class 6 bengali suggestion 1st unit examination/ ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন সাজেশন প্রথম পরীক্ষার জন্য - Online story

Monday, 11 April 2022

class 6 bengali suggestion 1st unit examination/ ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন সাজেশন প্রথম পরীক্ষার জন্য

 



ভূগোল এর প্রথম  পরীক্ষার সাজেশন দেখুন এখানে ক্লিক করে

ক্লাস সিক্স
বাংলা
প্রথম পরীক্ষা
প্রশ্ন সাজেশন
 উত্তর সহ









প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ণ পত্র ২০১৭
শ্রেণী ষষ্ঠ     ৰিষয় -ৰালো সাহিত‍্য
পূর্ণমান : ১৫    সময় : ৩০ মিনিট
 



১। উত্তর লেখে (৩টি)
১.১ পাইন গাছ সাধারণতঃ কোন তাঞ্চলে দেখতে পাওয়া যায়?
উত্তর-  পাহাড়ি অঞ্চলে।

১.২ পথিক জনের ছাতা’ কাকে বলা হয়েছে ?
উত্তর- ভরদুপুরে কবিতায় "অশ্বথ গাছ" কে পথিক জনের ছাতা বলা হয়েছে।


১.৩ কোন কোন পশুরা মানুষের ভাষা বুঝতে পারে?
উত্তর-  কুকুর, বন মানুষ, ঘোড়া.. প্রভৃতি।


১.৪ শক্তি চট্টোপাধ্যায় এর দেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখাে।
উত্তর- (১)সোনার মাছি খুন করেছি ।
(২)যেতে পারি কিন্তু কেন যাব।


 ১.৫ শংকর কীসের স্বপ্ন দেখে?
উত্তর- শংকর স্বপ্ন দেখে ,সে পাখি হয়ে আকাশে ওড়ে।

১.৬ ভর দুপুরে কীকী ঘটনা ঘটে?
উত্তর- বাতাস মিহিন সাদা ধুলো উড়ায়। চারিদিক নিস্তব্ধ থাকে  । দূরে গরু-বাছুর চড়ায় রাখাল ।মেঘগুলো আকাশটাকে ছুয়ে ছুয়ে যায় ।ইত্যাদি ঘটনা ঘটে।


২। নীচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ


২.১ পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন?
উত্তর- পাম গাছের বুক বেদনা ভরা কারণ, পামগাছ তপ্ত বালু রাশির উপর দাঁড়িয়ে থাকে। সেখানে একটুও ঠাণ্ডা নেই।

২.২ কুমােরে পোকার শিকার ধরার প্রক্রিয়াটি কেমন?
উত্তর- কুমোরে পোকা ঘুরে ঘুরে শিকার ধরে। মাকড়সা একবার চোখে পড়লেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কিন্তু একবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয় ।একবার হুল ফুটিয়ে নিরস্ত হয়না মাকড়সাটি কে পাঁচ -সাত বার পর্যন্ত হুল ফোটায়। যতক্ষণ না মাকড়সাটি অসাড় হয়ে পড়ে থাকে ।তারপর অসার মাকড়সার টি মুখে করে তার উঠিয়ে নিয়ে আসে।


 ২ ৩ তাহলে রাস্তাটা আমার বাতলে দিতে পারাে? –কোন রাস্তা? সে রাস্তার বর্ণনা দিতে গিয়ে বিড়াল কী বলেছিল?
উত্তর-

২.৪ স্কুলের বাড়ির জানালা দিয়ে বাস্তৰে ও কল্পনায় কী দেখেছিল শংকর?
উত্তর- নারকেল গাছের মাথার উপর দিয়ে উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে ।ধানক্ষেতে রোয়া মাথাচাড়া দিয়ে উঠেছে সবুজ হয়ে ।সেখানে মেঘের ছায়া পড়ে  সরে সরে দিয়ে রোদ এসে ঢুকেছে।

৩। সঠিক উত্তরটি খাতায় লেখো (৩টি)
                                     ১/৩ = ৩

৩.১ সবুজ (পা / মাথা | পাখা) তুলে দেখালাে ঘাস ফড়িং।
উত্তর-    মাথা

৩.২ আনন্দেও বিস্ময়ে কবির মনে জাগে (গল্প/কবিতা / গান)।

উত্তর-   গান
 
৩.৩ কৰি ভিজে ঘাসে পা দিয়েছিলেন (মুষলধারে / ঝিরঝিরে /ৰজ্ববিদ্যুৎসহ) বৃষ্টির পরে।
উত্তর-    ঝিরঝিরে

৩.৪ কবি অরুন মিত্র (ফরাসি | হিন্দি | উর্দু ভাষার বিশেষজ্ঞ ছিলেন।

উত্তর-    ফরাসি
৪। নীচের যে কোন দুটি প্রশ্নের উত্তর লেখাে।   
                                   ১x২ = ৩

৪.১ হৰৰর ল’ তে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল?

উত্তর-    বিড়ালে
৪.২ কাজেশ্বর কুচকুচের নিবাস কোথায়?

