shikhan setu class 9 life science s / শিখন সেতু নবম শ্রেণী জীবন বিজ্ঞান - Online story

Wednesday, 9 March 2022

shikhan setu class 9 life science s / শিখন সেতু নবম শ্রেণী জীবন বিজ্ঞান

 





            নবম শ্রেণীর
         জীবন বিজ্ঞান

 প্রথম পত্র নমুনা প্রশ্ন উত্তর

১. প্রশ্নটির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যে জীবরাজ্যের অন্তর্গত সেটি শনাক্ত করাে-
(ক)মােনেরা  (খ) প্রােটিস্টা (গ) ফাংগি (ঘ) প্ল্যান্টি

উত্তর-(ক)মোনেরা
২. শূন্যস্থান পূরণ করাে :
একইরকম বৈশিষ্ট্যযুক্ত জীবগােষ্ঠী যারা জননকার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবকুলে স্বতন্ত্রভাবে বাস করে তাদের -------- বলে।

উত্তর-প্রজাতি

৩. নীচের বাক্যটি সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে :
কেঁচো হলাে আথ্রোপােডা পর্বের একটি প্রাণী।
উত্তর-মিথ্যা
সঠিক হবে অ্যানিলিডা পর্বের

৪. দুই-তিন বাক্যে উত্তর লেখাে
:
উভচর প্রাণীদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর-(১) জীবনে প্রথম অবস্থায় জলে থাকে, লেজের সাহায্যে সাঁতার কাটে।
(১) বড় হলে ডাঙ্গায় চারপাশে লাফিয়ে চলে ।

৫. নীচের প্রশ্নটির উত্তর লেখাে
:
জীবজগতের পাঁচটি রাজ্যের নাম ও প্রতিটির একটি করে উদাহরণ লেখাে।
উত্তর-(১)মোনোরা -ব্যাকটোরিয়া।
(২) প্রোটিস্টা -অ্যামিবা।
(৩) ফাংগি -আগারিকাস।
(৪)প্লাণ্টি -আম গাছ।
(৫) অ্যানিম্যালিয়া -বাঘ।

9 পাতা
নমুনা প্রশ্ন


প্রশ্নটির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :

জলে দ্রবণীয় ভিটামিনটি চিহ্নিত করাে –
(ক)ভিটামিন A (খ)  ভিটামিন C (গ) ভিটামিন D (ঘ) ভিটামিন E

উত্তর-জলে দ্রবণীয় ভিটামিনটি হইল -
(খ)  ভিটামিন C


২, শূন্যস্থান পূরণ করে
;
দেহে------অভাৱে গয়টার রোগ হয়।
উত্তর- আয়োডিন

৩.একটি শবব্দে একটি বাক্যে উত্তর দাও :।

রক্তনালির প্রাচীরে অতিরিক্ত লিপিড জমা হলে কী সমস্যা হতে পারে?
উত্তর- রক্তনালীর প্রাচীরে অতিরিক্ত লিপিড জমা হলে, নালিগুলো দিয়ে রক্ত সরবরাহ ঠিকমতো হয়না ।ফলে উচ্চরক্ত চাপ সৃষ্টি হয়। এবং হৃদপিন্ডের ক্ষতি হয়।


৪. নীচের প্রশ্নটির উত্তর লেখ :
ক্লাসের পেছনের সারি থেকে ব্লাকবাের্ডে লেখা দেখতে তােমার বন্ধুর অসুবিধা হচ্ছে। ডা।
তাকে কোন জাতীয় খাবার খেতে বলতে পারেন?

উত্তর- সবুজ শাক-সবজি ও রঙিন ফলমূল যেমন গাজর বিট কুমড়ো পাকা পেঁপে ইত্যাদি

নমুনা প্রশ্ন
১. প্রশ্নটির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :-

কোশ-মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহণ ও ক্ষরণে সাহায্য করে যে অঙ্গাণু সেটি নির্বাচন কারাে
(ক) নিউক্লিয়াস (খ) সেন্ট্রোজোম (গ) গলজি বস্তু (ঘ) মাইটোকন্ড্রিয়া

উত্তর-(গ) গলজি বস্তু

২. শূন্যস্থান পূরণ করাে :
অমসৃণ এন্ডােপ্লাজমীয় জালিকা---
সংশ্লেষ করতে পারে।

উত্তর -কোষীয় বস্তু

৩. একটি শব্দে ৰা একটি বাক্যে উত্তর দাও :
জিন-এর কাজ কী?
উত্তর- জিন বংশগতির ধারক ও বাহক রূপে কাজ করে।

3. দুই-তিন বাক্যে উত্তর দাও:
জীবদেহে যে অংশের কোশগুলি বারবার বিভাজিত হয়ে বৃদ্ধি পায়, সেখানে কোন কোশীয় অঙ্গানু সক্রিয় থাকে বলে তােমার মনে হয় এবং কেন?


১. প্রশ্নটির সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করো।

প্রাণীদেহে বিভিন্ন অঙ্গের মধ্যে যে কলা সংযােগ রক্ষা করে সেটি চিহ্নি
(ক) আবরণী কলা (খ) পেশি কলা (গ) যােগ কলা(ঘ) স্নায়ু কলা

উত্তর-(গ) যােগ কলা

২. শূন্যস্থান পূরণ করাে :
উদ্ভিদদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায়----কলা।

উত্তর-উদ্ভিদদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটায় ভাজক কলা।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :
কোন কলা প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে ?

উত্তর- আবরণী কলা

৪. নীচের প্রশ্নটির উত্তর লেখাে
:
আবরণী কলার কাজ উল্লেখ করাে। পেশি কলার অবস্থান লেখাে।

উত্তর আবরণী কলার কাজ গুলি হল প্রতিরক্ষামূলক আচ্ছাদন তৈরি করা বহিঃকঙ্কাল গঠন করা যেমন নখ আঁশ শিং ইত্যাদি।