Maku story question answer about 2end examination/মাকু গল্পের প্রশ্ন উত্তর-দ্বিতীয় পরীক্ষার জন্য
মাকু
লীলা মজুমদার
পর্ব 4
দ্বিতীয় পরীক্ষার জন্য
প্রশ্ন-হোটেলে ওয়ালার জন্মদিনে কি কি রান্নার আয়োজন ছিল?
উত্তর- ভুনি খিচুড়ি ,হরিণের মাংসের কোর্মা এবং সুরুয়া
প্রশ্ন- হোটেল ওয়ালার প্রয়োজনীয় জিনিসপত্র কে কোথা থেকে কিনে আনে?
উত্তর- সং, গ্রামের হাট থেকে কিনে আনে।
প্রশ্ন -সং হপ্তায় কতবার পোস্ট অফিসে যায়?
উত্তর-তিন বার
প্রশ্ন-স্বর্গের সুরুয়া নাম টা কে দিয়েছিল?
উত্তর-জাদুঘর।
প্রশ্ন-হোটেল ওয়ালা যখন স্বর্গের সুরুয়া রাঁধে তখন কোন কাজ টিকে লুকিয়ে লুকিয়ে করতে হয়?
উত্তর- হোটেল ওয়ালার দাড়ি গোঁফ জোড়া সুরুয়ার মধ্যে ফেলে ফোটাতে হয়।
প্রশ্ন -জানোয়ারের খেলা কোথায় দেখানো হতো?
উত্তর-ঘাসজমিতে
প্রশ্ন- "রাতে মালিকের জন্মদিনের ভোজ।" এখানে মালিক কে?
উত্তর -হোটেলওয়ালা।
প্রশ্ন- জানোয়ারের খেলায় বাঁদর ও ঘোড়ার সংখ্যা কত?
উত্তর- চারটি বাঁদর এবং চারটি ঘোড়া ।
প্রশ্ন- হোটেল ওয়ালার জন্মদিনে গয়লা কতটা দূর দিয়ে গিয়েছিল?
উত্তর -এক মন।
প্রশ্ন -তোমার গায়ে তো দেখছি পাঁচটা মোষের শক্তি। তা কাজে এত গাফিলতি কেন ?কথাটি কে কাকে বলেছিল?
উত্তর -কথাটি হোটেলওয়ালা মাকু কে বলেছিল।
প্রশ্ন- হোটেল ওয়ালা এবং মাকু কিভাবে খাবার জন্য টেবিল বানিয়েছিল?
উত্তর -গাছের গুড়ি সোজা করে তার ওপর তক্তা পেতে টেবিল বানিয়েছিল।
প্রশ্ন -মাগনা কথাটির অর্থ কি?
উত্তর- বিনি পয়সা
পর্ব 5
প্রশ্ন- "এই সেই কালিয়া বনের ভয়ঙ্কর নয় তো?" কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
উত্তর- গেছো ঘরের দেয়াল ঘেঁষে এক পাশে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটির কথা বলা হয়েছে। আসলে লোকটি ছিল হোটেল ওয়ালার ভাই ঘড়ি ওয়ালা।
প্রশ্ন -সং যে লটারি টিকিট কেটেছিল তার মূল্য কত ছিল ?
উত্তর -এক টাকা ।
প্রশ্ন-সং কেন পোস্ট অফিসে যেত ?
উত্তর- খবরের কাগজে লটারি কথা লেখা হয়েছে নাকি জানতে।
প্রশ্ন- হোটেল ওয়ালা সং এর লটারি টিকিটের আধখানা কোথায় রেখেছিলেন ?
উত্তর -কানে গুঁজে রেখেছিলেন।
প্রশ্ন -হোটেলওয়ালা কে দাড়ি জোগান দিত?
উত্তর- ঘড়িওয়ালা ।হোটেল ওয়ালার ভাই ।
প্রশ্ন- ঘড়ি ওয়ালা কতদিন বাড়ি ছেড়ে ঘড়ি কারখানায় কাজ করেছিল?
উত্তর-সতেরো বছর ।
প্রশ্ন -ঘড়িওয়াল কত টাকার জন্য তার নামে হুলিয়া বেরিয়েছিল?
উত্তর; 5000 টাকা।
প্রশ্ন -"গাঁয়ের লোকেরা বাঘ ধরার জন্য করেছিল" -এখানে বাঘ ধরার জন্য কি করার কথা বলা হয়েছে?
উত্তর -বাঘ ধরার ফাঁদে কথা -মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে খরকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো ।
।প্রশ্ন- বাঘ ধরার ফাঁদ অর্থাৎ গর্তের মধ্যে যাতে খেলা দেখানো জানোয়ারেরা না পড়ে যায় তার জন্য কি করা হয়েছিল?
উত্তর- যেখানে যেখানে ফাঁদ ছিল সেখানে ফাঁদের কিনারায় বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছিল ।
প্রশ্ন- "পেয়াদা পড়েছে ফাঁদে" -পেয়াদা কোন ফাদেঁ পড়েছিল?
উত্তর-বাঘ ধরার ফাঁদে।
পঞ্চম পর্ব সমাপ্ত হল পরের পর্বের জন্য লিংকে ক্লিক করুন