class 6 poribesh question with suggestion about 1st unit examination/ ষষ্ঠ শ্রেণি পরিবেশ প্রথম পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর সহ সাজেশন
ষষ্ঠ শ্রেণি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি পরিবেশ ও বিজ্ঞান উত্তর সহ
:
এ পর্যায় ক্রমিক মূল্যায়ণ পত্র ২০১৭
শ্রেণী: ষষ্ঠ শ্রেণী বিষয়; পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ১৫ সময় : ৩০ মিনিট
১। সঠিক উত্তরটি খাতায় লেখে ৪ (৫টি)
1x4= 4
১,১ জল একটি (যৌগিক / মিশ্র / মৌলিক) পদার্থ।
উত্তর-যৌগিক
১, ২ লােহায় মরিচা পড়া একটি (ভৌত / রাসায়নিক) পরিবর্তন।
উত্তর-রাসায়নিক
১৩ আদার যে অংশটি আমরা খাই তাহল (মূল / কান্ড / পাতা)।
উত্তর-কান্ড
১,৪ কুইনাইন পাওয়া যায়। (আম / শাল / সিংকোনা) গাছে।
উত্তর-সিংকোনা
১.৫ একটি তরল ধাতুর নাম (পারদ / ব্রোমিন / আয়ােডিন)।
উত্তর-পারদ
১.৬ বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায় (ফুসফুসীয় ধমনী / ফুসফুসীয় শিরা/ উদ্ধা মহাশিরা / নিম্ন মহাশিরা)
উত্তর-ফুসফুসীয় শিরা
২। অতি সংক্ষিপ্ত উত্তর দাও (৪ টি) ঃ
1×4 = 4
২.১ ফল ও বীজের বিস্তারে উদ্ভিদকে কারা সাহায্য করে?
উত্তর- ফল ও বীজ এর বিস্তারে উদ্ভিদকে সাহায্য করে -পাখি, বনবিড়াল ,শিয়াল ইত্যাদি প্রাণী।
২.২ কোন্ ব্যাকটেরিয়া দই এ পাওয়া যায় ?
উত্তর- ল্যাকটোব্যাসিলাস
২.৩ সিন্ধ পাওয়া যায় কোথা থেকে?
উত্তর- খনিজ তেল বা ক্যাশমিলন থেকে সিল্ক পাওয়া যায়।
২.৪ পরিস্রাবন কাকে বলে?
উত্তর- অর্ধ পর্দার মাধ্যমে দুটি পদার্থের মিশ্রণকে আলাদা করা কে বলা হয় পরিস্রাবণ।
২.৫ LPG এর মূল উপাদানগুলির
নাম লেখে।
উত্তর-মিথেন, প্রোপেন, বিউটেন।
২.৬ তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখাে।
উত্তর-তামা।
২.৭ কড় মাছের তেলে কোন্ কোন্ ভিটামিন থাকে ?
ভিটামিন A এবং D
1x3 = 3
৩। শূণ্যস্থান পূরণ করে খাতায় লেখাে (৩ টি) ঃ
৩.১ কার্বন আর অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরী হয়
........
উত্তর -কার্বন ডাই অক্সাইড
৩.২ ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ...........
উত্তর- পরিস্রুত তরল
৩.৩ SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হল। ....1
উত্তর- অ্যাম্পিয়ার
৩.৪ সিমেন্ট তৈরীতে ব্যবহার করা হয়.....
উত্তর - চুনাপাথর
৩.৫ একটি তরল মৌল হল ..........
উত্তর - ক্লোরিন
৪। যে কোন দুটি প্রশ্নের উত্তর লেখাে ।
2x2 = 4
৪.১ পরাগ মিলন কাকে বলে?
উত্তর- ফুলে যখন কোন কীটপতঙ্গ বা পোকামাকড় বসে তখন ফুলের পরাগ গুলি ওই কীটপতঙ্গের গায়ে লেগে যায় ।সেই কীটপতঙ্গ গুলি যখন অন্য ফুলে বসে তখন পরাগ গুলি সেই ফুলে পড়ে যায় ।এইভাবে এই ঘটনাকে বলে পরাগমিলন।
৪.২ ধাতুর দুটি সাধারন ধর্ম
লেখাে।
(i) ধাতুর তড়িৎ এর সুপরিবাহী।
(ii) ধাতুর তাপের সুপরিবাহী।
৪.৩ রাসায়নিক পরিবর্তন কাকে বলে?
উত্তর- যে পরিবর্তনের মূল পদার্থটি ফিরে পাওয়া যায় না। উল্টে নতুন এক ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় ।তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
৪.৪ ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে ও এরা এই প্রাণীর কী ক্ষতি করে?
উত্তর -ফিতাকৃমি পাকস্থলী, অন্ত্র ,মস্তিষ্ক, যকৃতে বাসা বাঁধে ।
ফিতা কৃমি প্রাণীদের যে ক্ষতি করে সেগুলি হল দুর্বলতা তৈরি করে।
খিঁচুনির মতো রোগ সৃষ্টি করে।
৪.৫ শীতকালে শিশির জমে কেন ?
উত্তর শীতকালে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম থাকে ফলে জলীয়বাষ্প ভূপৃষ্ঠে কাছাকাছি ঘাসের ধানের পাতায় জমা হয়।
উত্তর-
৪.৬ বায়ুকে মিশ্র পদার্থ কেন বলা হয় ?
উত্তর- বায়ুর মধ্যে বিভিন্ন উপাদান নিচে থাকে। যেমন অক্সিজেন হাইড্রোজেন জলীয়বাষ্প ইত্যাদি এগুলো কে আলাদা করা সম্ভব হয়। তাই বায়ু কে মিশ্র পদার্থ বলে।
(যষ্ঠ পরিবেশ ও বিজ্ঞান-১)
এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ
প্রশ্ন -সিঙ্কোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়?
উত্তর -কুইনাইন ।ম্যালেরিয়া ঔষধ ।
প্রশ্ন-আমরা শ্বাস ছাড়ার সময় কোন গ্যাস ত্যাগ করি?
উত্তর -কার্বন ডাই অক্সাইড
প্রশ্ন- একটি পরজীবী প্রাণীর নাম লেখ।
উত্তর- উকুন।
প্রশ্ন -একটি পরজীবী উদ্ভিদের নাম লেখ।
উত্তর- স্বর্ণলতা ।
প্রশ্ন- একটি এককোষী ছত্রাকের নাম লেখ।
উত্তর- ইস্ট
পটাশিয়ামের চিহ্ন লেখ ।
উত্তর- K
সোডিয়াম এর চিহ্ন লেখ
উত্তর -Na