class 9 life sciences question about 1st examination 2022 / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পরীক্ষা 2020 প্রশ্ন - Online story

Saturday 7 May 2022

class 9 life sciences question about 1st examination 2022 / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম পরীক্ষা 2020 প্রশ্ন

 

 


 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২
শ্রেণী - নবম
বিষয় - জীবন বিজ্ঞান পূর্ণমান - ৪০ সময় - ৯০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করাে।
1x7=7
vy কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় -
a) vit-C b) vit - K 9 vit - D d) vit - E

¡¡) পাট, শন কি জাতীয় কলা-
a) প্যারেনকাইমা By ফ্লেরেনকাইমা c) কোলেনকাইমা d) ক্লোরেনকাইমা

¡ii) ব্যাকটেরিয়ার কোশাচীর গঠিত হয় -
৪)সেলুলােজ b) পেপটাইডােগ্লাইকান c) প্রােটিন d) কাইঠিন

iv) হিমােগ্লোবিন গঠনে সাহায্য করে -
a) লােহা। b) ক্যালসিয়াম c) তামা d) সালফার

v)কোম্বপ্লেট দেখা যায় -
a) পরিফেরা bনিডারিয়া c) টিনােফোরা d) মােলাস্কা

vi) কোন প্রাণীর মধ্যচ্ছদা দেখা যায় -
a) রেপ্টিলিয়াb)ম্যামেলিয়া c) একাইনােডার্মাটা d) অ্যাম্ফিবিয়া
vii) পেশী গঠনে অংশ নেয় -
a) প্রােটিনc) শর্করা d) ভিটামিন



2. পূর্ণবাক্যে উত্তর দাও :
              1x6=

i) পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এর প্রবক্তা কে ?

Ii) হিস্টোরিয়া প্লাটেরাম” কার লেখা ?

ii) কোন উদ্ভিদে প্রথম সংবহন কলা দেখা যায় ?

iv) DNA র অ্যাডেনিন এর পরিপূরক কি ?


v)আপেল খেলে কচ্ শব্দ হয় কোন কলার কারণে ?


vi)আত্মঘাতী থলি’ নামে পরিচিত অঙ্গানুটি কোনটি ?

3. স্তম্ভ মিলিয়ে উত্তর দাও :
__
1x5=5
ডানস্তম্ভ
i) জীববিদ্যা ও ইলেকট্রনিক্স
 একত্রে যা হয়.                 a) অগ্নাশয়
ii) ছদ্মসিলােম।.             b) সেন্ট্রোজোম
iii) P-L-POPITSRE!     c) বায়ােনিক্স
iv) ইনসুলিন.                 d) গল্পি বডি
v) প্ৰণীকোশ বিভাজন.     e) নিমাটোডা
                                   f) একক পর্দা।
4. সংক্ষিপ্ত উত্তর দাও ঃ (যে কোনও 6 টি)
i) প্রাইমরড্রিয়াল ইউট্রিকল কাকে বলে ?
2
2
i) জোন - অ এক্সকুসন বলতে কি বােঝ?
ii) তােমাদের দেহে যােগকলার অবস্থান কোথায় ?
2
iv) লাইসােজোম কোন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? প্লীহা না থাকলে আমাদের কি
ক্ষতি হতে পারতাে ?
1+1=2
v) প্রােক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোশের পার্থক্য লেখ।
2
vi) সন্ধিপদ প্রাণীর 2 টি বৈশিষ্ট্য লেখ।
2
vii) দ্বিপদ নামকরণ কাকে বলে ? এর প্রবক্তা কে ?
1+1=2
নিম্মলিখিত প্রশ্নের উত্তর দাওঃ (বিকল্প প্রশ্ন লক্ষনীয়)
2x5=10
i) “কোশের মস্তিষ্ক” কাকে বলে ? এর কটি অংশ? এর কাজ কি ? 2+1+2=5
অথবা,
“কোশের শক্তিঘর” কাকে বলে ? কোশের “প্রােটিন ফ্যাক্টরি” কাকে বলা হয়? গল্পি
বস্তুর কাজ লেখাে ?
2+1+2=5
ii) শ্রেণীবিন্যাস কাকে বলে ? কোন উদ্ভিদ গােষ্ঠীকে ‘উদ্ভিদরাজ্যে উভচর’ বলে? কেন
বলে ? কোন পর্বের অমেরুদন্ডীরা সবাই সামুদ্রিক ?
2+1+2=5
অথবা,
উদাহরণ সহ মােলাস্কাও পক্ষী-র বৈশিষ্ট্য লেখ।