pathan setu class 8 poribesh namuna question answer/ পঠন সেতু অষ্টম শ্রেণি পরিবেশ নমুনা প্রশ্নের উত্তর - Online story

Wednesday, 9 March 2022

pathan setu class 8 poribesh namuna question answer/ পঠন সেতু অষ্টম শ্রেণি পরিবেশ নমুনা প্রশ্নের উত্তর





 

অষ্টম শ্রেণি বাংলা পঠন সেতু দেখুন এখানে ক্লিক করে


       অষ্টম শ্রেণি পরিবেশ
        পঠন সেতু
        নমুনা প্রশ্ন

ঠিক উত্তর নির্বাচন করো
১ চাপের S] একটি হলাে –
 ক) নিউটন খ) নিউটন /মিটার  গ)নিউটন বর্গমিটার ঘ) নিউটন বর্গসেণ্টিমিটার

উত্তর-
 (গ)নিউটন/ বর্গমিটার

২.একটি চোঙাকৃতির ড্রামের তলদেশে জলের চাপ ------- --- হবে যদি ড্রমের অ্র্ধেকজল বার করা হয়।
উত্তর-কম

3.ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও
:
৩১ একই উচ্চতর পারদ স্তম্ভে ও জল স্তম্ভের চাপ সমান।

উত্তর- ×

৩ ২ জলে যির অবস্থায় ভাসমান বস্তুর ওজন ও বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতার মান সমান।

উত্তর-√

৪, একটি বা দুটি বাক্যে উত্তর দাও
:
৪.১ এক লিটার জল ও এক লিটার গাঢ় নুনজলের মধ্যে কোনটি 10 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে বেশি চাপ প্রয়োগ করবে? কেন?
উত্তর- এক লিটার গাঢ় নুনজল চাপ বেশি প্রয়োগ করবে কারণ গাঢ় নুন জলের ঘনত্ব বেশি।

৪.২ এটি পেনের পিছনের দিক অপেক্ষা নিবের সাহায্যে সহজেই একটি একটি কাগজে ছিদ্র করা যায় ।-ব্যাখ্যা করো


উত্তর- পেনের পিছন দিকে চাপ দিয়ে কাগজের উপর ছিদ্র করতে গেলে ,অনেকটা ক্ষেত্রফলের উপর চাপ পড়ে। ফলে  সহজে ছিদ্র করা যায় না। কিন্তু নিবের সাহায্যে চাপ দিলে কম ক্ষেত্রফলের উপর চাপ পড়ে ।ফলে সহজেই ছিদ্র করা যায়।




নমুনা প্রশ্ন
9 পাতা
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
দুটি বর মধ্যে দূরত্ব পূর্বের তিনশূণ করা হলে, মহাকর্ষ বলের মান পূর্বের যতগুণ =
                1                   1
(ক)3 (খ)---- (গ) 9 (ঘ) ------
                3                   9

           1
উত্তর-----
           3

২. শূন্যম পূরণ করাে :
২১ পৃথিবীতে গড় অভিকর্ষজ ত্বরণের মান SI এককে--------।
উত্তর- 9.8 ms-²
,অথবা 9.8  মিটার/সেকে
ন্ড²


২.২ পৃথিবীপৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে. ----- পথে আবর্তন করে।
উত্তর- বৃত্ত কার

২. আয়নীয় যৌগ গঠিত হচ্ছে এমন অনেক রাসায়নিক বিক্রিয়ার সময়----- বিনিময় ঘটে‌।
উত্তর- ইলেকট্রন

৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও :

৩.১ বায়ুশূন্য স্থানে অভিকর্ষের টানে একটি পালক ও একটি কয়েন একই সময়ে নিচে পড়বে।

উত্তর-√ (ঠিক)

৩.২ সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ হ্রাস পায়।
উত্তর-×(ভুল)

s, তিন-চারটি বাক্যে উত্তর দাও :
পৃথিবীর সর্বত্র g'-এর মান সমান নয়। এর একটা কারণ লেখাে।
উত্তর- পৃথিবীর সকল স্থানে পৃথিবীর ব্যাসার্ধ মান সমান নয়। তাই পৃথিবীর সব খানে অভিকর্ষজ ত্বরণের মান ওমান পাওয়া যায় না। বিভিন্ন স্থানে সামান্য হলেও ভিন্ন হয়।

43 পাতা

১. ঠিক উত্তর নির্বাচন করাে ;

যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হল -(ক)নিউক্লিয়াস(খ) গলজি বস্তু
(গ) মাইটোকনড্রিয়া (ঘ) লাইসােজোম।
উত্তর-মাইটোকনড্রিয়া

২. শূন্যস্থান পূরণ করাে :
লাইসােজোমকে  ----- থলি বলা হয়।
উত্তর- আত্মঘাতী

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ এককোশী প্রাণী দেখার জন্য তুমি কোন অণুবীক্ষণ ব্যবহার করবে
উত্তর-
৩.২ কোন বৈজ্ঞানিক কোশ’ আবিষ্কার করেন?

উত্তর- রবার্ট হুক

৪. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৪.১ উদ্ভিদদেহে কী কী ধরনের কলা দেখা যায়?


৪.২ এন্ডােপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করাে।