class 6 bengali pathan setu/ ষষ্ঠ শ্রেণি বাংলা প্রথম সেতু প্রশ্ন-উত্তর 58 পাতা
ষষ্ঠ শ্রেণি গণিত দেখুন এই লিংকে ক্লিক করে
পঠন সেতু ষষ্ঠ শ্রেণি বাংলা 58 পাতা নমুনা
প্রশ্ন 1পূর্ণমান : ১৫
১ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখে (যে কোনাে ২টি) :
১১ 'বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলাে- 'মিহিন’ শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না ।
(ক) বালি (খ) কাপড় (গ) সুর (ঘ) বৃক্ষ।
উত্তর- ঘ) বৃক্ষ।
১.২ ময়ুরের ডাককে বলা হয়-
(ক) কুহু (খ) কেকা (গ) মকমকি (ঘ) বৃংহণ।
উত্তর-খ) কেকা
১.৩ পার্বত্য অঞ্চলে যে গাছগুলাে জন্মায়, তাদের আকার অনেকটা –
(ক) শঙ্কুর মতাে (খ) গােলাকার (গ) গুল্মের মতাে (ঘ) এদের কোনােটি নয়
উত্তর-(ক) শঙ্কুর মতাে
২. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর লেখো
২.১ তুমি জেগে দেখেছ আর স্বপ্নে দেখেছ এমন একটি করে জিনিসের নাম লেখাে।
উত্তর- আমি স্বপ্নে দেখেছি আমার বলটা বাগানে পুকুরে পড়ে গেছে।
আর জেগে থাকতে দেখেছি শুকনো পুকুরে বলটা পড়ে আছে।
২.২ তােমার সঙ্গে খুব ভাব রয়েছে, এমন একজনের সম্পর্কে দুটি বাক্য লেখাে।
উত্তর- বাবা যে টিয়া পাখিটি বাজার থেকে কিনে এনে ছিল ,তার সঙ্গে আমার খুব ভাব হয়েছে ।
সে সকালে উঠে আমাকে ডাকে ঘুম থেকে ওঠার জন্য ।বাড়িতে কেউ এলে আমাকে নাম করে ডাকে ।খিদে পেলে আমার নাম করে ডাকে।
২.৩ ‘মাছরাঙা’ পাখিটির গায়ের রংটি কেমন?
.উত্তর-মাছরাঙা’ পাখিটির গায়ের রং খর ও শান্ত,লাল হরিদ্রা সবুজাভ বন।
৩. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর নিজের ভাষায় লেখাে :
৩.১ বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছিল?
উত্তর-
বিভীষণ মাস্টারমশাই বলেছিলেন -পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘুরবে ,তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে।-যেন পায়ের শব্দ নাহয়।জামাকাপড়ের বং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো।বেগুনি রঙের জামা পরলেও ভালো।
৩.২ তােমার দেখা যে কোনাে একটি কীট বা পতঙ্গের নাম, চেহারা ও বাসা বানানাের কৌশল লেখো।
আমার লেখা একটা কীট হইল মৌমাছি চেহারা ছোট্ট আকৃতি দেহ হলদে ডানা ধূসর রঙের বাসা বানানোর কৌশল মুখের লালা দিয়ে ।
৩.৩ ভরদুপুরে' কবিতার সঙ্গে তােমার দেখা কোনাে একটি অলস দুপুরের একটি মিল এবং একটি অমিল
উত্তর -
মিল - অলস দুপুরে যেমন চারিদিক নিস্তব্ধ থাকে তেমনি ভরদুপুরে কবিতায় নদীর ঘাটে নিস্তব্ধ ছিল ।
অমিল -ভরদুপুরে কবিতা দেখা যায় রাখাল মাঠে গরু চরাচ্ছে। কিন্তু অলস দুপুরে এটি দেখা যাবে না।
৪. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর লেখাে :
৪.১ ‘হ য ব র ল’- বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানাের অর্থ কী?
