) নারকেল গাছ, জবা গাছ, সুপারি গাছ, তাল গাছ।

উত্তর- জবা ।বাকি গাছগুলি ফুল গাছ নয়

(ঘ) কাঠবেড়ালি, ছাগল, বিড়াল, শালিক।
উত্তর -শালিক।
কারণ শালিক একমাত্র এখানে পাখি।

(ঙ) আইনরক্ষক, কাঠুরে, বন্ধু, মাঝি।

উত্তর বন্ধু কারণ বন্ধু কোন পেশা নয় ।বাকি তিনটি পেশা।


নিচের প্রশ্নগুলির একটি-দুটি বাক্যে উত্তর লেখাে :
(ক) লিপিকে দেখে কারা খুশি হয় ?
উত্তর- লিপিকে দেখলে গাছেরা ,পাখিরা খুব খুশি হয়।

(খ) পুষি বেড়ালটা কোথায় বসে থাকে ?

উত্তর  - বারান্দায় বসে থাকে।



(গ) মল্লিকবাবুদের বাগানটা কোথায় ?
উত্তর এগরায় যেখানে লিপি দের বাড়ি।

(ঘ) মাঝিপাড়ার তিনটে ছাগল কী করে?
উত্তর -মাঝিপাড়া তিনটে ছাগল বড্ড বিদঘুটে। গাছের চারা দেখলে মুড়িয়ে কুচু মুচু করে খেয়ে নেয়।
(ঙ) নীচের ফুলগুলি কোন ঋতুতে দেখতে পাও :
কৃষ্ণচূড়া- শরৎকালের
জুই -গ্রীষ্মকালে
কদম- বর্ষা ঋতুতে দেখা যায়


গল্প থেকে বেছে শব্দ লেখাে :
(ক) যেখানে পড়াশােনা করা হয়।
 উত্তর- স্কুল

(খ) গাছ কাটেন যিনি,
উত্তর-কাঠুরে

(গ) নৌকা চালান যিনি
উত্তর-মাঝি

(ঘ) যেখানে অনেক ফুল ফলের গাছ থাকে, উত্তর-বাগান

(ঙ) ছােট গাছ
উত্তর -চারাগাছ

(চ) ছেলের ছেলে
উত্তর-- নাতি

পরের পর্ব 2 দেখুন এখানে ক্লিক করে


1 comment