class vi geography suggestion 1st examination/ ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষার প্রশ্ন সাজেশন উত্তরসহ - Online story

Tuesday 12 April 2022

class vi geography suggestion 1st examination/ ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষার প্রশ্ন সাজেশন উত্তরসহ

 







গণিত প্রথম পরীক্ষার সাজেশন
ইতিহাস প্রথম পরীক্ষার সাজেশন
বাংলা প্রথম পরীক্ষার সাজেশন
                     

                        ষষ্ঠ শ্রেণি
       ভূগোল প্রথম পরীক্ষা
                      প্রশ্ন   সাজেশন:



সময় : ৩০ মিনিট
                                      
শ্রেণী : ষষ্ঠ
বিষয় :ভূগােল
পূর্ণমান : ১৫

১। এককথায় উত্তর লেখাে ঃ (৩ টি) ঃ



১.১ আলাের গতিবেগ প্রতি সেকেন্ডেকত?
উত্তর- প্রতি সেকেন্ডে 3000000 কিমি

১.২ মহাকাশে যাওয়ারপােশাককে কী বলে?
উত্তর- স্পেস স্যুট

১.৩ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর- শুক্র গ্রহ

১.৪ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?
উত্তর- আর্য ভট্ট


১.৫ চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেছিলেন পৃথিবী গােল ?
উত্তর- আর্য ভট্ট। বিজ্ঞানী এরাটোস্থেনিস এই বক্তব্যকে সমর্থন করেছিলেন।


২। সঠিক উত্তরটি খাতায় লেখাে (৩ টি)
                                          ১x৩ = ৩
২.১‘হিমালয়’ কথার অর্থ (বরফের / পাথরের / তুষারের) গৃহ।

উত্তর- বরফের

২.২ পৃথিবীকে (লাল / নীল /সবুজ) গ্রহ বলে।
উত্তর- নীল


২.৩ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল (লুনি / গােদাবরী / সিন্ধু)।
উত্তর- গোদাবরী


২.৪ভারতের প্রথম মহাকাশচারী (রাকেশ শর্মা / আর্যভট্ট / কল্পনা চাওলা)
উত্তর- রাকেশ শর্মা


৩। শূন্যস্থান পূরণ করে খাতায় লেখাে : (৩ টি)
                                        ১x৩ = ৩

৩.১ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন-----।
..উত্তর- মার্কেটর


৩.২ অক্ষরেখার মধ্যে.......... এর দৈর্ঘ্য সবচেয়ে বড়াে।

উত্তর- নিরক্ষরেখা।


৩.৩ পৃথিবীর মেরুব্যাসের দৈর্ঘ্য .... কিমি।
উত্তর- ১২৭১৪ কিমি।


৩.৪.......... প্রমান করেন পৃথিবীনয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে।
উত্তর- কোপার্নিকাস।


৩.৫ পৃথিবীতে কোনাে বস্তুর ওজন 36 কিগ্রা হলে চাঁদে তার ওজন হবে....... কিগ্রা।

উত্তর- 6 কেজি

৪। যে কোন একটি প্রশ্নের উত্তর লেখাে।

৪.১ জিয়ড কী?
উত্তর- জিয়ড হইল পৃথিবীর নিজস্ব আকৃতি।

 ৪.২ চন্দ্রকলা বলতে কী বােঝাে?
উত্তর- অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে  চন্দ্রকলা বলে।

 ৪.৩ তারার বিভিন্ন রঙ থেকে কী বােঝা যায় ?
উত্তর-  কোন তারা কতটা উত্তপ্ত ,তা রং দেখেই বোঝা যায়।

৪.৪ ভারতের দাক্ষিণাত্যকে উপদ্বীপ বলে কেন ?

উত্তর- ভারতের দাক্ষিণাত্য অংশটি ত্রিভুজের মতো দেখতে। মালভূমির তিনদিক পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা ।তাই দাক্ষিণাত্য কে উপদ্বীপ বলে।

৫। যে কোন দুটি প্রশ্নের উত্তর লেখাে :
২x২ = ৪


৫.১ গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর- (ক)গ্রহের নিজস্ব আলো নেই ।
-নক্ষত্রের নিজস্ব আলো আছে।
(খ) গ্রহের আলো স্থির।
- নক্ষত্রের আলো মিটমিট করে।

(গ) গ্রহগুলি আকারে ছোট
- নক্ষত্রগুলো আকারে বড়।


৫.২ গঙ্গা নদী সম্বন্ধে যা জানাে লেখাে।
উত্তর -উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয় ,উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে যমুনা সঙ্গে মিলিত হয়ে ,মুর্শিদাবাদের ধুলিয়ান আর কাছে পদ্মা ও ভাগিরতি নামে ভাগ হয় ।পদ্মা বাংলাদেশের প্রবেশ করে। ভাগীরথী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

 ৫.৩ ধূমকেতু সম্বন্ধে সংক্ষিপ্ত আলােচনা করাে।
উত্তর- ঝাঁটার মত লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক কে বলে ধুমকেতু ।সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো, গ্যাস জ্বলতে শুরু করে। এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। হ্যালির ধূমকেতু সবচেয়ে বড় ধূমকেতু।

 ৫.৪ চন্দ্রগ্রহন কাকে বলে?
উত্তর পূর্ণিমা তিথিতে চাঁদ সূর্য পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে।তখন চাঁদ কে দেখতে পাওয়া যায় না তাকে চন্দ্রগ্রহণ বলে।

৫.৫ সূর্য বা অন্য তারা কেন পূর্ব আকাশে আগে দেখা যায় ?
উত্তর- শুক্র গ্রহকে পূর্ব আকাশে ঊষালগ্নে দেখা যায় ।কারণ শুক্র পৃথিবীর কাছের গ্রহ। এবং ওই করেছেন আলোকিত অংশ পৃথিবী থেকে প্রথম চোখে পড়ে।


এগুলো ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১)লাল গ্রহ টির নাম কি ?

উত্তর -মঙ্গল

২) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

উত্তর-আট মিনিট কুড়ি সেকেন্ড

৩) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?


 উত্তর -প্রায় 15 কোটি

৪) ধ্রুবতারা কে কোন আকাশে দেখা যায়?

 উত্তর -উত্তর আকাশে।