class 9 bengali question 2022 about 1st examination/ নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রশ্ন 2022 প্রথম পরীক্ষা - Online story

Wednesday, 4 May 2022

class 9 bengali question 2022 about 1st examination/ নবম শ্রেণী জীবন বিজ্ঞান প্রশ্ন 2022 প্রথম পরীক্ষা

 



           নবম শ্রেণির
            বাংলা প্রশ্ন
           2022 প্রথম পরীক্ষা।

   
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন - ২০২২
শ্রেণী - নবম
বিষয় - বাংলা
পূর্ণমান - ৪০
সময় - ৯০ মিনিট
১। সঠিক উত্তরটি চিহ্নিত করাে ।
১x৮=৮
১১. “তড়কা’ শব্দের অর্থ -
ক) আশ্চর্যখ) বিদ্যুৎগ) সুন্দর।ঘ) রর্জ

১.২.স্রোতের প্রবল প্রাণ করে আহরণ
ক) জোয়ারের ঢেউ খ) ভাটার শােষণ গ) চোরা বালি ঘ) নদীর তরঙ্গ

১৩. মােল্লার মতে ইলিয়াসের কথাগুলি লেখা আছে -
ক) নীতি শাস্ত্রের গ্রন্থে।
খ) বিজ্ঞান বিষয়ক গ্রন্থে
গ) ইতিহাস গ্রন্থে
ঘ) পবিত্র গ্রন্থে
১.৪ ‘ধীবর বৃত্তান্ত’ নাট্যাংশে জানুক কে?
ক) প্রধান রক্ষী
খ) রক্ষী
গ) কোতােয়াল
ঘ) সেনাপতি

১.৫. অজিত দত্তের নােঙর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) কুসুমের মাস খ) নষ্ট চাদ গ) ছায়ার আলপনা ঘ) সাদা মেঘ কালাে পাহাড়

১ ৬. যৌগিক স্বরের উদাহরণ হল -
খ) ঈ

১ ৭. নাসিক্য বর্ণ হল -
ক) ট  খ)ড  গ) ম  ঘ) দ

১৮. "‘ঈশানে উড়িল মেঘ"-
- ঈশান কোণ হল -
ক) উত্তর -পূর্ব খ) উত্তর - পশ্চিম গ) দক্ষিণ – পশ্চিম ঘ) দক্ষিণ -পূর্ব

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
                                         ১X ৭=৭
২১. অষ্ট গজরাজ কী ?

২.২ কোথায় শকুন্তলা নিদর্শন হারিয়ে ফেলেছিল?

২.৩, দাঁড় ও পাল কীসের প্রতীক ?

২.৪. চন্ডীর আদেশে নদনদী কী করে ?

২.৫. সারারাত মিছে দাঁড়টানার অর্থ কী ?

২.৬ ধীবরের জীবিকা সম্পর্কে রাজ শ্যালক হেসে কী বলে ?

২.৭. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ দাও ?

৩। নীচের যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাওঃ
১. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়’ - ‘রড়’ শব্দটির অর্থ কী? প্রজারা কেন বিপাকে
পড়েছিল ? তারা ভবন ছেড়ে দিল কেন ?
                                       ১+২+২
৩.২. ‘নােঙর’ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করাে ।


৪। নিম্নলিখিত যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও :
                                ৫x১=১
৪.১ ‘ইলিয়াস’ গল্পে মহম্মদ শা-র চরিত্র বিশ্লেষণ করাে।


৪ ২“দাম’ গল্পে সুকুমার বাবুর চরিত্র বিশ্লেষণ করাে।



৫। নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে একটির উত্তর দাও :


৫.১. “এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী”
প্রহ্লাদ কে ? কোন্ কেলেঙ্কারির কথা বলা হয়েছে ? তাকে কেন দায়ী করা হয়েছে ?
                      ১+২+২
৫.২ প্রফেসর শঙ্কুর চরিত্রটির যে বর্ণনা ‘ব্যোমযাত্রীর ডায়রি’ গল্পে চিত্রিত হয়েছে, তা
অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্র চিত্রণ করাে ।

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনাে দুটি)
                      ২১/২x২=৫

৬.১. প্লত স্বর বলতে কী বােঝাে ? উদাহরণসহ বুঝিয়ে দাও।


৬.২. অপিনিহিতি কাকে বলে ? উদাহরণসহ বুঝিয়ে দাও।


৬.৩. নাসিক্যীভবন ব্যাপারটা উদাহরণ সহ বুঝিয়ে দাও।




৭.। ভাবসম্প্রসারণ করাে ঃ (যে কোনাে একটি)
৭.১. ‘পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তােমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
৭.২. অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।