class 4 bengali shekhar setu part -5 / চতুর্থ শ্রেণি বাংলা সেকার সেতু চতুর্থ পর্ব - Online story

Wednesday, 6 April 2022

class 4 bengali shekhar setu part -5 / চতুর্থ শ্রেণি বাংলা সেকার সেতু চতুর্থ পর্ব

 






           চতুর্থ শ্রেণি
            বাংলা শেখার সেতু

     পঞ্চম পর্ব দেখুন  এই লিংকে ক্লিক করে।

পর্ব -৪

                    ১৩ পাতা
     ঢেউয়ের তালে তালে
পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়


লেখক পরিচিতি :
.
.
জন্ম : ১৯৪৬; মৃত্যু : ১৯৮৩
লেখক একজন দুঃসাহসিক নৌ অভিযাত্রী ছিলেন। সী এক্সপ্লোরার্স ইন্সটিটিউশনের সক্রিয় সদস্য ছি
কলেজের অধ্যাপক ছিলেন। আন্দামান অভিযান’ তাঁর উল্লেখযােগ্য বই।
চারধারে পাহাড়ের মত ঢেউ। তার মাঝে জল কেটে এগিয়ে চলেছে আংরে।
সমুদ্রের কচ্ছপ, ছােট্ট পাখির সঙ্গে গল্পকার আর ডিউকের ভাব জমেছে।
সমুদ্রের জল দিয়ে চা বানালে খেতে খুব খারাপ হয়, বমি হয়ে যেতে পারে।
চারধারে শুধু জল আর জল। টিনের রসগােল্লা খেতে খেতে তারা সেই জল দেখছে।
অগােছালাে নৌকা, একটা কিছু খুঁজে পেতেই অনেক সময় লেগে যায়।
আংরের চারধারটা হয়ে উঠেছিল চিড়িয়াখানার মত। কচ্ছপ, নানা রঙের মাছ, হাঙর – এর
এসেছিল।
একটা কচ্ছপ আর মাছের ভীষণ লড়াইয়ের চোটে ঘুম ভেঙে গেল গল্পকারের।
এটি হল সমুদ্রের ঢেউয়ের তালে তালে মজার যাত্রাপথের গল্প।
পড়তে পড়তে ভাবি -
সমুদ্র অভিযান ভারি শক্ত ব্যাপার। মনে মনে ইচ্ছে থাকলেই তাে শুধু হবে না। মনের ইচ্ছেকে।
অনেক খাটতে হবে। অভিযানে গেলে কী কী জিনিস সঙ্গে না থাকলেই নয়? এই গল্প থেকে খুঁ
‘দক্ষিণমেরু অভিযান’ পড়ার সময় একটা অভিযানে অপরিহার্য সামগ্রীর তালিকা তৈরি করে নিন
দেখাে।


■নীচের বাক্যগুলিকে ঘটনাক্রমে সাজাও :
ক) সে হল আমাদের ছােট্ট পাখিটা।
খ) জল কেটে এগিয়ে চলেছে আংরে।
গ) ডিউক হাে হাে করে হেসে উঠল।
.ঘ) রসগােল্লা খাওয়া যাক।
ঙ) দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে।

উত্তর-খ) জল কেটে এগিয়ে চলেছে আংরে।
ক) সে হল আমাদের ছােট্ট পাখিটা
.ঘ) রসগােল্লা খাওয়া যাক।
ঙ) দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে।
গ) ডিউক হাে হাে করে হেসে উঠল।




■বাক্য বাড়াও;
.
(ক) আজ দু'জনের মন খারাপ। (কেন?)
উত্তর -কারণ সেই ছোট্ট পাখিটা তাদের কাছে আসে নাই।তাই তাদের দুজনের মন খারাপ।

(খ) এখানকার সবচেয়ে দর্শনীয় বস্তু। (কারা?)
উত্তর- নানা রঙের মাছেরা এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু।

(গ) আর একটা কচ্ছপের সঙ্গে দেখা। (কোথায় ?)
উত্তর-আংরের পিছনেএকটা কচ্ছপের সঙ্গে দেখা হয়েছিল।


(ঘ) শরীরটা যেন জুড়িয়ে গেল। (কেন?)
উত্তর- কারণ বক্তা স্নান করেছিল। তাই তার শরীর জুড়িয়ে গিয়েছিল।

■শব্দের পাশে একটি বােঝাতে (√) এবং একের বেশি বােঝাতে (√√) দাও :
উত্তর-
পাখিটা
 শুশুকগুলাে√√
পিপড়েকে
কচ্ছপটা
নৌকার
আমরা √√
ওর
ঢেউগুলাে √√


■একটি বাক্যে উত্তর দাও :

(ক) ‘আংরে’ কী?
উ:- একটি ডিঙি নৌকা।

((খ) সেক্সটান্ট দিয়ে কী করা হয় ?
উত্তর-সেক্সট্যান্ট দিয়ে সূর্য ও নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়।


