class 4 poribesh shekhar setu part 2/ চতুর্থ শ্রেণি শেখার সেতু পরিবেশ দ্বিতীয় পর্ব
চতুর্থ শ্রেণি
পরিবেশ
শেখার সেতু
নমুনা প্রশ্ন উত্তর.
পরিবেশের উপাদান ঃজীবজগৎ অধ্যায়
পরিবেশের আগের পর্ব দেখুন এখানে ক্লিক করে
নমুনা প্রশ্ন
দ্বিতীয় পর্ব
৫. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৫.১ একটি বরফ ভরতি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয়?
উত্তর -একটি গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়। তখন আশপাশে বাতাসে থাকা জলীয় বাষ্প গ্লাসের গায়ে লেগে ,ঘনীভূত হয়ে, জলকণায় পরিণিত হয় ।তাই বরফ ভর্তি গায়ে জলে ফোটা দেখা যায়।
৫.২ কীভাবে বুঝবে যে গ্যাসেরও ভর আছে?
উত্তর- বাড়িতে যখন গ্যাসের সিলিন্ডার আনা হয় , তখন সেটি গ্যাস ভর্তি গ্যাস থাকে। সেটি খুব ভারী হয় । যখন সিলেন্ডার খালি হয় অর্থাৎ গ্যাস ফুরিয়ে যায়। তখন হালকা হয়। এ থেকে বোঝা যায় গ্যাসের ভর আছে ।
নমুনা প্রশ্ন
16 পাতা
নমুনা প্রশ্ন
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
লালারস নিঃসৃত হয় যেখান থেকে সেটি হলাে
(ক) পাকস্থলি (খ) মলাশয় (গ) মুখবিবর (ঘ) ক্ষুদ্রান্ত্র
উত্তর- (গ) মুখবিবর
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ খাবারের যে অংশটা হজম হয় না তা-------হিসেবে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়।
উত্তর- মল
২.২ দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা ---------দাঁতকে খারাপ করে।
উত্তর- জীব
২.৩ ----------মানে হলাে খাবারকে খুব ছােটো ছােটো কণায় ভেঙে ফেলা।
উত্তর--হজম
৩. ঠিক বাক্যের পাশে ‘/আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
৩.১ পাকস্থলি থেকে খাবার পৌঁছােয় মলাশয়ে।
উত্তর-×সঠিক উত্তরটি হবে ক্ষুদ্রান্ত্রে ।যখন পাকস্থলী তে পৌঁছায় তখন সেটা পাচিত খাদ্য।
৩.২ কোনাে খাবার খাওয়ার পরে ভালাে করে মুখ ধুয়ে নেওয়ার দরকার নেই।
উত্তর-× সঠিক উত্তর টি হবে হাত ধোয়া অবশ্যই অবশ্যই দরকার আছে।
৪. একটি বাক্যে উত্তর দাও :
৪.১ গ্রাসনালি দিয়ে খাবার কোথায় পৌঁছােয় ?
উত্তর- পাকস্থলীতে
৪.২ কাজ করার শক্তি কোথা থেকে পাওয়া যায় ?
উত্তর -খাদ্য থেকে
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
খাবার হজম করা দরকার কেন?
উত্তর -খাদ্য হজম করার অর্থ খাদ্যকে পুরোপুরি ভেঙে ফেলে , খাদ্য থেকে শক্তি তৈরি করা হয় ।তাই খাদ্য হজম করার দরকার
৬. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
দাঁত কেন খারাপ হয়ে যায় ?
উত্তর -খাবার পর ভালো করে মুখ না পরিষ্কার না করলে, বা দাঁত পরিষ্কার না করলে ,দাঁতের ফাঁকে খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে যায় ।সেখানে কিছু জীব বাসা বাঁধে। সেগুলি আমাদের দাঁতকে খারাপ করে দেয়। এইভাবে আমাদের দাঁত খারাপ হয়ে যায়।
নমুনা প্রশ্নপত্র ১
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. শিরদাঁড়া আছে যে প্রাণী র সেটি হলাে- (ক) কেঁচো (খ) কৃমি (গ) কেন্নো (ঘ) সাপ।
উত্তর-সাপ
১। তরল থেকে কঠিনে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে-
(ক) জল থেকে বা হওয়া (খ) বাষ্প থেকে জল হওয়া (গ) বরফ থেকে জল হওয়া (ঘ) জল থেকে বরফ হওয়া।
উত্তর -(ঘ) জল থেকে বরফ হওয়া।
2. শূন্যস্থান পূরণ করাে ।
১১ পাহাড়ি অঞ্চলে জন্মানাে একটি গাছ হলাে --------
উত্তর পাইন
২.১ দাঁতের বেশিরভাগ অংশটাই------ভিতরে থাকে
উত্তর-ভিতরে
২. মুখের মধ্যে------------খাবারকে দলা পাকিয়ে দেয়।
উত্তর-লালারস
২,৪ ভর ছাড়াও কঠিন বস্তুর নিজস্ব আকৃতি এবং--------- আছে।
উত্তর-আয়তন
২.৫ জল ফুটলে তরল থেকে---- তৈরি হয়।
উত্তর- বাষ্প
:৩.ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও :
৩১ শ্যাওলা একটি জড় পদার্থ।×
৩.২ চিংডির শিরদাঁড়া আছে।×
৩৩ প্রতিদিন দুবার করে দাঁত মাজা উচিত।√
৩৪ শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতাে কার্বন ডাইঅক্সাইড শরীরে ঢুকলে তবেই স্বাস্থ্য ভালাে থাকে। ×
৩.৫ বরফের ওপরে সাদা ধোঁয়ার মতাে যে জিনিসটা দেখতে পাওয়া যায়, তা আসলে ধোঁয়া নয়।√
৩.১ গ্যাসের নিজৰ আয়তন নেই।√
৪. একটি বাকে উত্তর দাও :
৪১ জলে থাকে এমন একটি প্রাণীর নাম লেখাে।
উত্তর-মাছ
৪ ২ খাবার হজম করার প্রক্রিয়ায় দাঁতের কাজ কী?
