class 3 shekhar setu bengali part 4/ তৃতীয় শ্রেণি শেখার সেতু বাংলা চতুর্থ পর্ব 11/ 12 পাতা
তৃতীয় শ্রেণি-১১পতা
শেখার সেতু বাংলা
পাঠ কৌশল -৪
এসেছে শরৎ হিমের পরশ কবিতা টি কানে তুলে ধরা হলো এখান থেকে প্রশ্নগুলো সহজ বুঝে নিতে পারবে
"এসেছে শরৎ"
রবীন্দ্রনাথ ঠাকুর
এসেছে শরৎ হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে,
সকাল বেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে ।
আমলকি বন কাঁপে যেন
তার বুক করে দুরু দুরু ,
পেয়েছে খবর পাতা খসানোর
সময় হয়েছে শুরু ।
শিউলির ডালে কুড়ি ভরে এল
টগর ফুটিলো মেলা,
মালতীলতা এ খোঁজ নিয়ে যায়
মৌমাছি দুই বেলা ।
গগনে গগন এ বর্ষণ শেষে
মেঘেরা পেয়েছে ছাড়া ,
বাতাসে বাতাসে ভেসে ভেসে
নাই কোন কাজে তারা।
দিঘী ভরা জল করে ঢল্ ঢল্
নানা ফুল ধারে ধারে,
কচি ধান গাছে খেত ভরে আছে
হাওয়ায় দোলা দেয় তারে।
যেদিকে তাকাই সোনার আলোয়
দেখি যে ছুটির ছবি ,
পূজার ফুলে ভরে ওঠে
ওই পূজার দিনের রবি।
এসেছে শরৎ হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে।
পাঠ প্রকৌশল-8
ভাবমূলগতভাবে
এসেছে শরৎ
(রবীন্দ্রনাথ ঠাকুর)ভাবমূলগতভাবে
ছুটির মজা
(প্রথম শ্রেণি) আগমনী(প্রেমেন্দ্র মিত্র)
(তৃতীয় শ্রেণি)
লেখক পরিচিতি:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। কথা ও কাহিনী, শিশু
ভােলানাথ, শিশু, সহজপাঠ, ছেলেবেলা শিশুর মনের মধ্যে প্রথম সাহিত্য রসের উদ্রেক ঘটায়। এশিয়ার মধ্যে তিনিই প্রথম
নােবেল পুরস্কার পান ১৯১৩ সালে।
‘এসেছে শরৎ’ কবিতাটির মাধ্যমে আমরা শরৎ ঋতুর কথা জানতে পারি। ছুটির মজা’ রচানায়ও শরতের ছুটির আনন্দ,
প্রাকৃতিক সৌন্দর্যের কথা আছে। বর্ষা ঋতুর পরে আসে শরৎ ঋতু। এই সময় বাতাসে হিমের পরশ লেগে থাকে। শিউলি,
টগর, মালতী ইত্যাদি ফুল ফোটে। কচি ধানগাছে খেত ভরে থাকে। মিঠে রােদ, সাদা মেঘ, শিউলির মেলা আমাদের মন
ভালাে করে দেয়। এইসময় উৎসবে মাতে বাঙালি। রবীন্দ্রনাথ এই কবিতাতে সেই বর্ণনাই দিয়েছেন। ঠিক যেমনটি দিয়েছেন
আগমনী’ কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র।
শরতের সব কবিতাই যেন আসন্ন দুর্গাপূজার ছুটির আমেজে শেষ হয়! ‘আগমনী’ আর ‘এসেছে শরৎ’কবিতা দুটিতেও এর
অন্যথা হয়নি।
পড়তে পড়তে ভাবি
একটি ঋতু যাওয়া ও আরেকটি অতু আসার মধ্যে তােমার চারপাশের প্রকৃতির রূপের কি কি পরিবর্তন হয় তা খেয়াল করে
দেখো।
সব ঋতুর মধ্যে শরতের আমেজই আলাদা- তা নে? এসাে পড়ে দেখি রবি ঠাকুরের ‘এসেছে শরৎ' কবিতাটি।
:
নিচের প্রশ্নগুলির উত্তর মুখে বলি ও লিখি :
ক) কবিতাটির মধ্যে কোন্ ঋতুর বর্ণনা আছে?
উত্তর- কবিতাটিতে শরৎ ঋতুর বর্ণনা আছে
খ) বর্ষা ঋতুর সঙ্গে শরৎঋতুর কী কী পার্থক্য আছে বলে তােমার মনে হয়?
উত্তর -বর্ষায় কালো মেঘে আকাশ ঢেকে যায়,।
শরতে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়।
গ) কবিতাটিতে কোন্ কোন্ ফুলের উল্লেখ আছে?
উত্তর- শিউলি, টগর ,মালতীলতা ইত্যাদি ফুলের উল্লেখ আছে।
ঘ) সকালবেলায় ঘাসের আগায় আগায় কী দেখা যায় ?
উ: সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা দেখা যায়
শরৎ ঋতুর বৈশিষ্ট্যের সঙ্গে মানান সই শব্দ খুঁজে বার করি।
বড়ােদিন দুর্গাপূজা, কালবৈশাখী
সাদা পেঁজা তুলাের মতাে মেঘ, বন্যা
উত্তর- দুর্গাপূজা,
সাদা পেঁজা তুলাের মতাে মেঘ, বন্যা
শরৎ ঋতু বলতে যা যা শব্দ মনে আসে সেই সকল শব্দ দিয়ে একটি মানস মানচিত্র তৈরি করি এবং প্রতিটি শব্দ দিয়ে এক
বাক্য লিখি।
– পেঁজা তুলাের মতাে মেঘ
দুর্গাপূজা- এইসময় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়
, বন্যা- বৃষ্টির জলে নদী গুলি তে বন্যা দেখা দেয়
কাশফুল- বনে বনে কাজ ফুল ফুটে ওঠে
.
শরৎকালে সারা আকাশ জুড়ে ছড়িয়ে থাকে পেজা তুলাের মতাে মেঘ।
৪. ঠিক ঘরে লিখি;
আমলকি, শিশির, মালতী, দুর্গাপূজা, কাশফুল, ইদ, শিউলি
উত্তর-
উৎসৰ- দুর্গাপূজা।
ফুল- মালতি,'কাশফু, শিউলি।
পরিবেশ- শিশির।
ফল- আমলকি।
তােমার সবথেকে প্রিয় ঋতুর সম্বন্ধে তিনটি চারটি বাক্য লেখাে :
কেন প্রিয়- এই সময় মাঠে মাঠে সবুজ ধানে ক্ষেত ভরে থাকে। এছাড়াও বাঙালির বড় উৎসব দুর্গাপুজো এই ঋতুতে অনুষ্ঠিত হয়।
নির্দিষ্ট বৈশিষ্ট- আকাশে এইসময় পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়।
ফুল- এই সময় বনে বনে কাশফুল ফুটে উঠে। বনকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এছাড়াও মালতীলতা ,টগর ,শিউলি এই শরৎ ঋতুর অন্যতম ফুল।
ফল- শরৎ ঋতুর ফল হইলো জলপাই ,তাল ইত্যাদি।
এই লিংকে ক্লিক করে পরের পর্ব পাঠ কৌশল -5 দেখুন