class 3 bengali sekhar setu / তৃতীয় শ্রেণি বাংলা শেখার সেতু
১। নীচের প্রশ্নগুলির উত্তর প্রথমে মুখে বলি তারপর লিখি :
ক) বঙ্কিমদের বাড়ির পাশের অট্টালিকাটি কত বছরের পুরােনাে ?
উত্তর- অট্টালিকাটি প্রায় সত্তর বছরের পুরােনাে।
খ) অট্টালিকাটির অবস্থা এখন কেমন হয়েছে?
উত্তর-অট্টালিকাটি একেবারে ভগ্নপ্রায় অবস্থা।
গ) জানালার ধারে বসে কে কী দেখে?
উত্তর-বঙ্কিমের ভাই অর্ক জানালার ধারে বসে বসে দেখে কাঠবেড়ালি ছানাদের লুকোচুরি খেলা।
২.পাঠটি পড়ি ও নীচের ছকটি পূরণ করি :
ফল- পেয়ারা, আপেল, কলা।
সবজি-মুলাে, আলু
প্রাণী- কাঠবিড়ালি
উদ্ভিদ- অশ্বথ গাছ।
৩. পার্টি থেকে যুক্তব্যঞ্জন যুক্ত শব্দ গুলি খুঁজে নিয়ে লিখি ও যুক্তব্যঞ্জন গুলিকে ভেঙে দেখাই।
উদাহরণ বঙ্কিম= ঙ্ক্ –ঙ+ ক
এক্কেবারে =ক্স–ক্+ ক্
ভগ্নপ্রায় =গ্ন –গ+ ন
অবস্থা =স্থ –স +থ
অশ্বথ =শ্ব –শ+ ব
প্রাঙ্গণ =ঙ্গ–ঙ+ গ
অর্ক =র্ক–র+ ক্
কান্ড =ণ্ড –ণ +ড
বিস্কুট =স্ক–স +ক্
বাক্স =ক্স–ক+ স
বন্ধুত্ব =ন্ধ–ন +ধ
ছুট্টে =ট্ট–ক্+ ক্
সত্তর =ত্ত–ত +ত
৪. পাঠটি তে বেশ কিছু শব্দ পাশাপাশি দুবার বসেছে সেরকম শব্দগুলি খুঁজে নিয়ে লিখি। এই শব্দগুলো ব্যবহার করে নতুন বাক্য বানাই।
উদাহরণ -খুঁটে খুঁটে (আমাদের বাড়ির ছাদের সকালে পায়রারা এসে খুঁটে খুঁটে চাল গম খায়)
ঢং ঢং-( তপন কাকুর বাড়ি পুরনো ঘড়িটা ঢং ঢং করে বেজে ওঠে )
তর্ তর্- বিড়ালটি ভয় পেয়ে তরতর করে কল্কে ফুলের গাছে উঠে পড়ল ।
কুটুস কুটুস- ইঁদুররের ছানাগুলো কুটুস কুটুস করে ধান খায়।
দ্বিতীয় পর্ব দেখুন এখানে ক্লিক করে
পাঠ কৌশল 4 দেখুন এখানে ক্লিক করে