class 7 history pathan setu nomuna question answerpart -1/ সপ্তম শ্রেণি ইতিহাসের সেতু নমুনা প্রশ্নের উত্তর - Online story

Thursday 31 March 2022

class 7 history pathan setu nomuna question answerpart -1/ সপ্তম শ্রেণি ইতিহাসের সেতু নমুনা প্রশ্নের উত্তর

 


 

 সপ্তম শ্রেণী পঠন সেতু ইতিহাস নমুনা প্রশ্ন
একটি বা দুটি  বাক্যে উত্তর দাও।

3পাতা
(ক) ভারতের দূটি মহাকাব্য কী ?
উত্তর- রামায়ণ ও মহাভারত

(খ)" রামচরিত "কার লেখা?

উত্তর- সন্ধ্যাকর নন্দী

(গ) কলহনের রাজতরঙ্গিনি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?

উত্তর- কাশ্মীরের

ঠিক ৰা ভূল নির্ণয় করে :
(ক) মেগাস্থিনিসের ইণ্ডিকা থেকে গুপ্তযুগের ইতিহাস জানা যায়।
উত্তর- ভুল ।
ঠিক উত্তর কি হবে মৌর্য যুগের ইতিহাস জানা যায়

(খ) 'পেরিপ্লাস অফ দি ইলিভিযান সি' নামক গ্রন্থ থেকে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে জানা যায়।
উত্তর-ঠিক


শূন্যস্থান পূরণ করো  :।
(ক) গৌতমীপূত্র সাতকণীর-----
প্রশস্তি থেকে তাঁর পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়।

উত্তর-নাসিক

(খ) আইহােল প্রশস্তি ছিল চালুক্যরাজ-----

উত্তর- দ্বিতীয় পুলকেশী

(গ) কেটিলাের------একটি উল্লেখযােগ্য গ্রন্থ।
উত্তর- অর্থশাস্ত্র

(ঘ) সুয়ান জাং এর লেখা গ্রন্থটি হল

উত্তর-সি--ইউ-কি




6পাতা
নমুনা প্রশ্ন
১. অতি সংক্ষেপে লেখাে (একটি-দুটি বাক্যে) :
(ক) মেহেরগড় সভ্যতাটি কোন যুগের সভ্যতা?
উত্তর- তামা ও পাথরের যুগের

(খ) মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেছিলেন ?
উত্তর- জ‍্যাঁ ফ্রঁসোয়া জারিজ। এবং তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো।

(গ) হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম লেখাে।

উত্তর- মহেঞ্জোদারো ও হরপ্পা‌।

(ঘ) হরপ্পার মানুষের জীবিকা কী ছিল?
উত্তর- কৃষিকাজ

২. ঠিক বা ভুল নির্ণয় করাে
:

(ক) হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা।

উত্তর- ভুল (ঠিক উত্তরটি হবেন নগরায়ন)


(খ) মেহেরগড় সভ্যতাটি ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত।
উত্তর-ভুল

(গ) মেহেরগড় সভ্যতায় সব থেকে পুরােনাে কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে।

উত্তর- ঠিক

(ঘ) হরপ্পা সভ্যতায় সােনা, রূপাের সন্ধান পাওয়া নেই।

উত্তর- ভুল
( ঠিক উত্তর হবে সোনা রুপোর সন্ধান পাওয়া গেছে।)


                      8পাতা
.
নমুনা প্রশ্ন
১. শূন্যস্থান পূরণ করাে :
(ক) বিদ শব্দের অর্থ হলাে----
উত্তর- ঞ্জান

(খ) আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল-----------অঞ্চল‌
উত্তর- সপ্তসিন্ধু


(গ) পরবর্তী বৈদিক যুগের মাটির পাত্রকে ------- বলা হতাে।
উত্তর- চিত্রিত ধূসর পাত্র

(ঘ) ভূপতি শব্দের অর্থ-------।
উত্তর- জমির মালিক


2 অতি  সংক্ষিপ্ত (একটি দুটি বাক‍্যে)।
(ক) সংহিতা বলতে ফী বোঝো ?

