class 8 history question suggestion about 1st examination/ অষ্টম শ্রেণি ইতিহাসের প্রশ্ন সাজেশন পরীক্ষা উত্তর সহ - Online story

Saturday 23 April 2022

class 8 history question suggestion about 1st examination/ অষ্টম শ্রেণি ইতিহাসের প্রশ্ন সাজেশন পরীক্ষা উত্তর সহ

 


ভূগোল প্রশ্ন সাজেশন দেখুন প্রথম পরীক্ষা এই লিংকে ক্লিক করে





অষ্টম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষা প্রশ্ন উত্তরপ্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন-২০১৮
শ্রেণি - অষ্টম
পূর্ণমান-১৫ বিষয় : ইতিহাস
সময় ঃ ৩০ মিনিট
* 1 >
১. এক কথায় উত্তর দাও :-
১ X ৪ = ৪

ক) এশিয়াটিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর- উইলিয়াম জোন্স

খ) কত খ্রীস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানী লাভ করে?

উত্তর- ১৭৬৫ খ্রিস্টাব্দে

গ) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর-লর্ড ওয়েলেসলি

ঘ) স্বত্ব বিলােপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর -লর্ড ডালহৌসি
২. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :-
১ X ৩ = ৩

ক) স্বেচ্ছায় অধীনতা মূলক মিত্ৰতা নীতি মেনে নিয়েছিলেন-
(টিপু সুলতান / সাদাৎ খান / নিজাম)

উত্তর- নিজাম

খ) কলকাতায় হিন্দু কলেজ তৈরী হয়- (১৮১৭ খ্রী: / ১৮২৩ খ্রী:/ ১৮২৯ খ্রী:)
উত্তর-
(১৮১৭) খ্রী
 

 

গ) ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার -
(দেওয়ান / ফৌজদার / নবাব)।

উত্তর-
দেওয়ান
৩. অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ-
২ X ২ = ৪


ক) পলাশীর লুণ্ঠন কাকে বলে ?

উত্তর-নবাব মীর জাফরের শাসনকালে অর্থাৎ পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে এক কোটি সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি । ক্লাইভ সহ কোম্পানি উঁচু পদাধিকারীদা মীরজাফরের কাছে প্রচুর সম্পদ পেয়েছিলেন ।সবমিলিয়ে তিন কোটি টাকার সম্পদ মীরজাফর এর কাছ থেকে ব্রিটিশ কোম্পানি আদায় করে ।কোম্পানির তরফ সে এই আত্মসাৎ কে পলাশী লুণ্ঠন বলা হয়‌

খ) ফারুকশিয়রের ফরমান কি?


৪. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও :-
৪ X ১ = ৪


ক) নবাব সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বিরােধের কারণগুলি আলােচনা
কর।


খ) পলাশি ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশী গুরুত্বপূর্ণ ছিল ? তােমার উত্তরের
পক্ষে যুক্তি দাও।

অন্য প্রশ্ন

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ - ২০১৭
শ্রেণি - অষ্টম,
সময় ও ৩০ মিনিট বিষয় : ইতিহাস পূর্ণমানঃ ১৫

১। দু-এক কথায় উত্তর দাও ঃ- (যে কোন পাঁচটি)
১x৫=৫


ক) এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?


খ) কলিকাতার নাম কে আলিনগর রাখেন?


গ) কত খ্রীষ্টাব্দে মীরকাশিম বাংলার নবাব হয়েছিলেন?


ঘ) কত খ্রীষ্টাব্দে বাংলার ৭৬ এর মন্বন্তর হয়েছিল?


ঙ) অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম কে স্বাক্ষর করেছিল?


চ) কত খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল?


ছ) কে বেথুন স্কুল গঠন করেন?


২ ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখাে :-
১x৩=৩
      ক স্তম্ভ।               ‘খ’ স্তম্ভ

ক) ১৭৮২ খ্রিষ্টাব্দ।      ১) বেন্টিঙ্ক
খ) মুন্ডা বিদ্রোহ।    ২) সবাইয়ের সন্ধি
গ) ঠগি দমন।         ৩) বিরসা মুন্ডা



৩।সংক্ষেপে উত্তর দাও :- (যে কোনাে দুটি)
২x২=৪

ক) আইনের শাসন বলতে কী বােঝায়?



খ) দ্বৈত শাস ব্যবস্থা বলতে কী বােঝায়?


গ) টীকা লেখাে মেকলে মিনিট



৪। যে কোনাে একটি প্রশ্নর উত্তর দাও :-
১x৩=৩


ক) উডের প্রতিবেদন সম্পর্কে লেখাে।



খ) কোম্পানি-শাসনে জমিজরিপের ক্ষেত্রে জেমস রেনেল-এর ভূমিকা কী ছিল

.....
-
প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ পত্র ২০১৭ CO.H
শ্রেণী : অষ্টম
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ১৫
সময় : ৩০ মিনিট

১। এককথায় উত্তর লেখাে ?
1x3 = 3



১.১ মুঘল প্রশাসক সাদাৎ খান কত খ্রিষ্টাব্দে মারা যান ?


১.২ আলিনগর নামটি কার দেওয়া?


১.৩ বণিক রাজা কাদের বলা হয় ?


১.৪ বেসিনের সন্ধি কবে সাক্ষরিত হয় ?

 ১.৫ ঔরঙ্গজেব কাকে
“চিন কুলিচখান’ উপাধি প্রদান করেন?


২। সঠিক উত্তরটি খাতায় লিখে ফাক পূরণ করাে (৩ টি) ঃix}= 3

২.১ এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন ........1


২.২ History of British India' গ্রন্থটির লেখক


২.৩ মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান
খ্রিষ্টাব্দে।

২.৪ বক্সারের যুদ্ধ হয়েছিল ...খ্রিষ্টাব্দে।

২.৫ কে বাংলার নদীপথগুলির প্রথম মানচিত্র তৈরী করেন?


৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (৩ টি) ঃ
2x3 = 6

(ক) ‘মেকলে মিনিট’ কী?

 (খ) দ্বৈত শাসনব্যবস্থা কাকে বলে ?


(গ) ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল?

(ঘ) পলাশীর লুণ্ঠন কাকে বলে ?

 (ঙ) টীকা লেখ – ছিয়াত্তরের মন্বন্তর অথবা জগৎ শেঠ


(চ) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে কোম্পানীর উদ্দেশ্য কী ছিল?


৪। সঠিক শব্দটি বেছে নিয়ে খাতায় লেখা (৩ টি) ঃ 1x3

৪.১ জাহাঙ্গীর নগর বলতে (কাশেম বাজার / কলকাতা / ঢাকা/ সপ্তগ্রাম) শহরকে বােঝানাে হয়েছে।


৪.২ জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন (হিরাপদ শাহ / উমিচাদ /ফতেহাদ / খােজাওয়াজেদ)।

৪.৩ ইন্ডিয়ান পিনাল কোড় (ওয়ারেন হেস্টিংস / ওয়েলেসলি/ উইলিয়াম বেন্টিঙ্ক) এর আমলে রচিত হয়।

৪.৪ ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলা(নবাব / দেওয়ান / ফৌজদার)।


৪.৫ বক্সাররের যুদ্ধ হয় (১৭৬০ / ১৭৬৪ / ১৭৬৫) খ্রিষ্টাব্দে।
(তাষ্টম ইতিহাস-১)