1st unit examination 2022 how started/স্কুলে প্রথম পরীক্ষার খবর জেনে নিন 2022 প্রথম পরীক্ষা হবে তো?
2022 স্কুলের প্রথম পরীক্ষা হবে তো
প্রথম পরীক্ষা
দ্বিতীয় পরীক্ষাএবং
তৃতীয় পরীক্ষা কখন শুরু হবে?অথবা কখন শেষ হবে?
্
্ এবার প্রথম থেকেই অ্যাক্টিভিটি ট্যাক্স দুটি করে দিয়ে দেওয়া হয়েছে। ফলে আমাদের মনের মধ্যে এখন সন্দেহ উপস্থিত হয়েছে প্রথম পরীক্ষা হবে তো? এই নেই অনেক অভিভাবকরাও এই নিয়ে চিন্তিত আছেন। তাই সেই ব্যাপারে আমরা একটু জানতে চাইছি ।দেখা যাক,
এ ব্যাপারে কী নির্দেশ দেওয়া হয়েছে ? এক ঝলক দেখে নিন ।
প্রথম পরীক্ষা -শেষ করার নির্দেশ দেয়া হয়েছে 7 মে এরমধ্যে ।
দ্বিতীয় পরীক্ষা -শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে 16 আগস্ট এরমধ্যে।
তৃতীয় পরীক্ষা। শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে 21 নভেম্বরের মধ্যে
মাধ্যমিক পরীক্ষা 2023 শুরু হবে ফেব্রুয়ারি থেকে
আরো তথ্য পেলে পরে জানানো হবে