class 9 geography question about 1st examination/ নবম শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষা 2020 প্রশ্ন - Online story

Sunday, 8 May 2022

class 9 geography question about 1st examination/ নবম শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষা 2020 প্রশ্ন

 


 

 বিষয় - ভূগােল
পূর্ণমান - ৪০ সময় - ৯০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে : (পাঁচটি)
ক) পৃথিবীর প্রকৃত আকৃতি - অভিগত গােলাকার | উপবৃত্তাকার / বৃত্তাকার ।
খ) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস'- ১২৭৫৭ কিমি / ১২৭১৪ কিমি। ১২৫১২ কিমি।
গ) মহাবিষুব হয় - ২১ মার্চ । ২৩
সেপ্টেম্বর
/ ২১ জুন।
ঘ) নীলগ্রহ হল- শুক্র। পৃথিবী। বৃহস্পতি।
ঙ) সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক হল - হেমাটাইট / ম্যাগনেটাইট | সীডেরাইট ।
চ) অবাধ সম্পদ হল -কয়লা / সূর্যের আলাে | অরণ্য ।
১X ৫ =৫
২। শূন্যস্থান পূরণ করা ঃ (পাঁচটি)
সে একটি বামন গ্রহ।

খ) সৌরজগতের শীতলতম কুলীন গ্রহটি হল ..............।
গ) একটি মানবিক সম্পদের উদাহরণ হল মন

ঘ)তারিখে 3পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়।
সম্পদ সৃষ্টি করে, ভােগ করে এবং ধ্বংস করে।
৮) বিষুব শব্দর অর্থ সমান বিন যাত
৩। সত্য / মিথ্যা লেখাে: (পাঁচটি)
ক) আবর্তন গতির ফলে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি ঘটে ।
খ) কুসংস্কার সম্পদ সৃষ্টিতে সাহায্য করে। ৭
১x৫=৫
ঘ) ক্রায়ােলাইট দুষ্প্রাপ্য সম্পদ।
ঙ) জলবিদ্যুৎকে সাদা কয়লা বলে
চ) ২১ শে জুন উত্তর গােলার্ধে সবচেয়ে ছােটো দিন।
গ) চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাদের উপর পড়ে।

১X ৫ =৫
৪। পূর্ণবাক্যে উত্তর দাও (পাঁচটি)
ক) জিয়ড শব্দের অর্থ কি ?
খ) পৃথিবীর পরিধি কত ?
গ) নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
) তরল সােনা কাকে বলে ?
গচ্ছিত সম্পদের একটি নাম লেখ।

»
কয়লার একটি উপজাত দ্রব্যের নাম লেখ।
৫। টীকা লেখাে ঃ (দুটি)

কি) ফেরেলের সূত্র
ছায়াবৃত্ত
অধিবর্ষ
ঘ) কর্কট সংক্রান্তি
ঙ) সম্পদ।
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ (দুটি)
৫x২=১০
ক) পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলােচনা কর।
খ) সম্পদ সংরক্ষণের উপায়গুলি ব্যাখ্যা কর।
গ) জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ আলােচনা কর ।
৭। প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত
করাে ?
১×৫=৫
ভারতের বৃহত্তম কয়লা খনি ।
খ) দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র।
গ) পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র।
ঘ) সমুদ্র গর্ভের তৈল খনি ।
ঙ) ভারতের একটি লৌহ আকরিক উত্তোলন কেন্দ্র।