class 5 golpo bura poem question answer/পঞ্চম শ্রেণি বাংলা গল্পবুড়ো কবিতা হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Thursday, 10 February 2022

class 5 golpo bura poem question answer/পঞ্চম শ্রেণি বাংলা গল্পবুড়ো কবিতা হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 





                   ক্লাস v

      বাংলা বইয়ের 

      হাতে কলমে
 অনুশীলন প্রশ্নের উত্তর

১.সঠিকশব্দটি বেছেনিয়ে বাক্যটি আবার লেখো।:
১.১ উত্তুরে হাওয়া’ বলতে বােঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে (গ্রীষ্ম/শরৎ/শীত/বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তর-শীত

১.২ থুথুড়ে শব্দটির অর্থ (চনমনে/জড়সড়াে/জ্ঞানী/নড়বড়ে)।
উত্তর-নড়বড়ে।

১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না। (দত্যি-দানাে/পক্ষীরাজ/রাজপুত্তুর/উড়ােজাহাজ)।
উত্তর -উড়োজাহাজ

১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখাে। (আশাপূর্ণা দেবী,/দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তর-দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার


২.১ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালাে পারতেন ?
উত্তর-ছবি আঁকতে ভালো পারতেন।


২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখাে।
উত্তর-'ছানাবড়া' এবং 'হই চই'

৩. এলােমেলাে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করাে :
থা রূ ক প   ,র ন্তু জ রা পু;, জ ক্ষী রা প;,
 ব প ম ন ন , জ গু বি আ;
উত্তর-

থা রূ ক প-  রূপকথা
 র ন্তু জ রা পু-রাজপুত্তুর
 জ ক্ষী রা প - পক্ষীরাজ
 ব প ম ন ন -মনপবন
জ গু বি আ-আজগুবি

৪. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখাে :
একটি করে দেওয়া হলাে,
বাধা
ধাঁধা

উত্তর -ঝলমলে            নন্দিনী
           টলটলে             বন্দিনী

         মাঠখানা               ঝোলা
          হাটখানা               ভোলা

              দাঁড়খানা
             কারখানা

৫. বাক্য বাড়াও :
৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া?) [শীতকালে উত্তুরে হাওয়া বইছে?]


৫.২ গল্পবুড়াে ডাকছে। (কেমন বুড়াে?)
উত্তর-গল্পবুড়াে হাঁক ছেড়ে ডাকছে‌

৫.৩ গল্পবুড়াের মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন?)
উত্তর-গল্পবুড়াের চেঁচিয়ে মুখ ব্যথা‌

৫.৪ গল্পবুড়াের ঝােলা আছে। (কোথায় ঝােলা?)
উত্তর-গল্পবুড়াের কাঁধের উপর ঝােলা আছে।

৫.৫ দেখবি যদি, আয়। (কীভাবে আসবে?)
উত্তর-দেখবি যদি,  জলদি আয়


দার্থ : উত্তরে উত্তর দিক থেকে বয়ে আসা। থুথুড়ে-নড়বড়ে
লনিক গল্প। হাঁক— জোরে ডাক। তল্পি— ঝােলা/থলে। আজ
খ ধাঁধা—যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। নন্দিনী মেয়ে/কন্যা। প্রখ
‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :


তল্পি।                      কাল্পনিক গল্প
রূপকথা।                    বাতাস
ভােরে।।                           দ্রুত
পবন।                             ঝোলা
সত্বর।                             বিহানে

উত্তর-

তল্পি।                      ঝোলা
রূপকথা              কাল্পনিক গল্প
ভােরে                   বিহানে
পবন                      বাতাস
সত্বর                         দ্রুত





৮.শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখাে :
বিশেষ্য
উত্তরে, থুথুড়ে, তড়ি, ঝােলা,
জলদি, আজগুবি, সত্বর,
শীত, রাজপুত্তর, কারখানা
ক্রিয়ার নীচে দাগ দাও :
১০.১ বইছে হাওয়া উত্তরে।
১০.২ ডাক ছেড়ে সে ডাকছে রে।
১০.৩ আয় রে ছুটে ছােট্টরা।
১০.৪ দেখবি যদি জলদি আয়।
১০.৫ চেচিয়ে যে তার মুখ ব্যথা।


১২.নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১২.১ গল্পবুড়াে কখন গল্প শােনাতে আসে?
উত্তর-গল্পবুড়াে শীতের ভোরে গল্প শােনাতে আসে।

১২.২ গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর-গল্পবুড়াের ঝােলায় -দত্যি, দানব, যক্ষিরাজ,রাজপুত্তুর, পক্ষীরাজ, ধরনের গল্প রয়েছে।

১২.৩ গল্পবুড়াে শীতকালের ভােরে ছােটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়?
উত্তর-গল্পবুড়াে শীতকালের ভােরে ছােটোদের রূপকথার গল্প শোনার লোড দেখিয়ে ঘুম থেকে ওঠাতে চায়।

১২.৪ রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?
উত্তর-রূপকথার যে যে বিষয় কবিতাটিতে রয়েছে তা হলো-দত্যি, দানব, যক্ষিরাজ,
রাজপুত্তুর, পক্ষীরাজ,মনপবনের দাঁড়খানা—
কড়ির পাহাড় সার-বাঁধা—মানিক-হীরা চোখ ধাঁধা—সােনার কাঠি ঝলমলে,-ইত্যাদি।


১২.৫ গল্প বুড়ােকাদের তার গল্প শােনাবে না?
উত্তর-গল্প বুড়াে তাদের তার গল্প শােনাবে না যারা শীতের ভোরে গল্পবুড়োর ডাকে গল্প শুনতে আসবে না।

১৩. তােমার পড়া অথবা শােনা একটি রূপকথার গল্প নিজের ভাষালেখো।
উত্তর-