উত্তর-কাটা ,ছেঁড়া ,ভাঙা,গুঁড়ো করা।
৪.৩ শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি ?
উত্তর - মাড়ির বাইরে থাকা দাঁতের অংশ
৪. ৪ বাতাস যে নালি দিয়ে ফুসফুসে পৌঁছােয় তার নাম কী ?
উত্তর- শ্বাসনালী
৪.৫ কঠিন ও গ্যাসের মধ্যে কোনটি সহজে ছড়িয়ে পড়ে ?
উত্তর- গ্যাস
৪.৬ বাম্প থেকে তরল তৈরি হওয়ার একটি উদাহরণ দাও।
উত্তর মেঘ তৈরি হওয়া
৪.৭ কাঁচ দিয়ে তৈরি হয় এমন একটি বস্তুর নাম লেখাে।
উত্তর - কাঁচের গ্লাস
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৫.১ রুইমাছ ও চিংড়ির একটি মিল ও একটি অমিল লেখাে।
উত্তর -
মিল -রুই মাছ জলজ প্রাণী ।
চিংড়ি জলজ প্রাণী।
অমিল- রুই মাছের রক্ত লাল।
চিংড়ির রক্ত সাদা (এছাড়াও অন্য একটি বলা যেতে পারে- রুই এক ধরনের মাছ ।চিংড়ি জলজ ।প্রাণী মাছ নয়)
৫.২ কেন্নোকে ছুঁলে গােল হয়ে যায়। কিন্তু টিকটিকিকে ছুঁলে গােল হয় না কেন?
উত্তর -কেন্নোর দেহর মধ্যে মেরুদন্ড নেই। টিকটিকির মেরুদন্ড আছে। তাই কেন্নো গোল হয়ে যেতে পারে কেউ পারে না
৫.৩ দাঁত ভালাে রাখতে হলে আমাদের কী কী করা উচিত?
উত্তর- দাঁত ভালো রাখতে হলে দিনে দুবার মাজতে উচিত। একবার খবর আগে সকালে। একবার খাওয়ার পর রাত্রে।
৫.৪ জল ভরতি গ্লাসে আঙুল ডােবালে কী হবে তা লেখাে।
উত্তর কিছুটা জল গ্লাস ছাপিযে উপচে পড়বে।
৬. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৬.১ “প্রাণীরা একে অন্যকে খেয়ে বেঁচে থাকে” – উদাহরণসহ ব্যাখ্যা করাে।
উত্তর- প্রাণীরা একে অন্যকে খেয়ে বেঁচে থাকে এরকম দুটি উদাহরণ হল- ব্যাঙ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
আবার সাপ ব্যাঙ কে খেয়ে বেঁচে থাকে। আবার সাপকে ময়ূর খেয়ে বেঁচে থাকে।
৬.২ খাবার হজম করতে লালাগ্রন্থি কীভাবে সাহায্য করে?
উত্তর খাবার হজম করতে লালা রস খাদ্যকে গিলতে ও দলা পাকাতে সাহায্য করে।
৬.৩ কী কী কারণে বিভিন্ন জীব হারিয়ে যাচ্ছে?
উত্তর-( ক) চোরাশিকারির জন্য
(খ) বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ার জন্য
(গ) প্রকৃতি দূষণ সবার জন্য
( ঘ) নতুন নতুন রোগের প্রাদুর্ভাব হওয়ার জন্য
৬.৪ একটি বরফ ভরতি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয়?
উত্তরএকটি গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয় তখন আশপাশে বাতাসে থাকা জলীয়বাষ্প গ্লাসের গায়ে লেগে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় ।তাই বরফ ভর্তি গায়ে জলে ফোঁটা দেখা যায়।
৬.৫ কীভাবে বুঝবে যে গ্যাসেরও ভর আছে?
উত্তর -বাড়িতে যখন গ্যাসের সিলিন্ডার আনা হয় ।তখন সেটি গ্যাস ভর্তি গ্যাস থাকে ।সেটি খুব ভারী হয় ।যখন সিলেন্ডার খালি হয় অর্থাৎ গ্যাস ফুরিয়ে যায় তখন হালকা হয় ।এ থেকে বোঝা যায় গ্যাসের ভর আছে ।
৬.৬ জলের তিনধরনের অবস্থার পরিবর্তনের উদাহরণ লেখাে।
(ক) কঠিন থেকে তরলে -বরফ গলে জল হওয়া।
(খ) তরল থেকে গ্যাসীয় জল ফুটে বাষ্পে হওয়া
(ঘ) বাষ্প থেকে কঠিন হওয়া জলীয় বাষ্প জমে মেঘ তৈরি হওয়া।