উত্তর-    ৪১নং গেছো বাজার -
              কাগেয়া পটি।

৫। নির্দেশমতাে উত্তর লেখাে (২টি)


৫.১ সন্ধি বিচ্ছেদ করাে- গীতাঞ্জলি, অতএব
উত্তর-    গীত + অঞ্জলি = গীতাঞ্জলি
    অত +ইব =অত এব

৫.২ শব্দার্থ লেখাে – নকল, চমক

উত্তর-    নকল -অনুকরণ করা।
             চমক- চমকে দেওয়া।
৫.৩ বিপরীতার্থক শব্দ লেখাে (২টি)
                               X ২ = ১
রাত, বিশ্বাস, ভিজে অথবা

উত্তর-    রাত - দিন
 বিশ্বাস- অবিশ্বাস
ভিজে- শুকনো

ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ?


উত্তর-    ধ্বনি হইল ভাষার মূল উপাদান।
 বর্ণ হইল ধ্বনি নির্দেশক চিহ্ন ।
ধ্বনি বাগযন্ত্রের সৃষ্টি হয় ।
বর্ণ অংকন অনুসারে সৃষ্টি হয়।









                -শ্রেণী - ষষ্ঠ
             বিষয়ঃ বাংলা
            পূর্ণমান - ১৫


১। সঠিক উত্তরটি বেছে খাতায় লেখাে।

                                      ১X ৩ = ৩
ক) পথিক জনের ছাতা বলা হয়েছে (জাম/অশ্বথ / বট) গাছকে।

উত্তর-    অশ্বথ
খ)শংকরের স্বপ্নে বাতাসের রং (লাল / নীল / হলুদ)।
উত্তর-    নীল

গ) মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন / খেজুর / পাম) গাছ।
উত্তর-    পাম

                             ১ X ২ = ২
২। একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোন দুটি )

ক) মন-ভালকরা রােদূরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর-    মাছরাঙা টির গায়ের রং এর মতো।

খ) ভাল্লুক কিভাবে সহজে ভাব পাতায় ?
উত্তর-    ভাল্লুক নিরামিষাশী আর লোভী। তাকে খাবার দিলেই সহজে ভাব পাতায়।

গ) ঘাসফড়িং এর সঙ্গে কখন আত্মীয়তা শুরু হল ?
উত্তর-    কবি যখন ঝির ঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েছিলেন, তখন ঘাসফড়িং এর সঙ্গে আত্মীয়তা শুরু হয়েছিল।

৩। তিন-চারটি বাক্যে উত্তর দাও (যে কোন দুটি )


                                     ৩ X ২ =৬
ক) ভাষার প্রয়ােজন হয় কেন ?
উত্তর-    মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন।

খ) কুমােরে পােকা কিভাবে বাসা বানায় তা নিজের ভাষায় লেখ।
উত্তর-    কুমোরে পোকা বাসা বানানোর জন্য ভিজে মাটি সংগ্রহ করে ।গুনগুন শব্দ করতে করতে ভিজে মাটির উপর বসে লেজ নাড়তে নাড়তে এদিক-ওদিক ঘোরাফেরা করে। তারপর ভিজে মাটি তুলে নিয়ে চোয়ালের সাহায্যে খুব ছোট্ট একটা মাটির মটর দানার মতো গোল করে মুখে করে উড়িয়ে নিয়ে যায়। তারপর বাসা বানানো জায়গাটাতে অর্ধ- চক্রাকারে বসিয়ে দেয় গুনগুন শব্দ করতে করতে।

গ) বিভীষণ দাশকে তােমার কেমন লাগে ?
উত্তর-   বিভীষণ দাসকে আমার খুব ভালো লাগে।
 কারণ তিনি একজন কড়া মাস্টারমশাই। তিনি সুশাসনের  মধ্যে ছাত্রদের রাখে এবং গড়ে তুলতে চান ।এবং প্রকৃতি জিনিসকে চেনার জন্য চোখ ভরে দেখতে বলেন। তিনি বলেন খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড়ো বই ‌

ঘ) ঘাসফড়িং এর কাছ থেকে চলে আসার সময় কবির কেন মন খারাপ হল ?
-------
উত্তর-ঘাসফড়িং এর সঙ্গে কবির নতুন আত্মীয়তা শুরু হয়েছিল। কবিকে সে মাথা তুলে অনেক খেলা দেখিয়েছিল।তাই আজ ফড়িং এর কাছ থেকে কবির চলে আসার সময় মন খারাপ হয়েছিল।

৪।
 ক) আমার নাম শ্রী ব্যাকরণ শি, বি. এ-------

উত্তর-    খাদ্য বিশারদ
খ) “হ য ব র ল ” গল্পের নাম কেন এ রকম হল ?
উত্তর-    নামকরণের অক্ষরগুলি যেমন এলোমেলো, অগোছালো, অর্থহীন ।তেমনি গল্পটি এলোমেলো, অগোছালো ,সামঞ্জস্যহীন এক কাহিনী ।তাই এরকম নামকরণ করা হয়েছে।

৫। ক) অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও ।
উত্তর-  যে অব্যয় গুলি সর্বনাম এবং বিশেষ‍্যের পরে বসে বিভক্তির কাজ করে  , সেই অব্যয় গুলিকে অনুস্বর্গ বলে যেমন দ্বারা , দিয়া, হইতে, থেকে ,জন্য ইত্যাদি।

খ) সন্ধি বিচ্ছেদ কর? নির্ভয়, তপােবন

উত্তর-    নির +ভয় - নির্ভয়

        তপঃ + বন - তপোবন