উত্তর -হ য ব র ল একটি বাংলা প্রবচন। যার অর্থ হলো এলোমেলো অর্থহীন কার্যকলাপ। বইটিতে যে গল্পটি আছে ,তাতে গল্পটির বিষয় চরিত্র এবং তাদের কার্যকলাপ সবই এলোমেলো এবং অর্থহীন ।তাই গল্পটি সঙ্গে নামকরণ এই ভাবে সাজানো হয়েছে।
৪,২ বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী?
উত্তর- বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তা টি হইলো ,প্রথমে কলকেতা, ডায়মণ্ড হারবার ,রানাঘাট ,তিব্বত। সিদে রাস্তা।
৪.৩ ‘কই হিসেবটা হলাে’– কে কাকে একথা জিজ্ঞেস করেছিল?
উত্তর -"কই হিসেবটা হলো "-কথাটি বলেছেন বুড়ো । গল্পের হিসাব রক্ষক কাক কে।
- ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে (যে কোনাে তিনটি) :
৫.১ নীচে দেওয়া উদাহরণগুলির মধ্যে বিসর্গসন্ধির উদাহরণ হলাে-
(ক) নিঃ + আনন্দ
(খ) মনঃ + রম
(গ) ভাঃ + কর
(ঘ) সব কয়টিই।
উত্তর- সবকটি
(ক) দল (খ) ভাত (গ) চাল (ঘ) যে-কেনাে খাবার
- (ক) র (খ) সাত (গ) গম (ঘ) তেরা।
নীচের যে কোনাে দুটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর লেখাে :
১ বিসর্গ সবির ফলে বিসর্গটি র' এবং 'ও'-তে রুপান্তরিত হচ্ছে এমন একটি করে উদাহরণ দাও।
৩২ মলিক শব্দের সঙ্গে যৌগিক শব্দের একটি পার্থক্য লেখাে।
৬.৩ দার উনআশিতম জন্মদিন সাতাশে আশ্বিন পালিত হবে। (বাক্যটি থেকে সংখ্যাবাচক বা পূরণবাচক শ
আদা কর লেখা)
নমুনা প্রশ্ন : ২
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখা (যে কোনাে ২টি) :
১.১ এদেশের যত পালা-পার্বণ, উৎসব-আনন্দ, সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। কারণ এই দেশটা হতে
(ক) শিল্প-নির্ভর (খ) কৃষি-কেন্দ্রিক (গ) পশুপালন নির্ভর (ঘ) কোনােটিই নয়
উত্তর-(খ) কৃষি-কেন্দ্রিক
১.২ নির্মল'- এর প্রতিশব্দ কবিতার যে উতৃতাংশে আছে-
(ক) ‘শিশির-বিমল প্রভাতের ফল (খ) নিশা নামে দূরে শ্রেণিহারা একা (গ) কত না হিন্ন চিহ্ন (ঘ) খোলা আছে হাট যুক্ত বাতাসে
উত্তর-(ক) ‘শিশির-বিমল প্রভাতের ফল
১.৩ ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলাে-
(ক) জাম গাছ (খ) বেলগাছ (গ) আম গাছ (ঘ) বটগাছ
উত্তর-(গ) আম গাছ
নীচের যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখাে :
২.১ হাটের দোচালা মুদিল নয়ন’– উদ্ধৃত অংশটি কোন্ সময়ের ছবি ফুটে উঠেছে বলে তােমার মনে হয়?
উত্তর- উদ্ধৃতাংশ টি যখন হাটের মধ্যে সন্ধ্যা নেমে এসেছিল এক শ্রেণি হারা ক্লান্ত কাকের পাখার ওপর ভর করে। সেই সময়ে ছবিটি ফুটে উঠেছে।
২.২ তুমি যে কাজের লােক ভাই! এইটেই আসল।' – উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মনােভাবের প্রকাশ পেয়েছে?
উক্তিটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্প থেকে নেওয়া পাতা পিঁপড়ের হাত ধরে এই উক্তিটি করেছিল এই উক্তিটি মধ্য দিয়ে বক্তার কর্মনিষ্ঠা সহজ-সরল মনোভাবের প্রকাশ পাওয়া যায়।