উত্তর- সংহিতা হলো বৈদিক সাহিত্যের একটি ভাগ।

(খ)পরবর্তী বৈদিক যুগে বসতি মুলত কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?

উত্তর- পরবর্তী বৈদিক সাহিত্য গড়ে উঠেছিল মূলত সিন্ধু ও গঙ্গার মাঝে এলাকা কে কেন্দ্র করে

(গ) বৈদিক রাজনীতিতে রাজার ভুমিকা কী ছিল?

উত্তর- বৈদিক যুগে রাজনীতিতে রাজা শাসকের ভূমিকা পালন করত রাজা প্রজাদের দেখাশোনা করতো। প্রজারা ও রাজার শাসন মেনে চলতো।

(ঘ) বৈদিক অথনীতি থেকে কোন কোন পেশার কথা জানতে পারা যারা ?
উত্তর-  এই সময় জেলে,কামার, রাখাল, চিকিৎসক ইত্যাদি পেশার আবির্ভাব ঘটেছিল।
(ঙ) চতুর্বর্ণ প্রথা কী ?
উত্তর -পরবর্তী বৈদিক যুগে বর্ণভেদে মানুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একেই বলা হয় চতুর্বর্ণ
প্রথা।

(৯) বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিলাে ?
উত্তর- বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা প্রধান ছিলেন গুরু। গুরুগৃহ থেকে শিক্ষা লাভে কথা জানা যায় ।গুরুর বুঝিয়ে দেওয়া অংশ বারবার মনে রাখতে হত ছাত্রদের ।গুরুগৃহে বেদ পাঠ, গণিত, ব্যাকরন ,ভাষা শিক্ষা পাশাপাশি ব্রাহ্মণ ছাত্ররা অস্ত্র চালানো ও মেয়েদের নাচ গানের চর্চা হতো।

নমুনা প্রশ্ন


১. শূন্যস্থান পূরণ কর
:

(ক) নব্যধর্ম আন্দোলন সংগঠিত হয়েছিল-----খ্রিস্টাব্দে
উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

(খ) গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন----বংশে।

উত্তর -ক্ষত্রিয়
(গ) চতুর্যামব্রত হিল---------ধর্মের অংশ।
উত্তর জৈন
(ঘ) অষ্টাঙ্গিক মার্গ ছিল-------ধর্মের অন্তর্গত।
উত্তর বৌদ্ধ
২ বাক্য গুলির কোনটি ঠিক কােনটি ভূল লেখো :
(ক)বৈদিক ধর্মের আচার অনুষ্ঠান সর্বস্বতার বিরুদ্ধে প্রতিবাদ করেই নব্যধর্ম আন্দোলনের সূচনা হয়।
উত্তর -ঠিক
(খ) জৈন ধর্ম অনুযায়ী মােট চোদ্দজন তীর্থঙ্কর-এর অস্তিত্ব ছিল।
ভুল।(২৪জন হবে)

(গ)) গৌতম বুদ্ধ ক্ষত্রিয় পরিবারের সন্তান ছিলেন।

উত্তর-ঠিক
(ঘ) ত্রিপিটক হলো জৈন ধর্মগ্রন্থ।

উত্তর-ভুল( ঠিক উত্তর   টি বৌদ্ধ ধর্মগ্রন্থ)
ও নিজে ভাষায় ভেবে লেখো (তিন-চার লাইন) :
(ক) নব্য ধর্ম আন্দোলন বলতে কী বোঝো ?
উত্তর ব্রাহ্মণ‍্য ধর্ম ও বেদ এর বিরোধিতা করে ধর্ম সম্পর্কে নতুন পথের সন্ধান পেতে যে আন্দোলন শুরু হয়েছিল ,তাকে নব্য ধর্ম আন্দোলন বলা হয়।
(খ) চতুর্যামব্রত ও পঞ্চমহাব্রত কি কী?
উত্তর- জৈন ধর্মে পর্শ্বনাথ যেগুলোকে অবশ্যই মানতে বলেছিলেন ,সেই গুলিকে বলা হয় চতুর্যাম ব্রত।(ক)কোন প্রাণী হত্যা না করা।
(খ) মিথ্যা কথা না বলা।
(গ) অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া নেওয়া।
(ঘ) নিজের জন্য কোন সম্পত্তি না করা।