(গ) নৌকা থেকে কী খুঁজে পেতে আধঘন্টা লাগল?
উত্তর-নৌকা থেকে জমানো দুধের টিন খুঁজে পেতে আধঘন্টা লাগল।

(ঘ) ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড’ – কী কাণ্ড?
উত্তর- তোমরা এখানে সাংঘাতিক কান্ড বলতে বোঝানো হয়েছে ,একটি বড় মাছ এবং কচ্ছপের লড়াই করার ঘটনা।

ঙ) কচ্ছপের দিকে তাক করে কী ছুড়ে মারা হয়েছিল?
উত্তর- কচ্ছপের দিকে  তাক করে টর্চ এর ব্যাটারি ছুড়ে মারা হয়েছিল।



■জলের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুলিকে খুঁজে বের করে গােল করাে :
উত্তর-
(হাঙর,)( মাছ), কুকুর, (কচ্ছপ), নৌকা, বাস, (ডিঙি,) (জাহাজ), রসগােল্লা পান্তুয়া, সন্দেশ, সিঙাড়া,( সরােবর,)( পুকুর,) (নদী), (হ্রদ)


■বন্ধনীর মধ্য থেকে ঠিক উত্তরটি বেছে লেখাে :

(ক) আমরা আস্তে আস্তে (প্রশান্ত/আরব/ভারত) মহাসাগরের দিকে এগিয়ে চলেছি।
উত্তর-ভারত

(খ) (পুকুরের/কলের/সমুদ্রের) জলে চা বানিয়েছি।
উত্তর-সমুদ্রের

গ) টিনে ভরা (রসগােল্লা/বিস্কুট/ফল) খেতে খেতে নৌকার দু'পাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি।
উত্তর-রসগােল্লা

(ঘ) হাতের কাছে একটা (লাঠি/টর্চ/টর্চের ব্যাটারি) ছিল।
উত্তর-টর্চের ব্যাটারি

(ঙ) (কচ্ছপ/হাঙর/পিপড়ে) তাড়াবার কালি জলের চারধারে ছড়াতে হবে।
উত্তর-হাঙর

      ১৫ পাতা

       
মনকেমনের গল্প
        নবনীতা দেব সেন


লেখক পরিচিতি : জন্ম : ১৩ জানুয়ারী ১৯৩৮ ; মৃত্যু : ৭ নভেম্বর ২০১৯
লেখিকা ২০০০ সালে ‘পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ছােটোদের জন্য লেখা তাঁর উল্লেখযােগ্য কয়েকটি বই হলাে
বেচার সওদাগর', 'রূপকথা সমগ্র’, ‘ছছাটোদের গল্পসমগ্র”।
বুবাই মেঘলা দিন ভালবাসে। বাদল দিনে’ গল্পের বীণার মতাে। তােমাদের মেঘলা দিন কেমন লাগে?
রাস্তার গাছেদেরও খুশি দেখাচ্ছে যেহেতু গরমকালের কড়া রােদুরে ওদেরও ধুলােভরা ক্লান্তি আর মনখারাপের ৯
চেহারা হয়ে যায়।
কলকাতার ছেলে রুবাইয়ের পালানাের ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই মনের ইচ্ছা ছাদেই ছুটোছুটি করে মেটাতে
ওকে।
১৫ আগস্টের দিনে তােমাদের ইস্কুলের মতাে রুবাইয়ের ইস্কুলেও ফ্ল্যাগ তােলা হয়েছিল। নীলচে ধূসরআকাশের গায়ে উতে
তেরঙ্গা পতাকা। সেই পতাকার উপর দিয়ে উড়ে গেছিল সাদা বলাকা। দৃশ্যটা কল্পনা করলেই ভালাে লাগে।
রুবাই মেঘলা দিনে ঘরে বসে খাতার পাতায় মনের কথা লিখে রেখেছিল। তােমরাও সেরকম একটি খাতা নিজেদে
তৈরি করতে পারাে।
পড়তে পড়তে ভাবি ।
১৫ই আগস্টে রুবাইয়ের ইস্কুলের মত তােমাদের ইস্কুলেও অনুষ্ঠান হয়। কেন হয় একটু শিক্ষক-শিক্ষিকার থেকে জেনে
পারাে। পরে বাঘাযতীন গল্পটা পড়ার সময় সেই কথা মনে কোরাে। বাঘাযতীন-এর সাহসের মর্ম বুঝতে গেলে স্বাধীনতা আন্দে
ইতিহাস জানা দরকার বৈকি।
নিজের ভাষায় উত্তর দাও :


১। রুবাইয়ের কেমন দিন ভালাে লাগে? সেরকম দিনের বর্ণনা দাও
উ:- উত্তর রুপাইয়ের বৃষ্টি বৃষ্টি দিনগুলি ভীষণ ভালো লাগে ।সকাল থেকে আকাশ আঁধার হবে ,বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে। কিন্তু বৃষ্টি হবে না। আকাশ মেঘলা থাকবে সারাদিন। এই ধরনের দিন গুলোকে খুব ভালো লাগে।


২। “রাস্তার গাছেদের আজ বেশ খুশি-খুশি দেখাচ্ছে।”
- কে একথা ভাবছে? গাছেদের কেন এমন দেখাচ্ছে?

