Madhyamik 2022 question answer / মাধ্যমিক প্রশ্নের উত্তর 2022 - Online story

Monday 7 March 2022

Madhyamik 2022 question answer / মাধ্যমিক প্রশ্নের উত্তর 2022

 




                 মাধ্যমিক
                 2020
      বাংলা প্রশ্নের উত্তর

তোমরা সঠিক ওয়েবসাইটে এসে গেছো। প্রশ্নের উত্তর গুলো আমি আপলোড  করে যাচ্ছি ।
তোমরা রিফ্রেশ করে করে দেখে নেবে ।আগামী দিনে পরীক্ষাগুলোর ভালো থেকে আরো ভালো হোক  এটাই আশা করি।
Upload চলছে------



(১.১) পত্রিকা প্রকাশ পাওয়া তপনে গল্পটির নাম


উত্তর- প্রথম দিন
.
(১.২) গিরীশ মহাপাত্রের বয়স
উত্তর-ত্রিশ বত্রিশে বেশি নয়

(১.৩) জগদীশবাবু বৈরাগীকে প্রনামী দিতে চেয়েছিলাম

উত্তর- একশো এক টাকা

(১.৪)

উত্তর- তোমার চেতনাতীত রুপ

(১.৫) আমাদের ডান পাশে

উত্তর-ধস

(১.৬) অটো রোলের হট্টগোলের স্তব্ধ

উত্তর-চরাচর

(১.৭) লেখক শ্রীপান্থ ছেলেবেলায় দারোগাবাবু কলম থাকতো

উত্তর- পায়ের মোজায় গোঁজা।

(১.৮) উনিশ শতকে বত্রিশ হাজার
অক্ষর লেখানো হতো।
উত্তর -বারো আনায়.

১.৯

উত্তর ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়
(১.১০) বিভক্তি শব্দের অর্থ কি

উত্তর বিভাজন

(১.১১) কলমে কায়স্থ চিনি

উত্তর- করণ কারক

১.১২ মেসি কি খেলাই না  খেললো

উত্তর-সমধাতুজ

১.১২ আর কাউকে ধুলো নিতে দেননি সন্ন্যাসী

উত্তর সম্বন্ধ পদ