 মহাবীর এই চারটি নীতি সঙ্গে যখন আরেকটি নীতি যোগ করেন তখন তাকে বলা হত পঞ্চমহাব্রত


(গ) বৌদ্ধ ধর্ম মতে মূল বক্তব্য গুলি কী ছিল?

উত্তর- বৌদ্ধ ধর্ম মতে মূল বক্তব্যগুলি ছিল চতরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি ও নির্বাণ লাভ করবে।
(ঘ) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সমাজে কোন কোন শ্রেণির মানুষ কেন নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন ?যুক্তি সহ লেখ
উত্তর -নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন ব্যবসায়ীরাএবং কৃষকরা। কারণ ব্যবসায়ীদের বাণিজ্যের প্রয়োজনে পয়সা লেনদেন করতে হতো সুদে টাকা খাটানো হতো। সেগুলো ছিল ব্রাহ্মধর্মে নিন্দার বিষয়। এছাড়াও ধর্মের নামে যজ্ঞে গবাদি পশু বলি দেওয়া হতো। কৃষকদের গবাদিপশু ছিল কৃষিকার্যে সাহায্যকারী পশু। তাই তারা নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল।


16পাতা

. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্যে) :
(ক) মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে?

উত্তর- চন্দ্রগুপ্ত মৌর্য

(খ) সম্রাট অশোকের পিতার নাম কি?
উত্তর- বিন্দুসার

(গ) কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর- কুজুল কদফিসেস

(ঘ) কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়?
উত্তর- ৭৮ খ্রিস্টাব্দে থেকে

(ঙ) কোন গুপ্ত সম্রাট হূন আক্রমণ প্রতিহত করেন?
উত্তর- স্কন্দ গুপ্ত

(চ) শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন?
উত্তর- রাজা হর্ষবর্ধন
2. শূন্যস্থান পূরণ করো

(ক) সম্রাট অশোকের জীবনকে প্রভাবিত করেছিল ---- যুদ্ধ।
উত্তর কলিঙ্গ

(খ) কণিষ্কের রাজধানী ছিল-------।
উত্তর পুরুষ পুর অথবা পেশোয়ার
(খ) সহবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন---।
উত্তর সাতকর্ণী
(ঘ) জুনাগড় শিলালেখ থেকে কৃতিত্বের কথা------ জানা যায়।
উত্তর- সাতবাহনের

(ঙ) রবিকীতির -----থেকে হর্ষবর্ধন ও দ্বিতীয়  পুলকেশীয় যুদ্ধের কথা জানা যায়।
উত্তর আইহোল প্রশস্তি

স্তম্ভ  মেলাও :
            ক স্তম্ভ                    খ স্তম্ভ

            গুতাব্দ                হর্ষবর্ধন
             হর্ষাব্দ                   কনিষ্ক
    শকাব্দ                  প্রথম চন্দ্রগুপ্ত


উত্তর-

      গুতাব্দ                প্রথম চন্দ্রগুপ্ত
             হর্ষাব্দ                 হর্ষবর্ধন
          শকাব্দ                  কনিষ্ক


18পাতা
नभूना প্রশ্নপত্র

অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) ।

(ক) মুদ্রা কীভাবে ইতিহাস লিখতে সাহায্য করে ?
উত্তর- মুদ্রা থেকে শাসকের নাম শাসনকালের সময় সম্রাজ্য সীমানা অর্থনৈতিক অবস্থা শিল্প-সংস্কৃতি প্রযুক্তি সম্পর্কে জানা যায় রাজার শাসন ব্যবস্থা সম্পর্কে ভালো ইতিহাস লেখা যায়

