class 3 shekhar setu bengali path koushol-6/ তৃতীয় শ্রেণি বাংলা শেখার সেতু পাঠ কৌশল 6
পরিবেশ সকল প্রশ্নের উত্তর দেখুন
পরের পর্ব দেখুন
পাঠ কৌশল-৬
বারোমেসে
আগমনী
(প্রেমেন্দ্র মিত্র)
(তৃতীয় শ্রেণি)
আঙ্গিকগতভাবে ও
ভাবমূলগতভাবে
(সুভাষ মুখোপাধ্যায়)
(দ্বিতীয় শ্রেণি)
লেখক পরিচিতি :
আধুনিক বাংলা সাহিত্যের বিংশ শতকের বিখ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘পদাি
‘শত দূরেই যাই’, ‘চিরকূট’ ইত্যাদি।
দ্বিতীয় শ্রেণিতে কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ‘বারোমেসে’ কবিতাটিতে বারোমাস ধরে বাংলার প্রকৃতির ঋতু-বৈচি
কথা পাই। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকালের গরম সত্ত্বেও আম পাকার আনন্দ বাঙালি লাভ করে। আষাঢ়-শ্রাবণে
বৃষ্টির পালা, ভাদ্র-আশ্বিনের শরৎ ঋতুতে কাশফুলের দোলা; কার্তিকে-অঘ্রানের হেমন্ত ঋতুতে ধান পাকার পর
শীতের আগমন এবং বাংলার শেষ দুই মাসে ফাল্গুন-চৈত্র ঋতুরাজ বসন্তের আগমনের চিত্র কবি তুলে ধরেছেন।
তৃতীয় শ্রেণিতে আমরা পড়ব কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা ‘আগমনী’ কবিতা। বর্ষার ঋতুর শেষে উৎসবের ঋতু
আগমনের কথা কবি এখানে কাব্যিক ভঙ্গিমায় তুলে ধরেছেন।
2
●
পড়তে পড়তে ভাবি
●
এই দুটি কবিতা দুজন পৃথক কবির রচনা, কিন্তু কবিতা দুটিতে বাংলার ছয় ঋতুর সৌন্দর্য, ঋতু উৎসব ও ঋতু পরিব
প্রকৃতির রূপের বদলের সঙ্গে সঙ্গে আমাদের রোজকার জীবনের কাজকর্ম, খাওয়া-দাওয়া, পোশাক-আশাক ইত্যাদি
কী বদল ঘটে তা শিক্ষিকার কাছ থেকে জেনে নাও।
১
নীচের প্রশ্নগুলির উত্তর আগে মুখে বলি এবং পরে লিখি :
(ক) বারোমেসে কবিতাটি কার লেখা?
উঃ- সুভাষ মুখোপাধ্যায়
(খ) কোন মাসে ঝড় ওঠে বলে কবি এই কবিতায় বলেছেন?
উঃ- বৈশাখ মাসের ঝড় ওঠে বলে কবি মনে করেছেন।
(গ) পরবের মাস কোনটা?
উঃ- চৈত্র মাস পরবের মাস
(ঘ) গোবিন্দর গাল কেন ফুলেছে?
উঃ- হেমন্ত ঋতু তে হিম লেগে গোবিন্দর গাল ফুলেছে।
(ঙ) বসন্তকালের বর্ণনা যেভাবে কবিতায় আছে, তা নিজের ভাষায় লেখো।
উঃ- বসন্তকাল রঙিন ফুলে ভরে যায়। রং খেলার উৎসব হয় ।পরবের উৎসব শুরু হয়।
পাশের খোপ থেকে শব্দের অর্থ খুঁজে লিখি :
উঃ-
দারুণ- ভীষণ
গোলা- যেখানে ধান জমা করা হয়
বারোমেসে- বারোমাসের
পার্বণ-উৎসব
পালা-পর্যায়
ফাগ-রং
·
স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাই :
শব্দ
এখানে কম্পিউটারের সাহায্যে চিহ্ন লেখা যাচ্ছে না তাই বর্ণ গুলো লিখে দিলাম তোমরা চিহ্নগুলো বসিয়ে নেবে
বশখ- বৈশাখ-ঐ,আ
দরণ- দারুণ -আ,উ
মঘ- মাঘে - আ,এ
কর্তক -কার্তিক -আ,ই
খল -খেলা -এ,আ
8. ছন্দে মেলে এমন শব্দ কবিতা থেকে লিখি :
পাকে খেলা গোলা লাগে। পার্বণ
থাকে পালা গালফোলা জাগে কাশবন
৫. যুক্ত ব্যঞ্জনে ভেঙে লিখি ও শব্দ বানাই :
যুক্তব্যঞ্জন ভেঙে লিখি,
৮.
বাক্য রচনা করি :
গরম- গরম কালে আম পাকে
কাশবন- নদীর ধারে কাশবন দেখা যায়
গোলা -আগে ধান মজুদ করা হতো গোলা তে
মেঘ -বর্ষাকালে আকাশে কালো কালো মেঘ ভেসে বেড়ায়
পার্বণ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ
৭. বিপরীতার্থক শব্দ দাগ টেনে মেলাই :
পাকা-কাঁচা
গরম-ঠাণ্ডা
কম -বেশি
রাত-দিন
বন্ধ -খোলা
পছন্দের ঋতু সম্পর্কে ৫-৬টি বাক্য লিখি :
কেন পছন্দ? এইসময় নদী-নালা-খাল-বিল সব জলে ভরে যায় ।গাছের নতুন করে প্রাণ ফিরে পায়। কখন ও টিপটাপ করে ,কখনো ঝমঝম করে বৃষ্টি নামে।
ঋতুর নাম- ঋতুর নাম বর্ষাকাল
কোন কোন মাস -আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে কোন বর্ষাকাল
বিশেষ বৈশিষ্ট্য এসময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে মাঝে মাঝে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
উৎসব এইসময় রথযাত্রার ঝুলন যাত্রা মনসা পূজা উৎসব হয়।
ফল, ফুল, সবজি-
ফুল- গাছে গাছে করবী, কদম ফুলে ভরে যায়।
ফল-গাছে গাছে খেজুর জাম ফলে ঘুরে যায়।
সবজি-এইসময় বেগুন ঝিঙে সবজি বাজার ভরিয়ে দেয়।