class 1 english shekhar setu part - / প্রথম শ্রেণি ইংরেজি শেখার সেতুপ্রথম পর্ব
Class -1
শেখার সেতু
পরের পর্ব দুই দেখুন
Expected learning outcome :
Learners will be able to listen and say rhymes.
Let's rhyme together :
এসাে, সবাই মিলে ছড়া বলি :
Mary had a little lamb, whose fleece was white as snow
Mary had a little lamb
little lamb, little lamb
Its fleece was white as snow
Everywhere that Mary went
Mary went, Mary went
Every where that Mary went
The lamb was sure to go.
উত্তর- মেরি হ্যাড এ লিটল ল্যাম্ব
লিটিল ল্যাম্ব লিটিল ল্যাম্প
ইট ফ্লিস ওয়াজ হোয়াইট অ্যাজ স্নো
এভরি হ্যায়ার দ্যাট মেরি ওয়েন্ট
মেরি ওয়েন্ট , মেরি ওয়েন্ট
এভরি হ্যায়ার দ্যাট মেরি ওয়ান্ট
দ্য ল্যাম্প ওয়াজ সিওর টু গো
অর্থ -মেরি ছিল একটি ছোট্ট ভেড়ার বাচ্চা ছোট্ট ভেড়ার বাচ্চা ছোট্ট ভেড়ার বাচ্চা
তার গায়ের লোমগুলো ছিল সাদা তুষারের মতো
সর্বত্র মেরি ঘুরে বেড়াতো, মেরি ঘুরে বেড়াতো মেরি ঘুরে বেড়াতো সর্বত্র মেরি ঘুরে বেড়াতো ভেড়ার বাচ্চা টি চলে গিয়ে নিশ্চিন্তে থাকতো
২পাতা
Expected learning outcome:
Learners will be able to associate and use words with the given
Let's read aloud together :
এসে, সবাই মিলে জোরে বলি ;
Identify the body parts from the following picture :
নীচের ছবি থেকে body parts গুলি দেখাও ;
Ear -ইয়ার অর্থ (কান)
Hand- হ্যান্ড অর্থ (হাত)
Hair হেয়ার অর্থ (চুল)
Leg ল্যেগ অর্থ (পা)
Nose নোজ অর্থ (নাক)
Head হেড অর্থ (মাথা)
Finger ফিংগার অর্থ (আঙ্গুল)
Foot ফুট অর্থ (পায়ের পাতা)
Toe (টো)পায়ের আঙ্গুল
Eye আ্ই (চোখ)
৩-পাতা
Identify the fruits, flowers and vegetables from the following pictures
and name them :
নীচের ছবি গুলি থেকে fruits (ফল), flowers (ফল), vegetables (সবজি) গুলি
চিনে তাদের নাম বলাে :
Fruits (ফল)
(1) Mango ম্যাংগো (আম)
(2) Banana ব্যানানা (কলা )
(3) Apple আপেল (আপেল)
(4) Orange অরেঞ্জ (কমলালেবু)
(5) Pineapple পাইনাপেল (আনারস)
৪-পাতা
Flowers (ফুল)
(1) Lotus লোটাস (পদ্মফুল)
(2) Rose রোজ (গোলাপ ফুল)
(3) Lily লিলি (লিলি ফুল)
(4) Dalia ডালিয়া (ডালিয়া ফুল)
(5) Sunflower সানফ্লাওয়ার (সূর্যমুখী ফুল)
Vegetables (সবজি)
(1) Potato পটেটো (আলু)
(2) Brinjal বৃঞ্জাল (বেগুন)
(3) Carrot ক্যারট (গাছর)
(4) Pumpkin পামকিন (কুমড়ো)
(5) Beet বীট (বীট)
১০ -পাতা
A hook is on the wall.
বইটি দেয়ালের উপর
A book is in the hall.
বইটি হল ঘরের ভিতরে
Let's read
The goat is on the road.
ছাগলটি রাস্তার ওপরে
He plays with bat and ball.
সে ব্যর্থ এবং বল নিয়ে খেলা করে
Coal is black
কয়লা কালো রঙের
The foal is on the way
He plays on the beach.
সে বেঞ্চের ওপর খেলে
She is on the bench
সে বেঞ্চের উপর আছে
This is a chain,
এটা একটা শিকল
We are in the rain.
আমরা বৃষ্টির মধ্যে আছি
The ship is big.
জাহাজটি হয় বড়
A bag has a zip.
একটি ব্যাগ একটি জীপ গাড়ি আছে
১২ পাতা
উত্তর-
Match Column A with Column B :
Column As Column B Cale:
Column A Column B
Wel Come
Good Moming
lhappy birthday
Thank. you
Good. bye
১৪পাতা
Le rhytogether
এসো সবাই মিলে ছড়া বলি
A Little Seed
A little seed for me to sow
A little soil to make it grow
A little hole, a little pat
A litte wish, and that is that
A little sun, a little shower
A little while
And then, a flower
এ লিটিল সিড ফর মি টু স্ব
এ লিটিল সোয়েল টু মেক ইট গ্রো
এ লিটিল লিটিল।হোল, এ লিটিল প্যাট
এ লিটিল ওয়াইস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট
এ লিটিল ইনসান এ লিটল সাওয়ার
এ লিটিল হোয়াইল
অ্যান্ড দেন এ ফ্লাওয়ার
অর্থ
একটি ছোট্ট বীজ রোপন করোআমার জন্য একটি ছোট্ট বীজ চাষ করার জন্য মাটি তৈরি
একটি ছোট্ট গর্ত ,একটি ছোট চাপড়ান
একটি ছোট্ট প্রার্থনা এবং ঐ সবকিছুর সঙ্গে
একটি ছোট্ট সূর্যের আলো এবং , এক পশলা বৃষ্টি পেয়ে সে একটা ফুল হয়ে ফুটে উঠবে ।
গণিত