(খ) ইতিহাসের উপাদান হিসেবে লেখ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর- ইতিহাসের উপাদান হিসেবে লেখ গুরুত্বপূর্ণ কারণ হইলো লেখ গুলিতে বিভিন্ন শাসকের গুনো গান করা হতো আর সেই লেখাগুলি হইতে রাজার রাজত্বকালে সময় সাম্রাজ্যের সীমানা সম্পর্কে জানা যেত

(গ) পুরান কী?
উত্তর- পুরান হইল একটি ধর্ম নির্ভর সাহিত্য

(খ) প্রশস্তি কী?
উত্তর- শাসকের গুনোগান খোদায় করে লেখা, লেখ গুলিকে অসুস্থ বলা হয়


(ঙ) ভারতীয় উপমহাদেশে প্রথম নগলায়ল’ কোথায় হয়েছিল ?
উত্তর- হরপ্পা সভ্যতায়

(চ) সিটাডেল কী?
উত্তর- হরপ্পা সভ্যতার শহরগুলিতে একটি উঁচু এলাকা থাকতো প্রত্নতাত্ত্বিকদের মতে এটাকে সিটাডেল বলা হতো।


(ছ) নব্য ধর্ম বলতে এ বােঝাে?

উত্তর-ব্রাহ্মণ‍্য ধর্ম ও বেদ এর বিরোধিতা করে ধর্ম সম্পর্কে নতুন পথের সন্ধান পেতে যে আন্দোলন শুরু হয়েছিল ,তাকে নব্য ধর্ম আন্দোলন বলা হয়।


(জ) চতুৰর্ণ প্রথা কী ?

উত্তর -পরবর্তী বৈদিক যুগে বর্ণভেদে মানুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একেই বলা হয় চতুর্বর্ণ
প্রথা।

(ঝ) দুটি গণজ্যের নাম লেখাে।

উত্তর-মল্ল ওবজ্জি।

(এ) সভা ও সমিতি কী?

উত্তর- পরবর্তী বৈদিক যুগে সভা-সমিতির কথা জানতে পারা যায়। বয়স্ক ব্যক্তিরা সভা সমিতিতে যোগ দিতে পারতেন ।গোষ্ঠীর সভায় সমিতির সদস্য থাকতেন এই সভা সমিতিতে নানারকম রাজনীতি কথা আলোচনা করা হতো। মেয়েরাও সভা-সমিতিতে যোগ দিতে পেরেছিল পরবর্তী বৈদিক যুগে। সভা-সমিতি পাশা খেলা, ঘোড়া দৌড় ইত্যাদি দেখা যেতো।




(ট) তীর্থঙ্কর কাদের বলা হত ?

উত্তর- জৈন ধর্মের প্রধান প্রচারক দের বলা হতো তীর্থঙ্কর


(ঠ) অষ্টাঙ্গিক মার্গ কী?
উত্তর- দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আট টি উপায়ে কথা বলেছিলেন গৌতম বুদ্ধ। এই আটটি উপায় কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ
স্তম্ভ মেলাও
            ক স্তম্ভ             খ স্তম্ভ
এলাহাবাদ প্রশস্তি   গৌতমীপুত্র সাতকণি
নাসিক প্রশস্তি         দ্বিতীয় পুলকেশী
আইহােল প্রশান্তি       সমুদ্র গুপ্ত

উত্তর-
ক স্তম্ভ             খ স্তম্ভ
এলাহাবাদ প্রশস্তি   সমুদ্র গুপ্ত
নাসিক প্রশস্তি         গৌতমীপুত্র সাতকর্ণী
আইহােল প্রশান্তি     দ্বিতীয় পুলকেশী




শূন্যস্থান পূরণ করে
:


(ক) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন -

উত্তর-জ‍্যাঁ ফ্রঁসোয়া জারিজ।


(খ) ঋক, সাৰ, যজুঃ ও অঘৰ- এই চারটি হল

উত্তর-বেদ