class 7 bengali question suggestion about 1st unit examination/ সপ্তম শ্রেণী বাংলা প্রথম পরীক্ষার প্রশ্ন সাজেশন উত্তরসহ - Online story

Friday 22 April 2022

class 7 bengali question suggestion about 1st unit examination/ সপ্তম শ্রেণী বাংলা প্রথম পরীক্ষার প্রশ্ন সাজেশন উত্তরসহ

 



সপ্তম শ্রেণি বাংলা দ্বিতীয় পরীক্ষা প্রশ্ন সাজেশন উত্তরসহপূর্ণমান : ২০২২ এর জন্য
2nd Summive Evaluation
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি সপ্তম
বিষয় : বাংলা
সময় : ৫০ মিনিট
ক) ঠিক উত্তরটি বেছে লেখ :
1 বর্যামঙ্গল (আষাঢ় / অগ্রহায়ণ । শ্রাবণ) মাসে অনুষ্ঠিত হয়।
উত্তর-

২) ভাস্কো-ডা-গামা ছিলেন (মার্কিন/ পর্তুগিজ / গ্রিক)।

উত্তর-

৩) পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান (জলের ওপর /নদীর ওপর /মাটির ওপর)।
উত্তর-


খ) যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও :


১ শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে’ – তখন কবির কেমন অনুভূতি
হয়?


২'ওরা ভেবেছিল মনে’ –কাদের কথা বলা হয়েছে ? তারা কী ভেবেছিল ?

৩" কাল থেকে মনে মাের লেগে আছে খটকা’ –কাল থেকে মনে কী খটকা
লেগেছে ? এই খটকা কীভাবে দূর হবে?

৪) আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে।' –
সেলটিকে ‘ভবঘুরে' বলা হয়েছে কেন ?


গ) টীকা লেখ (দুটি) ঃ
            ২x২=৪
শঙ্করাচার্য, স্বদেশীযুগ, দিনু


২) যেকোন একটি প্রশ্নের উত্তর দাও :

১)স কেন সপ্তাহে তিনবার পােস্ট অফিসে যেত?



২) হােটেলওয়ালা আসলে কে ?



৩) সং-এর লটারির টিকিটের আধখান হােটেলওয়ালা কিভাবে হারিয়েছি।
        ২x৩=৩


ঙ) নীচের প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়ােগ কর (৩টি) ঃ
আক্কেল গুড্ডুম ,একাই একশাে, ওজর বুঝে চলাে, গলিক প্রবাহ।


চ) নীচের শব্দগুলাের প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখ (৩টি::

দশরথি, বুদ্ধিমান, চলিষ্ণু, ডুবন্ত, পথিক।
★■★■★■★■ ■★ ★■★■★■★■