উত্তর- এখানে কথা টি ভাবছে রুবাই।

গাছেরা মেঘলা দিন পছন্দ করে,এমনি ছায়া ভরা পছন্দ করে। তাই গাছেদের খুশি খুশি দেখাচ্ছিলো।

৩1 ‘সেই পতাকা ওড়ানােটাকেই যেন স্যালুট করে গেল তারা।
কারা কীভাবে স্যালুট করে গেল?

উত্তর- এক ঝাঁক ধবধবে সাদা পাখি স্বাধীনতার দিবসে পতাকা উত্তোলনের সময় সময় ফ্লাগের মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল ।মনে হয়েছিল সেই পতাকা ওড়ানো টাকে যেন স্যালুট  করে গেল।

৪। রুবাইকে ওর মা কোন গানের স|ঙ্গে নাচ শিখিয়েছিলেন?
উত্তর- "মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি -আহা হা হা হা "এই গানটিতে রুবাইকে গানের সঙ্গে নাচ শিখিয়েছিলেন।


৫। ফ্ল্যাগ ওড়ানাের সময় কোন গান গাওয়া হয়েছিল?
উত্তর- ফ্ল্যাগ ওড়ানাের সময়" জনগণমন অধিনায়ক" গানটি গাওয়া হয়েছিল



■ শূন্যস্থান পূরণ করাে :

১। পাখির কিচির-মিচিরকেই বলে —–| আর ওই সাদা পাখির ঝাককেই বলে--------। রুবাই এইসব শব্দগুলো জানে । ---- বলে দিতেন।
উত্তর কাকুলি কুজন ,বলাকা ,দিম্মা।

১। পাখির কিচির-মিচিরকেই বলে কাকুলি কুজন| আর ওই সাদা পাখির ঝাককেই বলে বলাকা। রুবাই এইসব শব্দগুলো জানে। দিম্মা বলে দিতেন।
 

২। চেনা জিনিসগুলােকে সব অচেনা দেখায়। গােটা ,পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা।।সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে। কিংব্বা জানলায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে।কিংবা চুপ বসে থাকতে।

উত্তর-অচেনা , পাড়াটাকে , দেশ , দৌড়াদৌড়ি , জানলায়

■ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :

      ক স্তম্ভ                  খ স্তম্ভ
২ অক্টোবর              স্বাধীনতা দিবস
১৪ নভেম্বর             প্রজাতন্ত্র দিবস
১৫ আগস্ট।             গান্ধী জয়ন্তী
২৬ জানুয়ারি              শিশু দিবস

উত্তর-

      ক স্তম্ভ                  খ স্তম্ভ
২ অক্টোবর               গান্ধী জয়ন্তী
১৪ নভেম্বর             শিশু দিবস
১৫ আগস্ট।             স্বাধীনতা দিবস
২৬ জানুয়ারি             প্রজাতন্ত্র দিবস



একই অর্থযুক্ত শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখাে :
শ্রান্তি – ক্লান্তি
পথ— রাস্তা
সজলবায়— জোলো হাওয়া
দেশ- জন্মভূমি

বনজঙ্গল-অরণ্য
পতাকা-নিশান
টিফিন – জল খাবার
মিষ্টি – মিঠে
বেমানান


১। সাদা, সফেদ, ধবল, কালাে

উত্তর কালো
২। আজব, সাধারণ, আশ্চর্য, অদ্ভুত
উত্তর-সাধারণ

৩। আঁধার, অন্ধকার, অদূর, তমসা
 উত্তর-অদূর

■ বর্ণ বিশ্লেষণ করাে :


কিচিরমিচির-ক + ই + চ + ই + ম + ই + চ +ই র
বৃষ্টিবাদলা-ব + র + ই + ষ + ট + ই + ব  + অ + ল +আ
-
সারাক্ষণ-স +  আ + র + আ + ক  + ষ + ণ



■• নীচের শব্দজোড়া দিয়ে বাক্য বানাও :

ভারি-ভারি- ইস্কুলেতে বললে মনটা ভারি ভারি হয়ে যায়

থর-থর খুব শীত পল্লী থর থর করে কাঁপছে নির্ণয়
-
মিষ্টি-মিষ্টি
– শীতের সকাল মিষ্টি মিষ্টি লাগে
ছায়া-ছায়া গ্রামটি ছায়া ছায়া ঢাকা
ঝাল-ঝাল । রান্নার সাথে ঝাল ঝাল দরকার
হাসি-হাসি বাচ্চাটির র মুখ হাসি হাসি।
-
মুখে-মুখে - ভালো খবর মুখে মুখে রটে যায়

  পরের পঞ্চম পর্ব দেখুন

   পরের পরের পঞ্চম দেখব