class 9 physical science question answer about 1st unit examination / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তরসহ সাজেশন - Online story

Thursday, 21 April 2022

class 9 physical science question answer about 1st unit examination / নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তরসহ সাজেশন

 


 






নবম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রথম পরীক্ষার প্রশ্ন1st Summative
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি: নবম
পূর্ণমান : ৪০
বিষয় ঃ ভৌতবিজনে
সময় ঃ ১ঘন্টা ৩০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ ?
                                1x7=7
i) যে রাশির একক তিনটি মূল একক দ্বারা গঠিত তা হল – (a) ত্বরণ (b) ঘনত্ব (c) ভরবেগ (d) দ্রুতি।

উত্তর(c) ভরবেগ

(ii) ক্ষমতার মাত্রা হল। (a) ML²T-³ (b) ML²T-² (c) ML²T²(d) ML2T-¹

উত্তর-(a) ML²T-³

(iii) আলােকবর্ষ কিসের একক ? (a) দৈর্ঘ্য (b) ভর (C) সময় (d) আলােক শক্তি।
উত্তর--(a) দৈর্ঘ্য
-
-
iv) সূর্যের চারদিকে পৃথিবীর প্রদিক্ষণ হল – (a) চলনগতি (b) বৃত্তীয় গতি (c) ঘূর্ণন গতি (d) দোলগতি।।
উত্তর-(b) বৃত্তীয় গতি

(v) যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হল (a) (ভরের। সংরক্ষণ সূত্র (b) শক্তির সংরক্ষণ সূত্র(c) ভরবেগের সংরক্ষণ সূত্র(d) এর কোনােটিই নয়।

(c) ভরবেগের সংরক্ষণ সূত্র

vi)কার্য একটি – (a) ভেক্টর রাশি (b) স্কেলার রাশি (c) মিশ্ররাশি (d) এর কোনটিই নয়।
উত্তর-b) স্কেলার রাশি


ii) তৃতীয় গতি সূত্রানুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার অন্তবর্তী কোণ হল-
(a) 0° (b) 90° (c)180° (d) 2709.

উত্তর 180°(c)

Group-B
2. একটি বাক্যে উত্তর দাও (যে কোনাে 9টি) ঃ

                                 1x9 =9
(i)SI পদ্ধতিতে ক্ষমতার একক কী?
 

 

উত্তর-ওয়াট

উত্তরগুলি শীঘ্রই দেয়া হইবে

(i)] মাত্রাহীন একটি ভৌত রাশির নাম লেখাে, যার একক আছে।

 

উত্তর -কোণ, যার একক হল রেডিয়ান


ii) 1 ফার্মি= কত মিটার?

উত্তর-
10-15         মিটার


 iv)1 ডাইন= কত নিউটন ?
105      ডাইন1।   = 1 নিউটন
                     1 N

1 ডাইন =  -------নিউটন
                       105   

v) একটি স্থির বস্তুর গতিশক্তির মান কত ?
উত্তর শুণ‍্য


vi) তরল পদার্থের আয়তুন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তর -মাপনি চোঙ

yii) শক্তি কাকে বলে?
উত্তর-কোন বস্তুর কার্য করার সামর্থ‍্য কে শক্তি বলে।

(viii) চলন্ত গাড়ির চাকার গতি কোন ধরণের গতির উদাহরণ?

উত্তর মিশ্র গতি
 

ix) নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়?

উত্তর দ্বিতীয় গতিসূত্র
x) একটি কণা সমবেগে চলছে। অপর একটি কণা সমত্বরণ চলছে। কোন কণাটির উপর বল ক্রিয়া করছে ?

উত্তর যে কণাটি সমতরনে চলেছে সেই কোনটির ওপর বল প্রয়োগ করছে
Group-C


3. সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনাে 6 টি) ঃ
        2x6=12
i) সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বােঝায়?

সুবেদিতা) যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতার শর্তগুলাে হল-
তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হবে। [তুলাদণ্ডটি হালকা হৰে। [u] সূচকটি লম্বা হবে।
[ তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে।

(i) প্রতিমিত বল কাকে বলে?
উত্তর -যখন সম মানের দুটি বল কোন বস্তুর ওপর একসঙ্গে ক্রিয়া করে। তখন বস্তুটি স্থির অবস্থায় থাকে অথবা সরলরেখা বরাবর সমগতি বজায় রাখে। বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলিকে
 প্রতিমিত বল বলা।

iii) স্কেলার ও ভেক্টর রাশির দুটি পার্থক্য লেখাে।


iv) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করাে।

উত্তর-ব্যাখ্যা: নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বা ∆p=0 অর্থাৎ ভরবেগ ধ্রুবক থাকে। সুতরাং বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে

v) 500gm ভরের একটি বস্তু 10m/s বেগে গতিশীল। বস্তুটির গতিশক্তি কত?

vi) বলের বিরুদ্ধে কার্য বলিতে কী বােঝায় ?

vii) বন্দুক থেকে বুলেট ছুড়লে বন্দুকটি পিছন দিকে ধাক্কা খায় কেন?


Group-D
4. যে কোন 4টি প্রশ্নের উত্তর দাওঃ
3x4=12


i) মৌলিক একক কাকে বলে? একটি উদাহরণ দাও।
2+1=3

ii) স্থির অবস্থা থেকে 5m/s2 ত্বরণ নিয়ে চলতে শুরু করে 5 সেকেণ্ড পরে একটিকার বেগ কত হবে? SI পদ্ধতিতে বলের পরম এককটি লেখাে।



iii) কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণ দাও।
2+1=3



jv) ত্বরণের এককে ‘প্রতি সেকেণ্ড’কথাটি দুবার আসে কেন? SI পদ্ধতিতে
2+1=3


ত্বরণের একক লেখাে।
v)স্পর্শহীন বলের একটি উদাহরণ দাও। সবচেয়ে প্রাচীন ঘড়ি কোনটি ?
                    +1+1=3
কার্য ও ক্ষমতার সম্পর্ক লেখাে।